সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মেহুল চোকসির সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু, আজব সাফাই দিলেন আইনজীবী

Sumit | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৫২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: হীরের ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি নিলামের নির্দেশ দিল মুম্বই কোর্ট। মেহুলের ১৩ টি সম্পত্তি নিলাম করা হবে বলে জানা গিয়েছে। তার প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমস লিমিটেডের সম্পত্তি এবার নিলাম করে দেওয়া হবে বলেই নির্দেশ দিয়েছে মুম্বই কোর্ট।


পিএনবি স্ক্যামে অভিযুক্ত ছিলেন মেহুল চোকসি। এরপরই দেশ থেকে পালিয়ে যায় সে। এদিন এই মামলা চলার সময় কোর্ট জানায় আর্থিক তছরুপ মামলায় তাকে দোষী করা হয়েছে। ফলে ভারতে থাকা তার সমস্ত সম্পত্তি বিক্রি করা হবে। এই সমস্ত টাকা ফেরত যাবে ব্যাঙ্কে। 


মেহুলের সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ের সান্তাক্রজের সাতটি ফ্ল্যাট, ভারত ডায়মন্ডের একটি প্রতিষ্ঠান, গুজরাটের সুরাটে চারটি ডায়মন্ড পার্ক এবং সেখানে থাকা একটি দোকান। দ্রুত এই সমস্ত সম্পত্তি বিক্রি করা দেওয়া হবে। ইডির পক্ষ থেকে বলা হয় সমস্ত সম্পত্তি বিক্রি করার নির্দেশের জন্য তারা আদালতের কাছে কৃতজ্ঞ। 


বর্তমানে এই সমস্ত অর্থ আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখা হবে। তারপর সেখান থেকে এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। ২০১৮ সাল থেকে হীরে ব্যবসায়ী ভারত থেকে পালিয়ে অ্যান্টিগাতে বসবাস করছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তাই অ্যান্টিগা থেকে তিনি বেলজিয়ামে চিকিৎসার জন্য গিয়েছেন। তার সঙ্গে রয়েছে তার ভাইপো এবং অন্য পরিবারের সদস্যরা।

 


২০১৮ সালে পিএনবি স্ক্যামের সঙ্গে নাম জড়িয়েছিল মেহুল চোকসির। এরপর থেকেই ভারত থেকে পালিয়ে যান তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে ভারত ছাড়ার পর চোকসি অ্যান্টিগুয়া ও বারবুডায় বসবাস করছেন বলে মনে করা হচ্ছে, এই কেলেঙ্কারি ধরা পড়ার কিছুদিন আগে এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফআইআর নথিভুক্ত করেছিল। ইডির তদন্তে উঠে এসেছে যে মেহুল চোকসি ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সহযোগী এবং পিএনবি কর্মকর্তাদের সঙ্গে জালিয়াতির মাধ্যমে লেটার অফ আন্ডারটেকিং এবং ফরেন লেটার অফ ক্রেডিট পাওয়ার ষড়যন্ত্র করেছিলেন। পরবর্তীকালে খেলাপি হন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬,০৯৭.৬৩ কোটি টাকা ক্ষতি করেন। মেহুল চোকসি আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ঋণ পরিশোধে খেলাপি হয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।


২০১৮ সালে সিবিআইয়ের মামলা নথিভুক্ত হওয়ার পর আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। তাদের তদন্তে মেহুল চোকসির গীতাঞ্জলি গ্রুপের সংস্থাগুলি থেকে দেশের ১৩৬টি জায়গায় তল্লাশি চালিয়ে ৫৯৭.৭৫ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ও গয়না বাজেয়াপ্ত করা হয়। 

 


PNBscam auction MehulChoksi

নানান খবর

নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া