সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মাওবাদী পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য। তদন্তে নামলেন গোয়েন্দা আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দায়। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে। খড়দা রেল স্টেশনের মতো জনবহুল এলাকায় কারা মাওবাদী পোস্টার দিয়েছেন, পুলিশ তা তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শিয়ালদা মেন শাখার খড়দা রেল স্টেশন চত্বরের বিভিন্ন দেওয়ালে বেশ কিছু মাওবাদী পোস্টার দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের দিকে চার যুবক ট্রেন থেকে নেমে স্টেশন চত্বরে পোস্টারগুলো মেরে আবার ট্রেনে উঠে চলে গিয়েছেন। ওই পোস্টারগুলোতে লেখা রয়েছে, ছত্রিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে বিপ্লবী কৃষক যোদ্ধাদের ওপর শাসক সরকার অত্যাচার করছে। তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। বস্তার ও আবুঝমার-সহ বিভিন্ন জায়গা বিপ্লবীদের রক্তে ভেজা পথে এগিয়ে চলতে হবে। ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিপ্লবী আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। ওই পোস্টারের নীচে লেখা রয়েছে মার্কসবাদী লেলিনবাদী মাওবাদী সংগঠন। সাদা কাগজের ওপর লাল ছাপা অক্ষরে ওই পোস্টারগুলি ছাপানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে রাতেই ব্যারাকপুর কমিশনারেটের বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। কলকাতার উপকণ্ঠে খড়দার মতো জনবহুল এলাকায় মাওবাদী পোস্টার পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে বারাসতের হৃদয়পুর এলাকা মাওবাদী শীর্ষ নেতা সৌমেন গ্রেপ্তার হয়েছিলেন। তারপর অবশ্য ওই এলাকায় মাওবাদী অস্তিত্বের তেমন কোনও নমুনা পাওয়া যায়নি। ফের ২০২১ সালে খড়দা এলাকায় মাওবাদী পোস্টার পড়েছিল। তার ক'দিন পরেই হৃদয়পুর এলাকায় মাওবাদী পোস্টার দেখা যায়। মাওবাদী পোস্টার পড়ার ক্ষেত্রে খড়দা ও হৃদয়পুরের মধ্যে অদৃশ্য একটা যোগসূত্র আছে বলে গোয়েন্দা আধিকারিকরা মনে করছেন।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা