সোমবার ২৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Mohammedan Sporting looks for victory against Mumbai City

খেলা | টানা চার ম্যাচ অপরাজিত মহমেডান, আজ সামনে মুম্বই

KM | ২৬ জানুয়ারী ২০২৫ ১১ : ১৪Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: টানা চারটি ম্যাচে অপরাজিত থাকা মহমেডান এসসি চলতি আইএসএলে তাদের তৃতীয় জয়ের খোঁজে নামছে আজ রবিবার। মহমেডানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। সম্প্রতি বেঙ্গালুরুতে গিয়ে জিতে আসার পর গত ম্যাচে চেন্নাইয়িন এফসি-র প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে ড্র করেছে তারা। যদিও তাতে লিগ টেবলের সর্বশেষ অবস্থান থেকে উঠে আসতে পারেনি তারা। তবে কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছে আন্দ্রেই চেরনিশভের দল।

তাই মুম্বই সিটি-র বিরুদ্ধেও তারা জয়ের কথা ভেবেই মাঠে নামবে। সাত নম্বরে থাকা মুম্বই সিটি এফসি গত দু’টি ম্যাচে জয় পায়নি। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ড্র করেছে ও ঘরের মাঠে জামশেদপুর এফসি-র কাছে ০-৩-এ হেরেছে। গত পাঁচটি ম্যাচের মধ্যে দু’টিতে জয় ও দু’টিতে হেরেছে তারা। ফলে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই তারা। এ বার মুম্বই ফুটবল এরিনায় পিটার ক্রাতকির দলের এই অবস্থাকে কাজে লাগানোর চেষ্টা করবে কলকাতার দল।

গত ১১ জানুয়ারি বেঙ্গালুরুর বিরুদ্ধে লিগের দ্বিতীয় জয় পায় মহমেডান। ওডিশা, নর্থইস্ট ইউনাইটেডের মতো প্রচুর গোল দেওয়া দলকে কোনও গোল করতে না দেওয়ার পর সে দিন আরও এক গোল-ক্ষুধার্ত দল বেঙ্গালুরুকেও আটকে তো রাখেই, টানা পাঁচটি ম্যাচে গোলহীন থাকার পর গোলের খরাও কাটায় তারা। ম্যাচের শেষ দিকে বিশ্বমানের এক ফ্রিকিক থেকে সরাসরি জালে বল জড়িয়ে দিয়ে দলকে দুর্দান্ত এক জয় উপহার দেন তাদের উজবেক মিডফিল্ডার মির্জালল কাসিমভ।

এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই চেন্নাইনের বিরুদ্ধে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়ে প্রায় হারা ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভের দল। সে দিন ম্যাচের শেষে সংযুক্ত সময়ে রীতিমতো জ্বলে ওঠে তারা। মাত্র সাত মিনিটের মধ্যে পরপর দুই গোল দিয়ে ম্যাচ ২-২ ড্র রেখে মাঠ ছাড়ে সাদা-কালো ব্রিগেড। ৯০ মিনিট পর্যন্ত ২-০-য় এগিয়ে থাকার পরেও তিন পয়েন্ট হাতছাড়া করে চেন্নাইন এফসি। ৯২ মিনিটে পরিবর্ত মিডফিল্ডার মনবীর সাইনির গোলে ব্যবধান কমায় মহমেডান এবং একেবারে শেষ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে এক পয়েন্ট সুরক্ষিত করেন ম্যাচের সেরা খেলোয়াড় লালরেমসাঙ্গা ফানাই। রবিবার তাঁদের ওপর নজর থাকবে সমর্থকদের।

এর আগে চেরনিশভ বলেছিলেন, একবার জয় পাওয়া শুরু করলে তারা আসল ছন্দে ফিরে আসবে। সত্যিই তা সম্ভব কি না, তা এই ম্যাচেই বোঝা যাবে। মহমেডান কোচ অবশ্য গত ম্যাচে জয়ের কথা ভুলে সামনে দিকে তাকাতে বলছেন তাঁর দলের ফুটবলারদের। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এই ম্যাচেও আমরা জিততেই চাই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মুম্বই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী দল। ওদের একজন অভিজ্ঞ কোচ আছেন। ওদের দলের একাধিক খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলে। ওদের খেলার স্টাইল এত ভাল যে গ্যালারিতে বসে ওদের খেলা দেখতে দারুন লাগে। ওদের বিরুদ্ধে আমাদের নিজেদের সেরা ফুটবল খেলতে হবে”।

