সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ জানুয়ারী ২০২৫ ১৪ : ১৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মহমেডানের ডামাডোল পরিস্থিতি ক্রমশ বাড়ছে। শনিবার মোহনবাগানের সঙ্গে মিনি ডার্বি। তার আগে মহমেডান স্পোর্টিংয়ের কোচের পদ থেকে ইস্তফা দিলেন আন্দ্রে চের্নিশভ। সকাল থেকেই রুশ কোচের পদত্যাগের কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। দুপুর গড়াতেই খবরে সিলমোহর পড়ে। মহমেডানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চের্নিশভ। বুধবার টিম হোটেলও ছেড়ে দেন। শোনা যাচ্ছে, এদিনই ফিরে যেতে পারেন রাশিয়ায়। তবে দুপুরে তাঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন বাঙ্কারহিল এবং শ্রাচীর কর্তারা। তাঁকে পদত্যাগ প্রত্যাহারের অনুরোধ করা হতে পারে। মাত্র দু'দিন পর মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কোচের পদত্যাগে মহমেডানের পরিস্থিতি আরও জটিল হবে।
তিন মাসের বেতন না পেয়ে শেষপর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিলেন চের্নিশভ। সমর্থকদের উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেন রুশ কোচ। সেখানে মহমেডান কর্তাদের দিকে আঙুল তোলেন। চের্নিশভ লেখেন, 'আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের। আমি মহমেডানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। ক্লাব চুক্তির নিয়মভঙ্গ করায় আমি চুক্তি ভাঙতে বাধ্য হলাম। পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নিতে হল। আমার কোচিং জীবনে এটা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সিদ্ধান্ত। আমি ক্লাব, প্লেয়ারদের, স্টাফ এবং সমর্থকদের ভালবাসি। আমরা একসঙ্গে কঠিন সময় অতিক্রম করেছি। আমরা ঝগড়া করেছি, আবার এক হয়েছি। আমরা হেরেছি, জিতেছি। আমরা একসঙ্গে আই লিগ জিতেছি। এটা ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরকাল থেকে যাবে। আমরা আইএসএলের যোগ্যতা অর্জন করেছি। আমাদের কাজটা কঠিন ছিল। আমাদের নিয়ে সমালোচনা হয়েছে। তবে সমর্থকরা সবসময় আমার এবং দলের পাশে থেকেছে। আমি শক্তিশালী দল করতে চেয়েছিলাম। যাতে ভবিষ্যতে আমরা খেতাবের জন্য লড়তে পারি। কিন্তু আমাকে নিজের পদ ছাড়তে হচ্ছে। আমি পেশাদার কোচ। আমি ভাল রেজাল্ট দিতে এই দেশে এসেছি। তবে আমার চুক্তি মানা উচিত ক্লাবের। পেশাদার হিসেবে তিন মাসের বেতন ছাড়া কাজ করা সম্ভব নয়। এবার আমি সেই সমস্যাগুলো নিয়ে কথা বলব যা আমাকে, প্লেয়ারদের, কোচদের সম্মুখীন হতে হয়েছে। আমি কঠিন পরিস্থিতিতে কখনও ভয় পাইনি। সবসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। তবে এইভাবে চলতে পারে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি। সব দায় ক্লাব ম্যানেজমেন্টের। যারা চুক্তির নিয়ম মানেনি।' সোশ্যাল মিডিয়ায় এই বিবৃতির পর আর সাদা কালোর কোচ হিসেবে ফেরার জায়গা কার্যত নেই চের্নিশভের। আসন্ন মিনি ডার্বিতে কোচের ভূমিকায় দেখা যেতে পরে মেহরাজকে।
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও