সোমবার ১৭ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কোনারক সূর্য মন্দিরেও মেলে না দেখা, মুর্শিদাবাদে রয়েছে সেই মূর্তি! কোথায় জানুন

Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৫৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্য মন্দির রয়েছে। সূর্য দেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। মন্দিরে বেশিরভাগ জায়গায় সূর্যের চিহ্ন বা প্রতীক পূজিত হয়। এমনকী ভারত বিখ্যাত কোনারকের সূর্য মন্দিরেও সূর্য দেবতার কোনও মূর্তি নেই। 

কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুন্ড গ্রামে সূর্য দেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাঁদের বেশিরভাগ, এমনকী জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির। 

অমৃতকুন্ড সূর্য মন্দিরের সেবাইত সুমন চ্যাটার্জী বলেন, 'আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনেছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বহু বছর আগে তিনি যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি স্বপ্ন দেখেন গ্রামের 'দেবপুকুরে' সূর্য দেবতার মূর্তি রয়েছে। এরপর দেবতার আদেশে তিনি সেই মূর্তি তুলে এনে গ্রামে সুদৃশ্য পাথরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।'
 
তবে সময়ের আঁচড় লেগে বিক্রমাদিত্যের নির্মিত সেই মন্দির এখন আর দেখা যায় না। স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে অন্য একটি মন্দির। যেখানে এখনও সূর্য দেবতার নিত্যসেবা করা হয়। সুমন বলেন, 'রাজা বিক্রমাদিত্য এই মন্দিরে সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। তাই প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার এই মন্দিরে সূর্য দেবতার অভিষেক করে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।'
 
তিনি জানান, 'এই মন্দিরে সপ্ত অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তার সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।'
 
গ্রামের প্রচলিত ধারণা রয়েছে যেহেতু সূর্যদেব অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন, তাই ওই গ্রামে কেউ ঘোড়ায় চড়ে ঢুকতে বা ঘুরতে পারেন না। সুমন বলেন, 'এই ধারণা ভ্রান্ত প্রতিপন্ন করার জন্য অনেকেই ঘোড়ার পিঠে চড়ে গ্রামে ঘোরার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে।'
 
গ্রামের বাসিন্দাদের দাবি, অত্যন্ত প্রাচীন এবং দামি মূল্যবান পাথরে নির্মিত এই মন্দিরের মূর্তি। তাই মন্দির এবং মূর্তির সুরক্ষার জন্য ব্যবস্থা নিক প্রশাসন। এর পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকাটি যাতে পর্যটনস্থল হিসেবে রাজ্যে পরিচিতি পায়, তার দাবিও রেখেছেন স্থানীয় বাসিন্দারা।


murshidabadsuntemple

নানান খবর

নানান খবর

ছ'টি প্যাকেটে তিন কোটি টাকার হেরোইন! গ্রেপ্তার যুবক, মুর্শিদাবাদে চাঞ্চল্য

শেষরক্ষা হল না, কলকাতায় ডাকাতি করতে যাওয়ার আগেই বারুইপুরে গ্রেপ্তার সাত ডাকাত

আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার জেলা বিজেপির কোষাধক্ষ্য, চাকরি প্রতারণার অভিযোগে সরব তৃণমূল

ভিন্ন ধর্মের ছেলেকে বাড়ির অমতে বিয়ে, জীবীত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা! চোপড়ায় বেনজির কাণ্ড

নওয়া পাড়ায় গ্যাস ট্যাঙ্কার উল্টে আতঙ্ক, এলাকায় জোরদার নিরাপত্তা

জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের 

এত সুন্দর! হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

শ্রীরামপুরের বিধায়কের নাম-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, টাকা তোলার অভিযোগ!

ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া