রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নিয়োগ নিয়ে তীব্র বিরোধিতায় কংগ্রেস

Kaushik Roy | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০ : ৩৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হলেন জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের অবসরের পর মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। সোমবার সন্ধ্যায় সরকারের তরফে এই ঘোষণা করা হয়। জানা গিয়েছে, নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আসন্ন পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন তিনি। এর মধ্যে রয়েছে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ু এবং এনডিএ শাসিত বিহার ও আসাম। ২০২৪ সালের শেষের দিকে বিহারে নির্বাচন রয়েছে। বাকি চারটি রাজ্যে ২০২৬ সালে নির্বাচন রয়েছে।

 

জ্ঞানেশ কুমার ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন। জানা গিয়েছে, তিনি মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকাকালীন ২০টি বিধানসভা নির্বাচন, ২০২৭ সালের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০২৯ সালের লোকসভা নির্বাচন রয়েছে। জ্ঞানেশ কুমারকে এই পদে নির্বাচিত করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটির বৈঠক হয়। কিন্তু সেখানে রাহুল গান্ধী ভিন্নমত পোষণ করেছিলেন। তারপরেও জ্ঞানেশ কুমারকে নির্বাচিত করায় এই নিয়োগের বিরোধিতায় কংগ্রেস। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আগামী শনিবার এর শুনানি বলে জানা গিয়েছে। 

 

তাদের দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হাতে রাখতে চায় নির্বাচন কমিশনকে। সে কারণেই আগেভাগে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। অন্যদিকে, সূত্রের খবর, নির্বাচন কমিশনে শূন্যপদ এড়াতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করতে চায়নি কেন্দ্র। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনও স্থগিতাদেশ না দেওয়ায় নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। জানা গিয়েছে, কেরালা ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইএএস জ্ঞানেশ কুমার এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিল খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

 

২০২৩ সালের আগে, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাষ্ট্রপতিরও। প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে নিয়োগ করতেন তিনিই। তবে, সাধারণত দুই নির্বাচন কমিশনারের মধ্যে যিনি সিনিয়র, তাকেই এই পদে নিযুক্ত করা হত। কিন্তু ২০২৩ সালে সংসদে একটি আইন পাশ করা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতার তিন সদস্যের কমিটি নির্বাচন কমিশনার নিয়োগে মুখ্য ভূমিকা গ্রহণ করবেন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, এই কমিটিকে থাকতে হবে প্রধান বিচারপতিকে। তাঁর জায়গায় একজন ক্যাবিনেট মন্ত্রীকে বসানো নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে আদালতে। 


Latest NewsElection CommissionIndia News

নানান খবর

নানান খবর

মাঝহাইওয়েতে আজব কাণ্ড ঘটালেন মহিলা, রইল ভিডিও 

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া