আজকাল ওয়েবডেস্ক: পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন দেশের প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেশ। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া দেশের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং ভারতীয় ফুটবলের ম্যাজিশিয়ান আইএম বিজয়ন পদ্মশ্রী হলেন। প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে সোনা জয়ী হরবিন্দর সিং ও বর্ষীয়ান কোচ সত্যপাল সিংকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।
প্যারিস অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পায় ভারত। তার আগেরবারও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। দু'বারই ভারতের গোল আগলানোর দায়িত্বে ছিলেন শ্রীজেশ। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়ার পর অবসর নেন তিনি। ভারতের জুনিয়র পুরুষ দলের কোচের দায়িত্বে এখন শ্রীজেশ।
ক্রিকেটের প্রতি অবদানের জন্য অশ্বিনীকে পদ্মশ্রী দেওয়া হল। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অশ্বিন ক্রিকেটকে বিদায় জানান। ১০৬টি টেস্ট থেকে ৫৩৭টি উইকেট নেন এই প্রাক্তন অফ স্পিনার।
ভারতীয় ফুটবলের 'কালো হরিণ' বলে পরিচিত আইএম বিজয়ন। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। দেশের জার্সিতে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২৯টি।
