রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | কোন সমস্যার জেরে শেষমেশ বন্ধ ‘অচিন্ত্য আইচ ২’-এর শুটিং? পরিচালকদের উদ্দেশ্যে কী অনুরোধ জয়দীপের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৩Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: গত বছর ওটিটিতে এক আইনজীবীর চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সত্যের সন্ধানে নেমে  পেরিয়েছিলেন দর্শকের মনের দরজা। ‘হইচই’-এর জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ দর্শকমনে জয় করেছিল। 


নতুন বছর পড়তেই জানা গিয়েছিল, ফের নতুন রহস্যের জট ছাড়াতে আসছে ‘অচিন্ত্য আইচ’। অর্থাৎ আসছে সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনের নতুন সংযোজন হিসাবে থাকবেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে শুটিংয়ের সবকিছু ঠিকঠাক থাকলেও শেষপর্যন্ত শুরু হল না। গত মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ার একাংশে শুটিং নিয়ে জটিলতা প্রকাশ্যে এসেছে। বুধবার ফেসবুক লাইভ এসে ফেডারেশনের সঙ্গে সমস্যার কারণে এখনও নতুন ওয়েব সিরিজ সংক্রান্ত জটিলতা কাটেনি বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এই সিরিজের শুটিং। বুধবার থেকে শুটিং শুরু করার কথা ছিল ‘অচিন্ত্য আইচ ২’-এর। কিন্তু আপাতত গোটাটাই বিশ বাওঁ জলে। 
 


বুধবার প্রথমবার ফেসবুক লাইভে এসে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, গত বছর জুলাই-অগস্ট মাসে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিকে কেন্দ্র করে ফেডারেশনের সঙ্গে প্রথম সমস্যার সূত্রপাত। রাহুলের পক্ষ তিনি নিয়েছিলেন। তার জন্যি কি তাঁকে এভাবে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে?  পরিচালকের কথায়, “ ...৪ জানুয়ারি ফেডারেশনের পক্ষ থেকে ইমেল মারফত তাঁদের ডেকে পাঠানো হয়। উত্তরে তিন-চারটে মেল পাঠানো হয়। কিন্তু প্রত্যুত্তর মেলেনি। তার পর ৩০ জানুয়ারি একটি মেলে জানানো হয় ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় দেখা করতে। সেই মতো আমার প্রযোজনা সংস্থার কয়েক জন সদস্য গিয়েছিলেন। সেখান থেকে জানানো হয়, যাঁরা এই বিষয়ে কথা বলবেন তাঁরা বেরিয়ে গিয়েছেন। অপেক্ষা করেও ফল হয় না। এরপর অফিসের তরফ থেকে বলা হয় গতকাল মানে মঙ্গলবার ফোন করতে বলা হয়। তা-ও আমরা করি। কিন্তু কেউ ফোন ধরছেন না। আজকেও গিয়েছিলাম ফেডারেশনের অফিসে। কিন্তু একই ব্যাপারের পুনরাবৃত্তি হয়। কোনও জবাব না পাওয়াতে বাধ্য হয়ে বন্ধ করতে হল এই সিরিজের শুটিং।” 

 


 

জয়দীপের দাবি, তাঁর এবং তাঁর ছবির বিরুদ্ধে যে ঠিক কী অভিযোগ রয়েছে, সেটাই ভাল করে বলতে পারছে না ফেডারেশন। বারবার জিজ্ঞেস করলেও তা নিয়ে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। অসহায়ভাবে বলে উঠলেন, “শিল্পীদের ডেট নিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছে।” পরিচালক আরও জানালেন, লোকেশন বুকিং এবং অন্য বিষয়ে ইতিমধ্যেই প্রযোজক প্রায় ৯ লক্ষ টাকা খরচ করেছেন। কী করে এই টাকা উঠবে  সেটাও তাঁরা বুঝতে পারছেন না। কথাশেষে তাঁর সংযোজন, “যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কথা বলার অবস্থায় নেই। সমস্ত বিষয়টাই আমার কাছে ধোঁয়াশার। পরিচালক বন্ধু এবং কলাকুশলীদের অনুরোধ করছি, আমার পাশে দাঁড়ান। দয়া করে আমার পাশে এসে দাঁড়ান। আজ সন্ধ্যা ৬টায় ডিরেক্টর্স গিল্ডের অফিসে যাব। আপনারাও আসুন।”


‘অচিন্ত্য আইচ’ ওয়েব সিরিজের গল্পে অচিন্ত্য এক স্বনামধন্য আইনজীবীর কাছে প্র্যাাকটিস শুরু করেন। তবে সেখানেও এমন একটা ঘটনা ঘটে যে সে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপরে ওর জীবনে এমন একখানি কেস আসবে যে কেসটা ওর কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এবং পালটে দেবে জীবনটা। তাই নিয়েই এগিয়েছিল সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’৷ জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দুলাল লাহিড়ী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ভবানী মুখোপাধ্যায়-সহ প্রমুখকে।


AdvocateAchintaAich2 FederationcontroversyJoydeepMukherjeeRitwikChakraborty

নানান খবর

নানান খবর

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

সোশ্যাল মিডিয়া