বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১১ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৩৫Rajat Bose
অতীশ সেন, ডুয়ার্স: বানারহাট সফরের দ্বিতীয় দিনেও মানুষের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার জনসভা থেকে পর পর ঘোষণা এবং তাতে জনগণের উচ্ছ্বাস প্রকাশ প্রমাণ করল–সবাই খুশি। বানারহাট তরুণ সংঘ ময়দানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপকদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার পরই তিনি বানারহাটে দমকল কেন্দ্র, বানারহাট হাসপাতালের আপগ্রেডেশন এর মাধ্যমে সেটিকে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা, হাতিনালার ড্রেজিং এবং যে মন্দিরে তিনি রবিবার পুজো দিয়েছিলেন সেখানে গেস্ট হাউস নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করলেন। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানালেন, উত্তরবঙ্গের বন্ধ ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার৷ ধূপগুড়ি সাবডিভিশন তৈরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন হয়ে গিয়েছে তাও মনে করিয়ে দিলেন। তিনি জানান, নতুন মহকুমা তৈরি হলে সেখানে মহকুমা আদালত গড়ে তুলতে হয়, এই বিষয়ে আদালতের থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেই তা তৈরির কাজ শুরু করে দেওয়া হবে। পাশাপাশি গোটা জেলার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মমতা ব্যানার্জি।
বর্তমানে আলিপুরদুয়ার জেলার দলমোড়, রামঝোড়া, লঙ্কাপাড়া, রায়মাটাং ও কালচিনি এই পাঁচটি চা বাগান বন্ধ রয়েছে। শ্রমিকেরা ৮ ঘন্টা কাজ করতে না চাওয়ায় তৈরি হওয়া টানাপোড়েনের জেরে বানারহাটের রিয়াবাড়ি চা বাগানও বন্ধ। এই ছ’টি চা বাগান অধিগ্রহণ করার কথাই মুখ্যমন্ত্রী বললেন কি না তা অবশ্য জানা যায়নি। বন্ধ বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা করে ভাতা প্রদানের কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত চা শ্রমিকদের চা সুন্দরীর ঘর দেওয়া সম্ভব নয়, তাদের জমির পাট্টা দেওয়া হবে। এছাড়া সব চা বাগানে পড়ে থাকা উদ্বৃত্ত জমি সরকার অধিগ্রহণ করে তা চা শ্রমিকদের মধ্যে বন্টন করে দেবে। শ্রমিকদের ঘর বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করেও দেওয়া হবে, তারা নিজেদের মতো ঘর বানিয়ে নেবে। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে আবারও দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে। এখনও যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠেনি, যারা জাতিগত শংসাপত্র পাননি, যাদের বিভিন্ন সরকারি কাজ বাকি তাঁদের এই শিবিরের সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন। টানা তিনদিন তিনি রাজধানীতেই থাকবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদনও জানিয়েছেন। অষ্টম শ্রেণিতে উঠলেই ছাত্ররা সাইকেল পাচ্ছে, দ্বাদশ শ্রেণিতে মোবাইল, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, মহিলাদের ৬০ বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, তার পর বার্ধক্যভাতা। এদিন এই সভামঞ্চ থেকে ২৬ হাজার মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়। ৬ হাজারের অধিক চা শ্রমিককে জমির পাট্টা প্রদান করা হচ্ছে। এরই সঙ্গে তিনি বলেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করেন তেমন বাসিন্দাদের উদ্বাস্তু পাট্টাও দেওয়া হচ্ছে। এদিন ১৬৯৯টি এমন পাট্টা দেওয়া হয়। সভা শেষে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...