রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পথে বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম অনুসারে, পাকিস্তানের র খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত মহাম্মদ ইকবাল হুসেন বলেছেন যে- বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হলে ভ্রমণ এবং যোগাযোগ সহজ হবে।
বিমান পরিষেবা শুরুর সময়সূচী প্রকাশ না করা হলেও, হুসেন উল্লেখ করেছেন যে- পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হওয়ার ফলে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতেও বিশাল বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এচাড়াও, তিনি উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের উপরও জোর দেন। জানান যে, এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
এতদিন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি রুটে পণ্যবাহী বিমান চলাচল করত। এবার থেকে সরাসরি যাত্রীবাহী উড়ান পরিষেবার কথা ঘোষণা করা হল। ফলে, ঢাকা আরও ঘনিষ্ঠ হচ্ছে ইসলামাবাদের, দূরত্ব বাড়াচ্ছে নয়াদিল্লির সঙ্গে।
পাকিস্তানে রপ্তানির পথ খোঁজার প্রচেষ্টা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত পাকিস্তানে, বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন। চট্টগ্রাম ও করাচির সঙ্গে সংযুক্ত জাহাজ রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে, যদিও তার পরিমাণ এখনও সীমিত।
রাষ্ট্রদূত বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথাও উল্লেখ করেন এবং অর্থনৈতিক উন্নয়নের উপর তাঁর দেশের মনোযোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন করেন। মহাম্মদ ইকবাল হুসেন প্রতিরক্ষা খাতে পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতার স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) বাংলাদেশের ঢাকায় চার সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। আইএসআই-এর একজন শীর্ষ কর্তা, মেজর জেনারেল শহিদ আমির আফসার, সংস্থার অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। এর আগে, ঢাকার সামরিক প্রতিনিধিদল রাওয়ালপিন্ডি সফর করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের সঙ্গে দেখা করেছে বলে জানা গিয়েছে।
নানান খবর
নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম