বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
MD Rehan | | Editor: MD REHAN ১১ ডিসেম্বর ২০২৩ ১৫ : ৪৫
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের ঢাকুরিয়ার আবাসনে অভিযান আয়কর দপ্তরের। সোমবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় হানা দেয় আয়কর দপ্তর। একইসঙ্গে উৎপলবাবুর ঢাকুরিয়ার বাড়িতেও চলে তল্লাশি। ব্যবসা সংক্রান্ত লেনদেনে আর্থিক গরমিলের অভিযোগে তদন্ত বলেই জানা যাচ্ছে। উৎপল গঙ্গোপাধ্যায় টানা তিনটে টার্মে মোট ১২ বছর আইএফএ-র সচিব ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি সেই পদ থেকে সরে যান।