রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rajat Bose | ২৯ জানুয়ারী ২০২৫ ২১ : ৩১Rajat Bose
রিয়া পাত্র: ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার উদ্বোধনের পর, বুধবার থেকেই মেলায় ভিড় চোখে পড়ার মতো। এখনও সপ্তাহের মাঝ, তারমাঝেই এই ভিড় দেখে, সপ্তাহান্তে আরও বেশি পাঠকের পদার্পণের আশা প্রকাশন সংস্থাগুলির।
মেলায় প্রতিবার শুধু কলকাতার নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। বই কেনেন। কেউ দু’চার দিনের জন্য আসেন কলকাতায়। কেউ কলেজ কিংবা অফিস ছুটি নিয়ে সারাদিন ঘোরেন মেলায়। কিন্তু মেলায় গিয়ে সাধারণ মানুষ প্রতিবার বেশকিছু প্রশ্ন করেন। ঝটপট রইল তারই কয়েকটি প্রশ্নের উত্তর। প্রশ্নগুলির উত্তর আজকাল ডট ইন খুঁজে নিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড থেকে।
প্রশ্ন ১: বইমেলায় কেনা বইয়ে কোনও সমস্যা থাকলে, সেই বই কি বদলে দেওয়া হয়?
উত্তর: যে কোনও বই ত্রুটিমুক্তভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়া প্রকাশন সংস্থাগুলির কর্তব্য। তাই বইমেলার বইয়ে যদি পরপর পাতার ক্রমিক না থাকে, সব পাতা না থাকে বইয়ে, এই ধরনের ত্রুটি থাকলে বই বইমেলা এবং তারপরেও বদলে দেওয়া হয়।
প্রশ্ন ২: সেক্ষেত্রে সময়সীমা কতদিন, বইয়ের রসিদই বা কতদিন রাখতে হবে সঙ্গে?
উত্তর: বইয়ের রসিদ এখানে আবশ্যক নয়। কারণ বইয়ে ত্রুটি থাকলে সেই বই বদলে দেওয়া হবে, রশিদ না থাকলেও। ত্রুটিমুক্ত বই দেওয়া প্রকাশনের কর্তব্য।
প্রশ্ন ৩: যদি বইমেলায় এসে কারও নগদ টাকা শেষ হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে কী উপায়?
উত্তর: বইমেলায় এখন অনলাইন পেমেন্টের উপায় রয়েছে। নগদ টাকা ফুরিয়ে গেলেও সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করা যাবে। অনলাইন না করতে চাইলে, বইমেলা চত্বরে রয়েছে এটিএম। গিল্ড অফিসের নিচেই রয়েছে সেটি। সেক্ষেত্রে সেখান থেকেই টাকা তুলে নিতে পারবেন তাঁরা।
প্রশ্ন ৪: যদি বইমেলায় কেউ অসুস্থ হয়ে পড়েন আচমকা, সেক্ষেত্রে তৎক্ষণাৎ কী উপায় রয়েছে বইমেলায়?
উত্তর: বইমেলায় গিল্ড স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখে। এবারেও রয়েছে। গিল্ড অফিসের নীচেই রয়েছে সেই ব্যবস্থা। কেউ অসুস্থ হয়ে পড়লে, তৎক্ষণাৎ তাঁকে সেখানে নিয়ে যেতে হবে।