শনিবার ১৫ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মাধ্যমিক পরীক্ষায় টুকতে দিতে হবে, দাবি ঘিরে ছাত্র বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের স্কুল

Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় 'টুকতে' না দেওয়াকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের জেরে শনিবার বিকেলে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় একটি বেসরকারি স্কুল। ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষের লোকজনের মধ্যে 'সংঘর্ষে' আহত হয়েছে কমপক্ষে চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানা এলাকায় ওই বেসরকারি স্কুলের প্রায় ১২০ জন ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষার আসন এবার সুতির বাঙ্গাবাড়ি হাইস্কুল এবং সামশেরগঞ্জের কাঞ্চনতলা হাই স্কুলে পড়েছে। বেশ কিছু পরীক্ষার্থীর অভিযোগ, কাঞ্চনতলা হাইস্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে, তারা পরীক্ষার প্রথম দিন থেকে 'হল ম্যানেজ' বা টোকাটুকি করতে পারছে। অথচ সুতির বাঙ্গাবাড়ি হাই স্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে, তারা টোকাটুকি করতে পারছে না। পরীক্ষার্থীদের অভিযোগ ওই স্কুলে কড়া গার্ড দিচ্ছেন শিক্ষকরা। 

ওয়াসিম আখতার নামে ওই বেসরকারি বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী বলে, 'কাঞ্চনতলা হাই স্কুলে আমাদের যে সমস্ত সহপাঠীর পরীক্ষার আসন পড়েছে তারা খুব সহজে হল ম্যানেজ করে পরীক্ষার উত্তর লিখতে পারছে। কিন্তু আমরা যারা বাঙ্গাবাড়ি হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি, তারা কেউ সেটা করতে পারছি না।'

ওই ছাত্র জানায়, 'এই কারণে আমরা স্কুলের মালিক মিল্টন বিশ্বাসকে বলেছিলাম বাঙ্গাবাড়ি হাই স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের হল ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করতে অথবা আমাদের পরীক্ষার আসন পরিবর্তন করে দেওয়ার জন্য।' একাধিক পরীক্ষার্থীদের দাবি, এই অনুরোধ তারা যে বেসরকারি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেখানকার ম্যানেজমেন্ট মেনে নেয়নি।
 
শনিবার অঙ্ক পরীক্ষা শেষে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ওই বেসরকারি স্কুলের সামনে গিয়ে স্কুলের মালিক এবং  ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। অভিযোগ সেই সময় স্কুল ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে তাদের উপর হামলা চালানো হয়। 

ছাত্রছাত্রীরা দাবি করেছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির 'গুন্ডা'দের হামলায় ওয়াসিম আক্রম, মহম্মদ আরিয়ান, তনভীর আজিজ সরকার এবং আতিব রহমান নামে চার ছাত্র আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোটা ঘটনা প্রসঙ্গে ওই বেসরকারি স্কুলের মালিক মিল্টন বিশ্বাস বলেন, 'ছাত্রদেরকে হল ম্যানেজ করে মাধ্যমিক পরীক্ষার উত্তর লিখতে দিতে হবে এমন অনুরোধ নিয়ে আমার পক্ষে কোনও স্কুল কর্তৃপক্ষের কাছে দরবার করা সম্ভব নয় তা আমি পরিষ্কার করে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছি। কিন্তু তা সত্বেও তারা পরীক্ষা কেন্দ্র বদল এবং পরীক্ষা হলে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে হবে এমন দাবি করে আসছে।'
 
তিনি বলেন, 'আজই আমরা সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে স্কুলে ডেকে পাঠিয়েছি। তাদেরকে গোটা বিষয়টি জানানো হবে। তবে আমাদের তরফ থেকে কোনও ছাত্রছাত্রীর উপর হামলা চালানো হয়নি।'


murshidabadmadhyamikexamination

নানান খবর

নানান খবর

এমনও হতে পারে!‌ চার বছরের শিশুকন্যাকে আছড়ে মারার পর নদীতে ফেলে দিল বাবা

আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, ক্ষোভ-বিক্ষোভ আসানসোলে, গ্রেপ্তার এক

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে

ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিলিগুড়ির রায়পাড়ায় পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন

রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারখানা, কলকাতা এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা

নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, বিস্ফোরক অভিযোগ বিএসএফ জওয়ানের ছেলের বিরুদ্ধে, জলপাইগুড়িতে চাঞ্চল্য 

দোল উৎসব উপলক্ষে নিরামিষ খাওয়ার নিদান নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের, শুরু রাজনৈতিক তরজা

দোলের দিন এই শাখায় চলবে না মেট্রো, পরিবর্তন হয়েছে টাইম টেবিলেও, জানুন বিস্তারিত

'মারধোর করে মাঝরাতে বের করে দিল বাড়ি থেকে', ছেলের শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ দম্পতি 

দফায় দফায় ছাত্র সংঘর্ষ, ক্রিকেট ম্যাচ দেখানো ঘিরে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

কোন্নগরে দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি, ধৃত এক

ব্যবসায়ীর জুতো সরিয়ে রেখে অভিনব কায়দায় ক্যাশবাক্স লুট! 

জমি ঘিরে বিবাদ, ইট-হাতুড়ি দিয়ে প্রৌঢ়কে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া