সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ১৪Abhijit Das
শ্রেয়সী পাল: পরিবারের আর্থিক হাল ফেরাতে মুর্শিদাবাদ জেলার সুদূর লালগোলা ব্লকের আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়েছিলেন দুই শ্রমিক। রবিবার সকালে নর্দমার বর্জ্য পরিষ্কার করতে নেমে সেখানে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তিন সাফাই কর্মী ফরজেম শেখ, হাসিবুল ইসলাম এবং সুমন সর্দার। এদের মধ্যে ফরজেম ও হাসিবুল মুর্শিদাবাদের লালগোলা থানার আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। হাসিবুলের বাড়ি টিকড়পাড়া এলাকায় এবং ফরজেমের বাড়ি বাতাপারা এলাকায়। এলাকার দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসীরা।
সোমবার সকাল থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের নিকটজনের দেহ লালগোলায় এসে পৌঁছবে। প্রশাসন সূত্রের খবর, সোমবার কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসিবুল এবং ফরজেমের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আজ রাতের মধ্যেই তাঁদের দেহ লালগোলায় পৌঁছে যাবে। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীদের তরফ থেকে মৃত হাসিবুল এবং ফরজেমের শেষকৃত্যের জন্য যাবতীয় আয়োজন করে রাখা হচ্ছে।
আয়েরমারি এলাকার এক বাসিন্দা জানান, জনৈক আলিমুদ্দিন শেখ নামে এলাকারই এক 'লেবার কন্টাকটার'-এর অধীনে 'পাইপ লাইন'-এর কাজ করার জন্য হাসিবুল, ফরজেম এবং লালগোলা থেকে আরও কয়েকজন কলকাতায় গিয়েছিল। গত প্রায় ১৫ বছর ধরে আলিমুদ্দিন লালগোলা থেকে শ্রমিকদেরকে কলকাতা এবং রাজ্যের অন্যান্য প্রান্তে কাজ করানোর জন্য নিয়ে যান। তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের নর্দমা তৈরি এবং নর্দমা সাফাই করার কাজে বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গিয়েছে।
টিকরপাড়ার বাসিন্দা হাসিবুলের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়িতে দুই সন্তান-সহ স্ত্রী, বাবা-মা এবং তিন ভাই রয়েছে। হাসিবুল এবং তাঁর ভাইরা দিনমজুরির কাজ করে পরিবারের হাল ফেরানোর চেষ্টা করছিলেন। কিন্তু এরই মধ্যে হাসিবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
বাতাপাড়া গ্রামের বাসিন্দা বছর ষাটেকের ফরজেম মাত্র দেড় মাস আগে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় নর্দমার বর্জ্য পরিষ্কার করার কাজের জন্য গিয়েছিলেন। মৃতের ছেলে জাহাঙ্গির আলম বলেন, 'আমার বোনের ভাল জায়গায় বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগার করতে বাবা কলকাতায় 'পাইপলাইন'-এর কাজ করতে গিয়েছিলেন। আমারও শরীর খারাপ তাই বেশি কাজ করতে পারি না। বাবার মৃত্যুতে কীভাবে সংসার চলবে আমরা জানি না।'
আয়েরমারি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রুবেল শেখ বলেন,' আমাদের এলাকার দুই বাসিন্দার অকাল প্রয়াণে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দুই পরিবারের পাশে রয়েছি। দুই ব্যক্তির দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য আমাদের তরফে সবরকম সাহায্য করা হচ্ছে। '
#ManualScavenging#KolkataNews#Murshidabad#DeathNews
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পোষ্যকে নিয়ে বিবাদ দুই মালিকের, এল খুনের হুমকি!...
রেল কলোনিতে উচ্ছেদ নোটিশ ঘিরে বিতর্ক শুরু ব্যান্ডেলে...
হাজারদুয়ারি প্যালেসের অদূরে যুবককে অপহরণের চেষ্টা, রুখে দিলেন স্থানীয় বাসিন্দারা ...
নেই থাকা, খাওয়ার জায়গা, একসময়ের দাপুটে নেতার এখন রাত কাটছে শ্মশানে ...
চাষের জমিতে মুণ্ডহীন দেহ, পাশেই ছড়িয়ে চিপসের প্যাকেট, মদের বোতল, ছোট জাগুলিয়ায় শোরগোল...
জীবিতকে মৃত দেখিয়ে কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা, পুলিশকে অভিযোগ পঞ্চায়েতের...
ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ...
সরস্বতী পুজোয় পড়ানো হল পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলে...
বনকর্মীদের সামনেই জেসিবি'র সঙ্গে হাতির লড়াই ডুয়ার্সে, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা...
স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ, গ্রেপ্তার ওই স্কুলেরই সহকারী শিক্ষক!...
ফাঁকা বাড়িতে ছ'বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা, গুণধর দাদুর কীর্তিতে শিউরে উঠলেন গ্রামবাসীরা ...
ঘরের তালা ভেঙে ফেসওয়াশ চুরি! মহাকুম্ভ থেকে ফিরেই মাথায় হাত বধূর ...
'যদি হারিয়ে যায়?', মহাকুম্ভে শিশুদের নিয়ে ভয়ে বাবা-মায়েরা, জামায় কী লিখে দিলেন...
বদলি হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার, প্রাক্তন গোয়েন্দা প্রধান হলেন নতুন সিপি ...
ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি সোনার দোকানে, পুলিশের জালে মগরার দম্পতি ...