রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্য মন্দির রয়েছে। সূর্য দেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। মন্দিরে বেশিরভাগ জায়গায় সূর্যের চিহ্ন বা প্রতীক পূজিত হয়। এমনকী ভারত বিখ্যাত কোনারকের সূর্য মন্দিরেও সূর্য দেবতার কোনও মূর্তি নেই।
কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুন্ড গ্রামে সূর্য দেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাঁদের বেশিরভাগ, এমনকী জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির।
অমৃতকুন্ড সূর্য মন্দিরের সেবাইত সুমন চ্যাটার্জী বলেন, 'আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনেছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বহু বছর আগে তিনি যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি স্বপ্ন দেখেন গ্রামের 'দেবপুকুরে' সূর্য দেবতার মূর্তি রয়েছে। এরপর দেবতার আদেশে তিনি সেই মূর্তি তুলে এনে গ্রামে সুদৃশ্য পাথরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।'
তবে সময়ের আঁচড় লেগে বিক্রমাদিত্যের নির্মিত সেই মন্দির এখন আর দেখা যায় না। স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে অন্য একটি মন্দির। যেখানে এখনও সূর্য দেবতার নিত্যসেবা করা হয়। সুমন বলেন, 'রাজা বিক্রমাদিত্য এই মন্দিরে সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। তাই প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার এই মন্দিরে সূর্য দেবতার অভিষেক করে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।'
তিনি জানান, 'এই মন্দিরে সপ্ত অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তার সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।'
গ্রামের প্রচলিত ধারণা রয়েছে যেহেতু সূর্যদেব অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন, তাই ওই গ্রামে কেউ ঘোড়ায় চড়ে ঢুকতে বা ঘুরতে পারেন না। সুমন বলেন, 'এই ধারণা ভ্রান্ত প্রতিপন্ন করার জন্য অনেকেই ঘোড়ার পিঠে চড়ে গ্রামে ঘোরার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে।'
গ্রামের বাসিন্দাদের দাবি, অত্যন্ত প্রাচীন এবং দামি মূল্যবান পাথরে নির্মিত এই মন্দিরের মূর্তি। তাই মন্দির এবং মূর্তির সুরক্ষার জন্য ব্যবস্থা নিক প্রশাসন। এর পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকাটি যাতে পর্যটনস্থল হিসেবে রাজ্যে পরিচিতি পায়, তার দাবিও রেখেছেন স্থানীয় বাসিন্দারা।
নানান খবর
নানান খবর

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা