শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বাণিজ্য | প্রবীণদের মাসিক ২০ হাজার টাকা পেনশন, নিরাপদ অবসর জীবন, জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে

RD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১ : ৫৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: আজকের মুদ্রাস্ফীতির যুগে, প্রত্যেকেই তাদের আয়ের কিছু অংশ সঞ্চয় করে এমন জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে তাদের অর্থ নিরাপদ থাকে এবং  বিনিয়োগের উপর ভাল রিটার্নও পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ আছেন যাঁরা এই ভেবে বিনিয়োগ করেন যে, বৃদ্ধ বয়সে তাদের নিয়মিত ও পোক্ত আয় থাকবে যাতে তাঁদের কোনও ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়। এই ক্ষেত্রে, পোস্ট অফিস 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম' বা SCSS স্কিমটি বেশ জনপ্রিয়। এই প্রকল্প মূলত করে প্রবীণ নাগরিকদের জন্য। এই প্রকল্পে বিনিয়োগের উপর ৮ শতাংশের বেশি বার্ষিক সুদ দেওয়া হয়।

৮.২ শতাংশের চমৎকার সুদ
পোস্চ অফিস প্রতিটি বয়সের জন্য বিভিন্ন বিভাগে সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে, যেখানে সরকার কেবল নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তাই দেয় না, বরং অনেক ব্যাঙ্ককে ফিক্সড ডিপোসিটের সুদের হারের চেয়েও বেশি সুদ দেয়। শুধু তাই নয়, পোস্ট অফিসে প্রবীণ নাগরিকদের নিয়মিত আয় নিশ্চিত করার জন্য প্রকল্প রয়েছে। পোস্ট অফিস 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম' এমনই একটি বিশেষ স্কিম, যেখানে বিনিয়োগ করে প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। পোস্চ অফিসের  'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম'-এ সুদের হার ৮.২ শতাংশ।  

মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন
বার্ধক্যে নিয়মিত আয়, নিরাপদ বিনিয়োগ এবং কর সুবিধার ক্ষেত্রে পোস্ট অফিস 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম' বেশ ভাল। এতে একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে, আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এই 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম'-এ সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। অবসর গ্রহণের পরে আর্থিকভাবে সমৃদ্ধ থাকার জন্য এই পোস্ট অফিস স্কিমটি খুবই সহায়ক প্রমাণিত হতে পারে। এতে, ৬০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তির সঙ্গে বা তাঁর স্ত্রীর সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে। 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম'-এ বিনিয়োগকারী ব্যক্তিকে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড় দেওয়া হয়।

এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর
পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগকারীকে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। অন্যদিকে, যদি এই মেয়াদের আগে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিয়ম অনুসারে, অ্যাকাউন্টধারীকে জরিমানা দিতে হবে। আপনি নিকটতম যেকোনও পোস্ট অফিসে গিয়ে সহজেই আপনার সিনিয়র 'সিটিজেন সেবিং স্কিম'  বা এসসিএসএস অ্যাকাউন্ট খুলতে পারেন। কিছু ক্ষেত্রে এই প্রকল্পের অধীনে, বয়সসীমাও শিথিল করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাকাউন্ট খোলার সময় ভিআরএস গ্রহণকারী ব্যক্তির বয়স ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম হতে পারে, অন্যদিকে প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৫০ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সে বিনিয়োগ করতে পারেন, তবে এর জন্য কিছু শর্তও আরোপ করা হয়েছে।

প্রতি মাসে ২০ হাজার টাকা আয় কীভাবে?
এই পোস্ট অফিস প্রকল্পে, একজন বিনিয়োগকারী নূন্য়তম ১০০০ টাকা করে বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। জমার পরিমাণ ১০০০ এর গুণিত। যদি কেউ এই প্রকল্প থেকে নিয়মিত প্রতি মাসে ২০,০০০ টাকা আয় করতে চান, তাহলে ৮.২ শতাংশ সুদের হারে, তাঁকে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে সেই ব্যক্তি বার্ষিক ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। যদি মাসিক ভিত্তিতে এই সুদ গণনা করি, তাহলে তার অঙ্ক প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা হবে।

এই প্রকল্পে প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়ার বিধান রয়েছে। এতে, প্রতি এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারির প্রথম তারিখে সুদ দেওয়া হয়। যদি অ্যাকাউন্টধারী মেয়াদ শেষ হওয়ার আগে মারা যান, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত জমা টাকা নথিতে উল্লেখিত মনোনীত ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়।


postofficepostofficeseniorcitizenpensionschemepostofficeinvestmentscheme

নানান খবর

নানান খবর

একইসঙ্গে খুলতে পারবেন দুটি পিপিএফ অ্যাকাউন্ট, মানতে হবে এই সহজ নিয়ম

বিনিয়োগ করতে চান, দেখে নিন সেরা পাঁচটি মিউচুয়াল ফান্ডের ঠিকানা

অনলাইনে নিজের এসবিআই অ্যাকাউন্টের শাখা পরিবর্তন করতে চান, রইল বিস্তারিত তথ্য

মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করলেই হতে পারেন কোটিপতি, কীভাবে দেখে নিন এখনই

কেন্দ্রীয় এই প্রকল্পে বিনিয়োগ করলেই মিলবে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন! সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবার বিলম্বিত পেনশনের উপর মিলবে ৮ শতাংশ সুদ

ওষুধ খেয়েই ওজন কমিয়ে এমন পাল্টে গেলেন? করণ জোহরের বিস্ফোরক জবাবে হাঁ নেটপাড়া

কমে গেল সুদের হার, এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট এবং সেভিংসে বড় বদল, জেনে নিন এখনই

মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেই হতে পারেন কোটিপতি, জেনে নিন কীভাবে

দরিদ্রদের জীবনে আশার আলো, জানুন কেন্দ্রীয় এই ৯ প্রকল্প সমন্ধে

সম্পত্তি রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ডিউটির খরচ কীভাবে কমানো যায়? জেনে নিন এই আইনি উপায়গুলি

রেপো রেট কমায় সুদের হার কমেছে, এবার আপনি কীভাবে ইএমআই কমাবেন? জেনে নিন

পাঁচ শতাংশ সুদে মিলবে তিন লক্ষ টাকা ঋণ, জানুন এই সরকারি প্রকল্প সমন্ধে

আড়াই লক্ষ কোটি! গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি ডিভিডেন্ড কেন্দ্রকে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর, ৪২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা, পুরনোদেরও বাড়বে বেতন

ক্রেডিট কার্ড বন্ধ করার কথা ভাবছেন? তাহলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ

ইপিএফের টাকা তুলতে চান, পাসবুকে যে পরিমাণ দেখাচ্ছে তার চেয়ে কম পাবেন হাতে, কেন জানেন?

পকেটে টান, সেভিংস অ্য়াকাউন্টে সুদের হার কমালো এইচডিএফসি ব্যাঙ্ক

সোশ্যাল মিডিয়া