বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলার রসিক বিল পাখিদের স্বর্গরাজ্য। রসিকবিলেই এবার হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এবং বন দপ্তরের সহযোগিতায় শুরু হল পাখিশুমারি। শনিবার সংস্থার সদস্যরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে পাখিদের স্বর্গরাজ্যে গিয়ে নৌকায় চেপে পাখিশুমারি শুরু করেন। জানা গিয়েছে, গতবছর এখানে ৫৩টি প্রজাতির প্রায় ৬৫০০টি পাখি দেখা গিয়েছিল। এবার তার থেকে কয়েকটি প্রজাতি বেশি দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। সেই গণনায় এদিন অংশগ্রহণ করেন কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর কো অর্ডিনেটর অনিমেষ বসু, কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিশিষ্টরা।
বনদপ্তরের কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানান, ‘২০২৫ সালে রসিকবিলে জল ও জলের মধ্যে থাকা পাখিদের গণনা শুরু হয়। প্রতিটি দলে চারজন করে ছিলেন। কেউ জলে নেমে, কেউ নৌকায় চেপে, আবার কেউ ডাঙা থেকে বিভিন্ন পাখিগুলোকে দেখে তা গুনে নিয়ে লিখে রাখছেন। চিহ্নিতকরণ শেষ হলে গণনা করা হবে। তবে রসিক বিলে বর্তমানে যে পরিমাণ পাখি রয়েছে তা গতবারের তুলনায় কিছুটা হলেও বাড়বে বলে আশা রাখছি’। অন্যদিকে, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো অর্ডিনেটর অনিমেষ বসু জানান, ‘গত বছর ৫৩টি প্রজাতির প্রায় ৬৫০০টি পাখির দেখা মিলেছিল। এবারের প্রাথমিক সমীক্ষা রিপোর্ট দুই-তিনটি প্রজাতির পাখির সংখ্যা বেশি থাকার কথা বলছে’। তবে এই বছর রসিক বিলে উল্লেখযোগ্য পাখি হিসেবে ব্ল্যাক হেডেড আইবিস চিহ্নিত করা হয়।
বিগত দিনগুলিতে রসিকবিল এলাকায় এই প্রজাতির পাখি দেখা যায়নি। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়গুলিতে শীতের মরশুমে ভিড় জমাচ্ছে হাজার হাজার পাখি। কখনও নীল আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে, আবার কখনও স্থির জলে ভেসে বেড়াচ্ছে। শীতকালে এই পাখিদের উপস্থিতি উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। ১০ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ১০টি জলাশয় জুড়ে শুরু হয়েছে জলজ পাখিদের গণনার কাজ। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এবং বনদপ্তরের সহযোগিতায় এই গণনা পরিচালিত হচ্ছে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর

জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো, চিন্তায় চাষীরা ...

ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি, রইল আবহাওয়ার বিরাট আপডেট ...

পুর্ণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যান ধাক্কা মারল ট্রলারে, মৃত ১, আহত ২৪...

সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী ...

ডিভোর্সের আগের রাতে স্ত্রীকে গুলি করে খুন, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ...

মায়ের মৃতদেহ আগলে বসেছিলেন, উদ্ধার করে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু ছেলের ...

পায়ুদ্বারে হাওয়া ঢুকিয়ে ইয়ার্কি, উলুবেড়িয়া জুটমিলে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের ...

মাধ্যমিক দিতে যাওয়ার পথে উল্টে গেল টোটো, গুরুতর আহত অবস্থায় কী করল তিন পরীক্ষার্থী?...

বিয়ের পাকা কথা না পেলে নামব না, মোবাইল টাওয়ারে উঠে ঘোষণা করল মালদার ‘বীরু’...

ধোপদুরস্ত পোশাকে অনুষ্ঠান বাড়িতে হাজির হত চোর, খাওয়াদাওয়া সেরে করত হাতসাফাই! প্ল্যান শুনে তাজ্জব পুলিশ...

টানাপড়েনের অবসান, উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক মৃণাল চক্রবর্তীর বিদায়...

দিল্লির পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা, স্টেশনে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর রেলের...

পানিহাটি পুরসভা থেকে উধাও মাতৃভাষার স্মারক, শোরগোল সাংস্কৃতিক মহলে, পদক্ষেপের আশ্বাস উপপুরপ্রধানের...

খেটে খাওয়া মানুষের সুবিধার্থে লেজার সার্জারি পরিষেবা শুরু শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে...

ভারী তুষারপাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল সিকিমের গুরুদংমার লেক সহ একাধিক পর্যটনকেন্দ্র...