সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রবল হইহট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত ১লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় এই বিলে পেশের কথা জানিয়েছিলেন নির্মলা সীতারমন। নয়া আয়কর বিল আইনে রূপান্তরিত হলে তা ১৯৬১ সালের আয়কর আইনকে প্রতিস্থাপন করবে। ৬৪ বছরের পুরনো আয়কর আইনকে নয়া আয়কর বিলে এমনভাবে সরলীকৃত করা হয়েছে, যা একজন সাধারণ মানুষও অতি সহজেই বুঝতে পারেন।
নয়া আয়কর বিল পেশের সময় বিরোধী দলের কিছু সাংসদ ওয়াকআউট করেন। অন্যরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশে চোখা চোখা প্রশ্ন ছুড়ে দেন। কংগ্রেসের মনীশ তিওয়ারি এবং আরএসপির এনকে প্রেমচন্দ্রন দাবি করেন যে, নতুন আয়কর বিলটি আসলে পুরানোটির চেয়েও জটিল। নির্মলা সীতারমন পাল্টা বলেন যে, বর্তমান আইনে ৮০০টিরও বেশি ধারা ছিল, যেখানে প্রস্তাবিত আইনে মাত্র ৫৩৬টি ধারা রয়েছে।
তৃণমূল সাংসদ সৌগত রায় নতুন আয়কর বিলটিকে "যান্ত্রিক" বলে সমালোচনা করেন। যার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেন, "... উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। শব্দের সংখ্যা অর্ধেক কমে গিয়েছে... অনেক ধারা এবং অনুচ্ছেদ কেটে ফেলা হয়েছে। এটি সহজ ইংরেজিতেও তৈরি হয়েছে।" বেশ কিছু সংসদ প্রস্তাবিত নতুন আইনটি পেশ করার জন্য ধ্বনিভোটের দাবি তোলেন।
এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত আয়কর বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠান। এই কমিটির সদস্যরা নতুন কর প্রস্তাবগুলি যাচাই করবে এবং প্রয়োজনে পরিবর্তন আনবে। তারপর এই বিল পুনরায় সংসদে পেশ করা হবে।
যৌথ সংসদীয় কমিটি বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধের প্রথম দিন, ১০ মার্চ এই বিল নিয়ে রিপোর্ট পেশ করবে বলে আশা করা হচ্ছে। এই কমিটি লোকসভার স্পিকার ওম বিড়লা তৈরি করে দেবেন।
নয়া আয়কর বিল পেশ করার কিছুক্ষণ পরেই, নির্মলা সীতারামনের কার্যালয় একটি টুইট করে, সেখানে লেখা রয়েছে, "নতুন আয়কর বিল (২০২৫) সংসদে পেশ করা হয়েছে। বিলটির লক্ষ্য বর্তমান আইনের ভাষা সহজ করা, যা এখন পর্যন্ত সংশোধিত হয়েছে। বিলটির (একটি অনুলিপি) আমাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।"
নতুন আয়কর বিলের বৈশিষ্ট্য:
-নতুন আয়কর বিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আয়কর সম্পর্কিত বিধানগুলির ব্যাখ্যা সহজ করেছে, যাতে আইনি বিরোধ এবং মামলার ক্রমবর্ধমান সংখ্যা হ্রাস করা যায়। নতুন আয়কর বিলটি মাত্র ৬২২ পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে বর্তমান আয়কর আইনে ৮৮০ পৃষ্ঠা রয়েছে। কেন্দ্র সরকারের লক্ষ্য হল কর ব্যবস্থা সরলীকরণ এবং ডিজিটালাইজেশন করা, যাতে সাধারণ মানুষের কাছে দেশের কর ব্যবস্থা সহজবোধ্য হয়।
নয়া আয়কর বিলে নতুন কী আছে?
-নয়া আয়কর বিলে মূল্যায়ন বছরের পরিবর্তে "কর বছর" বা TAX Year ব্যবহার করা হয়েছে।
- নতুন আয়কর বিলে, এনপিএস এবং ইপিএফ-এর উপর কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। অবসর তহবিল এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর আপনি কর ছাড়ের সুবিধা পাবেন। বিমা প্রকল্পগুলিতে আরও কর সুবিধা পাওয়া যাবে।
- যদি কেউ কর বাঁচানোর জন্য ভুল তথ্য দেয়, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলাও করা হতে পারে। যদি আয় গোপন করা হয়, তাহলে সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে।
- যারা কর প্রদান করেন না, তাদের উপর জরিমানা বা চড়া সুদ আরোপ করা হতে পারে।
- রাজনৈতিক দল এবং নির্বাচনী ট্রাস্টের আয় করমুক্ত করা হয়েছে। কিছু শর্তে কৃষি আয় করমুক্ত রাখা হয়েছে ৷
- ধর্মীয় ট্রাস্ট এবং সমাজকল্যাণ প্রতিষ্ঠানে দান করা অর্থের উপর কর ছাড় দেওয়া হবে।
- এর সঙ্গে, স্টার্টআপ, এসএমই এবং বিশেষ ব্যবসাগুলিকেও কর ছাড় দেওয়া হয়েছে।
- ভাড়া বাবদ আয়ের উপর টিডিএসের সীমা বার্ষিক ২.৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে।
- যে কোনও সম্পত্তি বা সম্পদ থেকে অর্জিত মুনাফার উপর মূলধন লাভ করের জন্য নতুন নিয়ম তৈরি করা হয়েছে।
নানান খবর
নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব