রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

AD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অনাস্থা প্রস্তাব পাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতে রাজ্য নেতৃত্বের ধমক খেয়ে ভোল বদল তুফানগঞ্জ পৌরসভার বিক্ষুব্ধ ১০ কাউন্সিলরদের। অনাস্থা প্রস্তাবের পরেও চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর ও ভাইস চেয়ারম্যান তনু সেন বদল হচ্ছেন না। তুফানগঞ্জ পুরসভার ১২ জন কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেখানেই সিদ্ধান্ত হয় ফের কৃষ্ণা ঈশোরকেই পুরসভার চেয়ারপার্সন পদে ফিরিয়ে আনবে দল। সেই সিদ্ধান্ত মেনে নেন সকলে। তারপর বৈঠক শেষে জেলা সভাপতি অভিজিৎ সকল কাউন্সিলরদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন।
সাংবাদিক বৈঠকে অভিজিৎ জানান, তুফানগঞ্জ পুরসভার কয়েকজন কাউন্সিলর চেয়ারম্যান কৃষ্ণা ঈশোর ও ভাইস চেয়ারম্যান তনু সেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন এমন খবর বেরিয়েছে। গতকাল কাউন্সিলররা বৈঠক করেছেন। তারা জানিয়েছিলেন আগামী ১৮ তারিখ পর অনাস্থা প্রস্তাব পাশ করবেন। ইতিমধ্যে দল সেখানে হস্তক্ষেপ করেছেন। আমরা পরপর তিনবার আলোচনা করি। আজ আবার সকল কাউন্সিলারদের নিয়ে চতুর্থ বৈঠক হয়। সেখানে কাউন্সিলারের সঙ্গে চেয়ারম্যানের যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটে যায়। এখন তারা আর অনাস্থা চাইছেন না। তিনি বলেন, ''চেয়ারম্যান কৃষ্ণা ঈশোরই থাকছেন। পৌরসভার কাজ যেমন ভাবে এতদিন চলছে, তেমনি চলবে। মানুষের মধ্যে একটা ভুল বার্তা গেল। এটা অনুভব করেছেন কাউন্সিলররা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চান আমরা সকলে মিলে এক সঙ্গে ভাইবোনের মতো করে কাজ করি মানুষের জন্য।'' তিনি আরও বলেন, ''২০২৬ সালের বিধানসভা ভোটে তুফানগঞ্জ পুরসভা এলাকায় বিভিন্ন কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসা অর্জন করতে হবে। এই বিধানসভা কেন্দ্রে আমরা লোকসভা ভোটে ৭০০০ ভোটে হেরেছি। তার মধ্যে তুফানগঞ্জ পুরসভা এলাকায় আমরা ৩৮০০ ভোটে হেরেছি। এই জায়গা থেকে আমাদের কভার করতে হবে। তাহলে আমরা এই বিধানসভায় আমাদের জয় নিশ্চিত হবে।''
গত ১৭ জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন বিক্ষুদ্ধ ১০ কাউন্সিলার। তা নিয়ে জেলা সভাপতির সঙ্গে বৈঠক করার পরেও অনাস্থা প্রস্তাবে অটল থাকেন কাউন্সিলরেরা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ভোল বদল ওই ১০ কাউন্সিলারের।
সেই প্রসঙ্গে বলতে গিয়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু শেখর সাহা বলেন, ''আমাদের সাথে চেয়ারপার্সনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আমরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। গতকাল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং অনাস্থা পাশের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৮ তারিখ তা পেশ করা হত। কিন্তু রাজ্য নেতৃত্ব ও জেলা সভাপতির হস্তক্ষেপে আমরা বিষয়টি নিয়ে বৈঠকে বসি। সেখানে আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটে গিয়েছে। আগে যিনি চেয়ারপার্সন ছিলেন তিনি থাকবেন। আমরা তাঁর নেতৃত্বে তুফানগঞ্জ পুরসভার উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাব।''
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?