শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | উদ্বোধন হল লিটারেচার ফেস্টিভ্যালের, সমরেশ মজুমদার স্মৃতি সম্মান পেলেন অঞ্জন দত্ত

RD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারও বইপ্রেমীদের ভিড় ছিল কলকাতা বইমেলায়। তার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বইমেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন স্টলে। একদিকে যেমন বইপ্রকাশ, তেমনই রয়েছে নানা কর্মকাণ্ড। বৃহস্পতিবার সারাদিনে কী কী হল কলকাতা বইমেলায়? এই প্রতিবেদনে রইল তারই খুঁটিনাটি।

সমরেশ মজুমদার স্মৃতি সম্মান পেলেন অঞ্জন দত্ত

১১তম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের মঞ্চ থেকে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান দেওয়া হল অঞ্জন দত্তকে। তাঁর হাতে এদিন এই সম্মান তুলে দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সম্মান পেয়ে অঞ্জন দত্ত জানালেন, 'এই বয়সে এসে শীর্ষেন্দু বাবুর হাত থেকে পুরস্কার পাব সেটা ভাবিনি। সমরেশ মজুমদারের উপন্যাস থেকে 'অনিমেষ' চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু সুযোগ হয়নি আর পরবর্তীকালে।' এদিন প্রখ্যাত গায়কের বেলা বোস গানের সঙ্গে গলা মেলাল গোটা এসবিআই অডিটোরিয়াম। বিশেষ সম্মান পেয়ে গানের মাধ্যমে সাহিত্যিক সমরেশ মজুমদারকে সম্মান জানালেন তিনি। 

কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন

বৃহস্পতিবার বইমেলার এসবিআই অডিটোরিয়াম থেকে  উদ্বোধন হল ১১তম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নাথালিয়া হ্যান্ডাল, গিল্ডের যুগ্ম সম্পাদক রাজু বর্মন, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়,  সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, লিটারেচার ফেস্টিভ্যালের ডিরেক্টর সুজাতা সেন, সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার এবং পরমা মজুমদার, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অঞ্জন দত্ত। এদিন উদ্বোধনের মঞ্চ থেকে প্রকাশিত হল অঞ্জন দত্তর 'কালিম্পংয়ের কেচ্ছা' এবং সমরেশ মজুমদার উপন্যাস সমগ্র। 

আইএফএ স্টলে শিল্টন পাল

কলকাতা বইমেলায় এবার স্টল দিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বিভিন্ন বইয়ের পাশাপাশি প্রতিদিনই স্টলে আসছেন কোনও না কোনও ফুটবলার। এবারে বইমেলায় স্টল ঘুরে গেছেন ব্যারেটো থেকে শুরু করে রহিম নবি, প্রশান্ত ব্যানার্জি, দীপেন্দু বিশ্বাসও। এদিন আইএফএ স্টলে এসেছিলেন মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন গোলরক্ষক শিল্টন পাল। তাঁকে দেখতে রীতিমত ভিড় জমে যায় স্টলের আশেপাশে।


#internationalkolkatabookfair2025# #literaturefestival#bookfair



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

১৯৭২-এ পরিচয়, বইমেলায় নিয়ম করে রি-ইউনিয়ন করেন দুর্গাপুর কলেজের বন্ধুরা...

হাতে রইল দুই, বইমেলার শেষ শুক্রবার, অফিস ফেরত ভিড়ে করুণাময়ী সরগরম...

না থেকেও আছে বাংলাদেশ! ধানমন্ডির ধ্বংসলীলার দিনেও হুমায়ুন, ইলিয়াসের বই টেনে নিচ্ছেন পাঠক...

বাণিজ্যে বসতি বাঙালি, উদ্যোগপতিদের সেরা হয়ে ওঠার সাক্ষী থাকল কলকাতা বইমেলা...

হ্যামলিনের বইওয়ালা! করুণাময়ীর মেলার মাঠে গান-কবিতা হাতে স্বপ্ন ফেরী ইতিহাসের শিক্ষকের...

‘লিটল’-বিচ্ছেদে এখনও মনখারাপ, টেবিল থেকে স্টলে গিয়েও উজ্জ্বল অতীত ...

‘‌বয়স বাড়ছে, বাড়ছে নস্টালজিয়া’‌, পুরনো স্মৃতি আঁকড়ে আজকাল–এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়...

‘‌করুণাময়ী এলাম অ্যাপ দেখে, মেলাও হাঁটছি অ্যাপ দেখে’‌, ম্যাপের দিন পেরিয়ে কী বলছেন বইপ্রেমীরা? ...

আঁকড়ে ধরে প্যাকেট, মেলার নিরাপত্তা সামলে ঘরে ফিরলে মেয়েকে দেবেন বই...

গান মিলেমিশে গান, আচার কিনতে আনচান আর মঙ্গলের বইমেলা...

সরস্বতী পুজোয় থিকথিকে ভিড় বইমেলায়, আজকালের স্টল ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী...

বৃহস্পতি থেকে শুরু তিনদিনের ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’, ‘সমরেশ মজুমদার স্মৃতি সম্মান’ পাচ্ছেন অঞ্জন দত্ত...

পূর্ণেন্দুর জন্মদিনে উপন্যাস সমগ্র প্রকাশ করল দে'জ, প্রথম রবিবারে চার সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন পত্রভারতীর...

বইমেলায় শিশু দিবস, সঙ্গে বড়দের ভিড় কয়েকগুণ, প্রথম রবিবারে জমজমাট প্রাঙ্গণ...

উদ্বোধনে হাতুড়ি পেটানো আর শেষে বাজানো ঘণ্টা! বইমেলায় কেন এই নিয়ম, আসল সত্যিটা জানুন...

দিনে দিনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে ডিজিটাল মিডিয়া, পরের প্রজন্মের জন্য বই লিখলেন মিনাল পারেখ...



সোশ্যাল মিডিয়া



02 25