ডিসেম্বরের মাঝামাঝি কলকাতায় দুই দলের প্রথম মুখোমুখিতে মুম্বই ১-০-য় জিতলেও প্রত্যাশার স্তরে পৌঁছতে পারেনি তাদের পারফরম্যান্স। প্রায় এক ঘণ্টা দশজনে খেলা মহমেডানের বিরুদ্ধে আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। সে দিন প্রথমার্ধে একটিও শট গোলে রাখতে পারেনি কোনও দলই। মহমেডানের সারা ম্যাচেই কোনও শট লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় মুম্বই। ছ-ছ’টি শট গোলে রাখে তারা। এর মধ্যে প্রথম শটটিই জালে জড়িয়ে দেন বিক্রম প্রতাপ সিং।

এ ছাড়া আর কোনও শটেই গোল পায়নি তারা। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় মহম্মদ ইরশাদ ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠে ছেড়ে চলে যান। এই কারণেই দ্বিতীয়ার্ধে তারা পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের প্রথম ২২ মিনিটে দু’টি শট নেওয়ার পর আর কোনও শট নেয়নি তারা। মহমেডান গোলকিপার ভাস্কর রায় সে দিন পাঁচটি প্রায় অবধারিত গোল সেভ করেন।

মুম্বই সিটি এফসি একটু বেশিই নির্ভরশীল তাদের বিদেশী স্ট্রাইকার নিকোলাওস কারেলিসের ওপর। দলের ১৯টি গোলের মধ্যে ন’টিই করেছেন তিনি। নাথান রড্রিগেজ, লালিয়ানজুয়ালা ছাঙতে, ইওল ফান নিফ-রাও গোল পেয়েছেন, তবে দু’টি করে। তাই রবিবারের ম্যাচে হয়তো কারেলিসকে আটকে রাখার চেষ্টা করবে মহমেডান। গত কয়েকটি ম্যাচেও তারা বিপক্ষের প্রধান গোলদাতাকে আটকে দিয়ে অর্ধেক সাফল্য নিশ্চিত করেছে। গোল করতে না পারি, প্রতিপক্ষকেও গোল করতে দেব না, নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য করে তুলব- এটাই এখন তাদের নতুন মন্ত্র, যা পালন করে উপকারও পেয়েছে মহমেডান এসসি। তার ওপর দলটার মধ্যে লড়াকু মানসিকতা তৈরি করে দিয়েছেন রাশিয়ান কোচ। যার সুফল তারা পাচ্ছে।


#MohammedanSporting#MumbaiCity#ISL



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

১০ মিনিটের মুম্বই-ঝড়ে শেষ মহমেডানের প্রতিরোধ, হজম করতে হল তিন গোল...

মহাকুম্ভে পূণ্য অর্জনে গিয়েছেন বিরাট কোহলি! সাধুর বেশে উপস্থিত মহেন্দ্র সিং ধোনিও...

বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা, জানিয়ে দিলেন বোর্ডকে...

বাবা ইলেকট্রিক মিস্ত্রি, ছেলের ক্রিকেট কোচিংয়ের মাইনে দিতেই হিমশিম অবস্থা, জানুন তিলক ভার্মার কাহিনি ...

'আমার সমস্যা হল ...', নিজের ভুল নিজেই ধরেছেন গিল ...

রঞ্জির আগে কড়া প্রস্তুতিতে বিরাট, মুম্বইয়ে এই ভারতীয় কোচের সঙ্গে দেখা গেল কোহলিকে...

গোটা ইনিংসে কোনও পেসার বলই হাতে নিলেন না, কী এমন ঘটল? দক্ষিণ আফ্রিকার লিগে ঘটে গেল নজিরবিহীন ঘটনা...

ক্যাম্পে থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা, ফুটবলের উন্নতির লক্ষ্যে নয়া উদ্যোগ ভবানীপুর এফসির...

ত্রাতা হলেন তিলক ভার্মা, রুদ্ধশ্বাস ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারত...

পদ্মভূষণ শ্রীজেশ, পদ্মশ্রী অশ্বিন-বিজয়ন

জাতীয় গেমসে পদক পেলেই সরকারি চাকরি, ঘোষণা রাজ্য সরকারের...

জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...

জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...

যুবভারতীতে জ্বলল মশাল, হারের হ্যাটট্রিক ভুলে ঘরের মাঠে জয়ে ফিরল ইস্টবেঙ্গল...

লাইভ স্ট্রিমে আরসিবির সমর্থকের মুখ বন্ধ করলেন কুলদীপ, কী বললেন? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25