সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | অনবদ্য প্রত্যাবর্তন, আইএসএলে প্রথম কলকাতা ডার্বি জয় ইস্টবেঙ্গলের

Reporter: সম্পূর্ণা | লেখক: সম্পূর্ণা ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৭Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল - ৩ (মহেশ, ক্রেসপো, ডেভিড) মহমেডান - ১ (ফ্রাঙ্কা)

দুরন্ত প্রত্যাবর্তন। চেন্নাইয়ের কাছে বিশ্রী হারের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। আইএসএলে প্রথম কলকাতা ডার্বি জয়। রবিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিং‌কে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোল করেন নাওরেম মহেশ, সল ক্রেসপো‌ এবং ডেভিড লালনসাঙ্গা। অবশেষে কাটল গোলের খরা। এদিন আক্রমনাত্মক ছক সাজান অস্কার ব্রুজো। তার ফল মেলে। মেসি বাউলির সংযোজনে প্রথমার্ধে আগ্রাসী ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে কখনওই ম্যাচ থেকে হারিয়ে যায়নি মহমেডান।‌ ২-১ হওয়ার পর সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সাদা কালোর প্রাক্তনীই কাঁটা হয়ে বিঁধল‌। ম্যাচের অন্তিমলগ্নে ডেভিডের করা গোলেই টানা চার হার মহমেডানের। এদিনের জয়ে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। সুপার সিক্সের আশা আগের দিন শেষ হয়ে গেলেও, উজ্জীবিত ফুটবল এএফসি এবং সুপার কাপের আগে অস্কার ব্রুজোর দলের মনোবল বাড়াবে। লিগের তলানিতে থাকা দুই দলের লড়াই হলেও, হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়নি দুই দলের সমর্থকদের। লড়াকু ফুটবলের সাক্ষী থাকে তাঁরা। 

 

 

লিগ টেবিলের ১১ বনাম ১৩ নম্বরের লড়াই। ম্যাচকে কেন্দ্র করে তেমন আগ্রহ ছিল না। কিন্তু ম্যাচের গতি প্রকৃতি দেখে মনে হয়নি টেবিলের তলানিতে থাকা দুটো দল খেলছে। আগের দিনই দুই কোচ অস্কার ব্রুজো এবং মেহরাজউদ্দিন ওয়াডু জানিয়েছিলেন, রবিবারের ডার্বি মর্যাদার লড়াই। তারই প্রতিফলন ঘটল মাঠে। বিনা লড়াইয়ে একে অপরকে একচুলও জমি ছাড়েনি দুই প্রধান। প্রথমার্ধের শেষে প্রাধান্য ছিল ইস্টবেঙ্গলের। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল লাল হলুদ। প্রথম লেগের ডার্বিতে জলের বোতলে লাথি মেরে লাল কার্ড দেখেছিলেন নাওরেম মহেশ। এদিন প্রায়শ্চিত্ত করলেন। ম্যাচের ২৭ মিনিটে তাঁর করা গোলই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে বিষ্ণুর পাস থেকে নিখুঁত প্লেসিং মহেশের। প্রথমার্ধে গোল লক্ষ্য করে প্রায় নয়-দশটি শট নেয় লাল হলুদ। তারমধ্যে একাধিক মেসি বাউলির। কথা মতো এদিন ডিয়ামানটাকোসের সঙ্গে মেসিকে জুড়ে দেন অস্কার ব্রুজো। তাতেই ভোল বদলে যায় ইস্টবেঙ্গলের। এদিন শুরু থেকেই নজর কাড়েন ক্যামেরুনের স্ট্রাইকার। বেশ কয়েকবার গোল লক্ষ্য করে শট নেন। তারমধ্যে একবার বাঁচান মহমেডান গোলকিপার, অন্যবার সাইড নেটে লাগে। ম্যাচের ১৭ মিনিটে ডিয়ামানটাকোসকে গোলের ঠিকানা লেখা পাস বাড়ান মেসি। কিন্তু গ্রিক স্ট্রাইকার গোলে রাখতে পারেননি। ভাগ্য সহায় থাকলে স্কোরশিটে নাম তুলতে পারতেন মেসি। বেশ কয়েকটা সুযোগ মিস করেন ডিয়ামানটাকোসও। প্রথমার্ধে মহমেডান যে একেবারেই সুযোগ পায়নি তেমন নয়। জোড়া গোলের সুযোগ ছিল মেহরাজের দলের সামনে। কিন্তু মিস করেন মার্ক এবং মনবীর। নবাগত বিদেশের শট বাঁচান ইস্টবেঙ্গল কিপার। প্রথমার্ধে গোল হজম করলেও যথেষ্ট লড়াই করে মহমেডান। 

 

 

দ্বিতীয়ার্ধ ঘটনাবহুল। দুই দলই প্রাণ লড়িয়ে দেয়। হাড্ডাহাড্ডি লড়াই। কে বলবে লিগের তলানিতে থাকা দুই দলের ম্যাচ! আদর্শ কলকাতা ডার্বি। ম্যাচের ৬৪ মিনিটে মহেশের শট বাঁচান পদম ছেত্রী। তবে ব্যবধান বাড়াতে এক মিনিট অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গলকে। কৃতিত্ব সল ক্রেসপোর। ৬৫ মিনিটে ফেলার পা থেকে বল কেড়ে নিয়ে মেসিকে বাড়ান। ক্যামেরুনের স্ট্রাইকারের পাস থেকে দারুণ ফিনিশ ক্রেস্পোর। পরিবর্ত হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে গোল। চোট সারিয়ে কেরল ম্যাচে নামলেও একেবারেই টাচে ছিলেন না সল। এদিন সেটা পুশিয়ে দিলেন।‌ তবে তার তিন মিনিটের মধ্যে ব্যবধান কমায় সাদা কালো ব্রিগেড। ম্যাচের ৬৮ মিনিটে ২-১ করে মহমেডান। রবি হাঁসদার পাস থেকে বাঁ পায়ের শটে গোল ফ্রাঙ্কার। আইএসএলে প্রথম গোল ব্রাজিলিয়ানের। অভিষেকেই অ্যাসিস্ট সন্তোষ ট্রফির নায়ক রবির। ম্যাচের ৭৬ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় মহমেডান।‌ প্রথমবার অ্যালেক্সিসের শট বাঁচান প্রভসুখন সিং। ফিরতি বলে রবি হাঁসদার শট ক্রসপিসে লাগে। আবার ফিরতি বলে রেমসাঙ্গার শট গোললাইন থেকে ফেরত পাঠান আনোয়ার। দ্বিতীয়ার্ধে ভাল খেলে মেহরাজের দল। তবে ম্যাচের ৮৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন মহমেডানের প্রাক্তনী। প্রভাত লাকরার পাস থেকে টার্ন করে কোনাকুনি শটে গোল ডেভিড লালনসাঙ্গার। গত বছর সাদা কালোর কলকাতা লিগ জয়ের কান্ডারী ছিলেন। এদিন তাঁর গোলেই হার নিশ্চিত হয়ে মহমেডানের।‌ শেষ মিনিটে মহমেডানের নিশ্চিত গোল বাঁচান পরিবর্ত কিপার দেবজিৎ। দল হারলেও অভিষেক ম্যাচে নজর কাড়েন সন্তোষের নায়ক রবি হাঁসদা।


East BengalMohammedan Sporting Kolkata Derby

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া