সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Mohun Bagan is on the verge to win League Shield

খেলা | কোচিতে ম্যাকলারেনের দাদাগিরি, লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান

KM | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২২Krishanu Mazumder


মোহনবাগান-৩ কেরল ব্লাস্টার্স-০
(ম্যাকলারেন-২, রডরিগেজ)

আজকাল ওয়েবডেস্ক: কোচিতে মোহনবাগানের দাদাগিরি। লিগ শিল্ড জয়ের আরও কাছে হোসে মোলিনার দল। পয়েন্ট টেবিলের মগডালে ছিল। এই ম্যাচের পরে আরও উপরে সবুজ-মেরুন। 


অ্যাওয়ে  ম্যাচ, চোট আঘাত,  টানা খেলা এগুলো অন্য দলের পারফরম্যান্সকে প্রভাবিত করে। কিন্তু মোহনবাগান রয়েছে মোহনবাগানেই।  এই দল ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর বাসিন্দা। নইলে কোচিতে গিয়ে এভাবে স্তব্ধ করে দিতে পারে কেরল ব্লাস্টার্সকে! 

মোহনবাগান সবই পারে। শুরুতে কেরল আক্রমণের ঝড় তুলে দিল। মোহনবাগানের রক্ষণে আছড়ে পড়ছে হলুদ ঝড়। কিন্তু ওই প্রবল চাপের মধ্যেও সবুজ-মেরুনের রক্ষণ কেঁপে গেল না। আরও বেশি জমাটি দেখাল আলবার্তো রডরিগেজ-শুভাশসদের। 

উলটে শ্বাস নিয়ে খেলার গতির বিপরীতেই গোল করে গেল মোহনবাগান। ম্যাকলারেনের মতো তারকা যেকোনও দলের সম্পদ। হাফ চান্স, সিকি চান্স থেকেও তিনি গোল করতে দক্ষ। ২৮ মিনিটে তাঁর প্রথম গোলটি যেমন। লিস্টনের কাছ থেকে বল পেয়ে কেরলের জাল কাঁপিয়ে দিলেন। ওই গোল কেরলকে ব্যাকফুটে ঠেলে দেয়। তাদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে চলে যান ম্যাকলারেন। 

অস্ট্রেলিয়ান তারকার দ্বিতীয় গোলটা চমকে দেওয়ার মতো। কিছু বুঝে ওঠার আগেই কেরলের সমর্থকরা দেখলেন বল জালে জড়িয়ে দিয়েছেন ম্যাকলারেন। কামিন্সের কাছ থেকে বলটা পাওয়ার সময়ে কেরলের গোলকিপার এগিয়ে এসেছিলেন। ম্যাকলারেন কেরল গোলকিপার শচীন সুরেশের মাথার উপর দিয়ে জালে বল জড়িয়ে দেন। 

এক মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দিয়ে গেলেন ম্যাকলারেন। এ মোহনবাগানের রক্ষণ শক্তিশালী। প্রতিপক্ষের আক্রমণে দুমড়ে মুচড়ে যায় না। এই সবুজ-মেরুনের আক্রমণভাগে রয়েছে এমন এক ফলা, যিনি যে কোনও মুহূর্তে প্রতিপক্ষকে নামিয়ে আনতে পারেন আসমান থেকে জমিতে। ম্যাকলারেন সেই কাজটাই করলেন। 

শুধু ম্যাকলারেনের কথাই বলা হচ্ছে ঠিকই। গোটা মোহনবাগান দল একটা ইঞ্জিনের মতো খেলে চলেছে। ভুল চুক নেই। নিজেদের লক্ষ্যে স্থির। শুরু থেকে শেষ পর্যন্ত একই ভাবে এগিয়ে চলেছে। এই দলকে রোখে  কার সাধ্যি! 

এই কেরল ব্লাস্টার্স যুবভারতীতে এসে শনিবারের থেকে বেশি লড়াই করেছিল। শেষ মুহূর্তে অ্যালবার্তো রডরিগেজের কামান দাগা শটে ম্যাচ হেরে বসেছিল কেরল। এদিনও রডরিগেজ গোল করলেন। সেটা অবশ্য দ্বিতীয়ার্ধে। খেলার ৬৬ মিনিটে তাঁর গোলে মোহনবাগান কেরলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল। দীপক টাঙ্গরির মারা শট ফিরে এলে আলবার্তো রডরিগেজ গোল করেন। প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে নিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়িয়ে নিল সবুজ-মেরুন।  

এই ম্যাচ জেতার ফলে লিগ শিল্ড খেতাবের আরও কাছে পৌঁছে গেল মোহনবগান। আগামী রবিবার হয়তো সেই মাহেন্দ্রক্ষণ। যুবভারতীতে  সবুজ-মেরুনের সামনে সের্জিও লোবেরার ওড়িশা। সেই ম্যাচ জিতলেই লিগ শিল্ড খেতাব ঢুকে পড়বে বাগানে। সবুজ-মেরুন সমর্থকরা সেই সময়ের অপেক্ষায়।  


MohunBaganKeralaBlastersISL

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া