শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

one dies at chandannagar accident

রাজ্য | সাইকেল আরোহী বৃদ্ধকে পিষে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, অমানবিক কাণ্ড চন্দননগরে

Rajat Bose | ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৫Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ পেছন থেকে ধাক্কা মেরে বৃদ্ধ সাইকেল আরোহীকে পিষে দিল দ্রুতগামী গাড়ি। এখানেই শেষ নয়। গাড়িতে আটকে থাকা বৃদ্ধর শরীর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল বেশ অনেকটা রাস্তা। অথচ অমানবিক গাড়ির চালক গাড়ি থামাল না। ঘটনাস্থলেই মৃত্যু হল বৃদ্ধের। হাড়হিম করা মর্মান্তিক এই ঘটনার গোটা ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে চন্দননগর থানার অন্তর্গত তেমাথা এলাকায়। মৃত বৃদ্ধ মধুসূদন বঙ্গ (৭৫)। বাড়ি চন্দননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের মাখনলাল সরণী এলাকায়। এদিন ভোরে কলকাতায় আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। পেশায় ব্যবসায়ী ওই বৃদ্ধ ট্রেন ধরার উদ্দেশে সাইকেল চালিয়ে মানকুন্ডু স্টেশনের দিকে যাচ্ছিলেন। চন্দননগর তেমাথার মন্দিরের কাছে পৌঁছতেই বিপত্তি। দ্রুত গতিতে ধেয়ে আসা একটি চার চাকা সুইফট গাড়ি তাঁকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে বেশ কিছুটা দূরে রাস্তায় গিয়ে পড়েন মধুসূদন বাবু। তবু গাড়ি দাঁড়ায়নি। উল্টে তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিষে দেয় মধুসূদন বাবুকে।

কোনও কারণে গাড়িতে আটকে যায় তাঁর দেহের কোনও অংশ। বুঝতে পেরেও গাড়ি থামায়নি চালক। এই অবস্থাতেই ঘাতক গাড়ি বেশ কিছুটা রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় অসাড় রক্তাক্ত মধুসূদন বাবুকে। কিছুটা নিয়ে যাওয়ার পর অসাড় দেহ ছিটকে পরে রাস্তার পাশে। দ্রুত গতিতে পালিয়ে যায় গাড়িটি। তার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রকাশ্যে আসে গোটা ঘটনার মর্মান্তিক সিসিটিভি ফুটেজ। ঘটনার খবর পাওয়া মাত্রই চন্দননগর থানার পুলিশ গোটা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ি এবং অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে। বৃদ্ধের পরিবারের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। মৃত মধুসূদন বাবুর পরিবার ও প্রতিবেশীদের দাবি, যখন দুর্ঘটনা ঘটল, গাড়ি তখনই থামিয়ে দিলে হয়ত বৃদ্ধের মৃত্যু হত না। হয়ত কোনও কুকর্ম করে পালাচ্ছিল। গাড়ির চালক মদ্যপ ছিল। নাহলে এমন অমানবিক কাণ্ড ঘটানো সম্ভব নয়। পুলিশও মনে করছে গাড়ির চালক মদ্যপ ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে হাতে আসা সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে শহরে ঢোকা বেরোনোর বা গাড়ি চলাচলের সমস্ত রাস্তাতেই সিসি ক্যামেরা রয়েছে। সমস্ত ছবি সংগ্রহ করা হচ্ছে। দ্রুত ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হবে। একইসঙ্গে অভিযুক্ত চালককেও ধরে ফেলা সম্ভব হবে।


Aajkaalonlinechandannagaronedies

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া