রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | মোদির উপহারের তালিকায় রবীন্দ্র শিশু সাহিত্য, তুলে দিলেন ধনকুবের মাস্কের তিন সন্তানের হাতে

RD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৫৭Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: চর্চায় মোদির মার্কিন সফরে বিদেশি অতিথিদের উপহারের তালিকা। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ব্লেয়ার হাউসে টেসলা কর্তা ইলন মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। ইলন মাস্ক এ দিন তাঁর ১২ সন্তানের মধ্যে তিন জনকে নিয়ে দেখা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক শেষে ইলন মাস্কের সন্তানদের হাতে বিশেষ উপহার তুলে দেন মোদি। জানা গিয়েছে, উপহারের নানা সামগ্রীর মধ্যে ছিল তিনটি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য, আরকে নারায়ণের কালেকশন ও বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। 

মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্স হ্যান্ডেলারে সেইসব ছবি নিজের শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেইসব ছবিতে মাস্কের শিশু সন্তানদের ওই তিনটি বই পড়তে দেখা গিয়েছে। ওই পোস্টে প্রদানমন্ত্রী লিখেছেন, "মিস্টার ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা বেশআনন্দের ছিল।" 

ধনকুবের ইলন মাস্ক-ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের পোস্ট করা ছবি থেকে দেখা গিয়েছে, টেসলা কর্তা প্রধামমন্ত্রীর হাতে একটি কালো, চকচকে, ষড়ভুজ টাইলস গোছের কোনও স্মারক তুলে দিচ্ছেন। কিন্তু কী আছে এই স্মারকে?

মোদিকে মাস্কের উপহার-
নেটিজ়েনদের চর্চা, বিশ্বের সেরা ধনকুবের যখন তখন উপহারও হবে বহুমূল্য ও বিশেষ কিছু। এক নেটিজ়েন লিখেছেন, "এটা মনে হয় ঈগল ইনসিগনিয়া।" কারও দাবি, "এটা টেসলার সাইবারট্রাক মডেল।" অন্য এক নেটিজ়েনের দাবি, স্পেস এক্স স্টারশিপ উৎক্ষেপণের সময় তাপ নিরোধক যে বিশেষ ঢাল ব্যবহার করেছিল, সেই টাইলসের অংশই বিশেষ আকার দিয়ে মেমেন্টো তৈরি করে মোদীকে দিয়েছেন মাস্ক। 

মাস্ক-মোদি কী নিয়ে আলোচনা?
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে দু'জন উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভারতীয় ও মার্কিন সংস্থাগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনে সহযোগিতা আরও গভীর করার সুযোগগুলিও তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে এই বৈঠক হয়েছিল।

 


modiusvisitmodimuskmeetingmodigiftstomuskschildren

নানান খবর

নানান খবর

মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

‘বাবার অঙ্গপ্রত্যঙ্গ এলিয়েনরা নিয়ে গিয়েছে’, বৃদ্ধকে নৃশংস খুন করে ঘরে ফেলে রাখল ছেলে

২০২ বছরের জলের দানবের হদিস পেল ১১ বছরের একটি মেয়ে, তারপর..

কুলভূষণ যাদবের আপিলের অধিকার নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক

নেগেটিভ চিন্তাভাবনা আমাদের কোন ক্ষতি করে, কী বলছেন বিশেষজ্ঞরা

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

সোশ্যাল মিডিয়া