রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | বইমেলায় বই কিনলে এক্সট্রা সুযোগ কলেজ স্ট্রিটে! তৃতীয় দিনে মেলা খুঁজে পাওয়া গেল আর কী?

Riya Patra | ৩১ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৮Riya Patra


রিয়া পাত্র 


কথায় আছে, শীত পড়লেই যেমন নলেন গুড়ের কথা মনে পড়ে, তেমনই মনে পড়ে বইমেলার কথা। তবে এবারের আবহাওয়া বলছে 'সে গুড়ে বালি'। অর্থাৎ শীতকাল বঙ্গে এসেছিল। বইমেলাও এসেছে। কিন্তু কোনও এক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে নাকি এবার সেভাবে দেখা হল না তাদের।  কে আগে গেল, কে দেরিতে এল এখনও সে আলোচনা হয়নি। কারণ এখন আলোচনায় বসতে গেল নাকি বইমেলাও চোখে ধূলো দিয়ে চলে যাবে। অগত্যা, শিরশিরে বাতাস আর অল্প গরম ভাব নিয়ে চলছে বইমেলা ঘোরা। বইমেলা শুরুর পর আজ প্রথম শুক্রবার। স্বাভাবিক ভাবেই ভিড় একটু বেশি।

 তৃতীয় দিনের আজকাল ডট ইন বইমেলা ঘুরে কী কী খুঁজে পেল জানেন?


কুণাল ঘোষের বই উদ্বোধন

তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে তাঁর সাহিত্যচর্চার বিষয়ও অজানা নয়। শুক্রবার বইমেলায় প্রকাশিত হল তাঁর বই 'যে নদী হারায়ে গতি'। বই উদ্বোধনে উপস্থিত ছিলেন লেখক নিজে, উপস্থিত ছিলেন দীপ প্রকাশনের সুকন্যা মণ্ডল, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, ডাক্তার সুদীপ্ত ব্যানার্জি, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল।

 

পাঁচ মিনিটে ক্যারিকেচার

চার নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা এগোতেই চোখে পড়বে। এক তরুণ একমনে আঁকছেন সামনে বসে রয়েছেন যাঁরা তাঁদের কার্টুন চিত্র। সময় লাগছে ৫ থেকে ৭ মিনিট। পূর্ব মেদিনীপুরের সপ্তক  সর বিধাননগর কলেজে পড়ছেন পলসায়েন্স নিয়ে। সঙ্গেই প্রস্তুতি চলছে ইউপিএসসির। সেই সূত্রেই কলকাতায় আসা সপ্তকের। আঁকা শিখেছেন ছোট থেকে। বড় হয়ে ক্যারিকেচার বিষয়টা আবিষ্কার করেছেন। তারপরেই এই দুবছর আসছেন কলকাতায়। মনে করেন, যাঁরা বই কেনেন, পড়েন, পাঠকরা ভালোবাসেন শিল্পকেও। সেই কারণেই বইমেলায় আসেন। যেকদিন আসবেন, তাতে ছবি এঁকে যে রোজগার হয়, তা দিয়ে নতুন রঙ কেনা হয় যেমন, তেমনই উপহার কেনা হয় পরিবারের জন্য। বাকি কিছু পকেট মানি। 


'ব্লেজ-এক অগ্নিসনাত জীবনকথা'-র আনুষ্ঠানিক প্রকাশ

৩১ জানুয়ারি বিকেলে বইমেলার প্রেস কর্ণারে উদ্বোধন হল 'ব্লেজ-এক অগ্নিস্নাত জীবনকথা' বইটি। মূল বইটি ইংরেজি ভাষায় লিখেছেন নিধি পোদ্দার এবং সুশীল পোদ্দার। বইটির বঙ্গানুবাদ করেন সপ্তর্ষি চ্যাটার্জি। 


বইমেলার রসিদে এক্সট্রা সুযোগ কলেজ স্ট্রিটে 


বইমেলায় বই কিনলে কী লাভ? বেশি ছাড় কোথায়, বইমেলায় নাকি কলেজ স্ট্রিটে? এই ধরনের বহু প্রশ্ন ঘোরে পাঠকের মনে। বইমেলায় খোঁজ নিয়ে জানা গেল ধানসিঁড়ি প্রকাশনের অভিনব ভাবনার কথা। বইমেলায় কেউ এই প্রকাশন থেকে বই কিনলে, বইমেলা শেষে সেই রসিদ কলেজস্ট্রিটের ৫, সূর্যসেন স্ট্রিটের দোকানে দেখালে মিলবে অতিরিক্ত ছাড়। তবে এই সুযোগ মিলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তই।


bookfair2025boimela

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া