রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

associate of rekha patra the sandeshkhali bjp leader went missing after allegedly cheating

রাজ্য | লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপির শিক্ষক নেতা, প্রতারিতদের বিক্ষোভ

AD | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৪৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা বিজেপির শিক্ষক নেতা। প্রতারিত মহিলারা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রামে। অভিযুক্ত বিজেপি নেতার নাম ভবতোষ দাস। তিনি দুলদুলি হাই স্কুলের শিক্ষক। গত লোকসভা নির্বাচনের সময় থেকে তিনি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবতোষ দাসের বাড়ি, সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রামে। গত বছর লোকসভা নির্বাচনের আগে থেকে গোটা সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের প্রতিবাদ আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। ওই আন্দোলনে দেখা গিয়েছিল ভবতোষকেও। স্থানীয় দুলদুলি হাই স্কুলের শিক্ষক হিসেবে পরিচিত থাকায় খুব সহজেই সেই আন্দোলনও সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।

অভিযোগ, মোটা টাকা সুদের প্রলোভন দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ভবতোষ লক্ষ লক্ষ টাকা তুলেছেন। বছর ঘুরলে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। আমানতের মেয়াদ শেষ হওয়ার পর গ্রামের মহিলারা তাঁর কাছে টাকা চাইতে যান। অভিযোগ, বিভিন্ন অছিলয় তাঁদের তিনি ফিরিয়ে দিচ্ছিলেন। টাকা ফেরতের জন্য তিনি দিনের পর দিন দিতে থাকেন। অবশেষে গ্রামের প্রতারিত মহিলারা ভবতোষের বিরুদ্ধে জোটবদ্ধ হতে থাকেন। অভিযোগ, ভবতোষ তখন তাদের পুলিশের ভয় দেখাতে থাকেন। 

তারই মধ্যে আচমকা গত সপ্তাহ থেকে ভবতোষ ও তাঁর স্ত্রী বেপাত্তা হয়ে গিয়েছেন। বাড়িতে ঝুলছে তালা। টাকা ফেরতের দাবিতে বুধবার গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষ্ণুপদ প্রামাণিক বলেন, 'সন্দেশখালি আন্দোলনে ভবতোষ অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন। পরে আমরা জানতে পারলাম, নানা প্রলোভন দিয়ে তিনি গ্রামের মহিলাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।' 

অভিযুক্ত ভবতোষ দাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ভাই বলরাম দাস বলেন, 'ঠিক কী ঘটনা ঘটেছে, আমি ভিতরের বিষয়বস্তু জানি না। তাই আমি বিশেষ কিছু বলতে পারব না।' বিজেপির রাজ্য কমিটির নেতা রতিকান্ত ঢালি বলেন, 'ভবতোষ স্কুলে শিক্ষকতা করেন। তিনি আমাদের দলের কেউ নন। রেখা পাত্রের সঙ্গে থাকতেন কিনা আমি বলতে পারব না। তাঁর স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূল আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্যই এসব অভিযোগ তুলছে।'


BJPRekhaPatraFraudSandeshkhali

নানান খবর

নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া