রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

One arrested from Kolkata over beating the headmaster of a school in Murshidabad

রাজ্য | মুর্শিদাবাদে স্কুলের মধ্যে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার ম্যানেজিং কমিটির সভাপতি

AD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধানশিক্ষক মহম্মদ মনিরুল ইসলামকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে ওই স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাস। নিউ ফরাক্কা হাইস্কুলের নতুন অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্ব গ্রহণ করার পর ছাত্রছাত্রীদের জন্য নতুন রুটিন তৈরি করে। সেই রুটিন কার্যকর করাকে কেন্দ্র করে স্কুলের কিছু শিক্ষকের সঙ্গে গত ৩১ জানুয়ারি স্কুলের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন স্কুলের প্রধানশিক্ষক মনিরুল ইসলাম। 

অভিযোগ, সেইদিনই প্রধানশিক্ষকের ঘরের মধ্যে ঢুকে চারজন সহকারী শিক্ষক তাঁকে মারধর করে। ঘটনার সময় ওই ঘরেই উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির অন্যতম সদস্য অরুন্ময় দাস। মারধরের ঘটনায় প্রধানশিক্ষকের পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।  গত ১ ফেব্রুয়ারি মনিরুলের স্ত্রী ফরাক্কা থানায় চারজন সহকারী শিক্ষক-সহ অরুন্ময়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই ফরাক্কা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রধানশিক্ষককে খুন করার চেষ্টা এবং সরকারিকর্মীকে কর্মক্ষেত্রে বাধা দান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। ফরাক্কা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন অরুন্ময়। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে কলকাতার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করেছে। গতকালই তাঁকে মুর্শিদাবাদ জেলায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। 

অরুন্ময়ের গ্রেপ্তারির তীব্র সমালোচনা করেছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, ''ঘটনার দিন স্কুলে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেই সময় অরুন্ময় দাস নিজে ফোন করে পুলিশ ডেকেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য।'' তিনি আরও বলেন, ''কয়েকজন শিক্ষকের সঙ্গে প্রধানশিক্ষকের মতানৈক্য তৈরি হওয়ায় সমস্যা সমাধানের জন্য স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সেদিন অরুন্ময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর সেখানে অন্য কোনও ভূমিকা ছিল না। পুলিশ কোনওরকম তদন্ত না করেই প্রধানশিক্ষকের তরফ থেকে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে অরুন্ময়কে গ্রেপ্তার করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'
 
অন্যদিকে, অরুন্ময় গ্রেপ্তার হওয়ায় পর প্রধানশিক্ষক মনিরুল ইসলাম বলেন, ''আমি পুলিশি তদন্তে আস্থা রেখেছি। ওই ব্যক্তির আরও আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল। আমাকে মারধরের ঘটনায় যাঁরা যুক্ত ছিল তাঁদের সকলের গ্রেপ্তারির দাবি করছি।' প্রসঙ্গত মারধরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে ওই স্কুলেরই এক সহকারী শিক্ষক সুজন স্বর্ণকারকে পুলিশ গ্রেপ্তার করেছে।


MurshidabadWestBengalNewsCrimeHeadmaster

নানান খবর

নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া