শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ জানুয়ারী ২০২৫ ১৪ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সংস্কারের কাজে শনিবার থেকে টানা পাঁচ মাস বারাসতের উড়ালপুল বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত একটা থেকে সোমবার ভোর তিনটে পর্যন্ত উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটর বাইক বা টোটো চলাচল করতে পারবে। তবে চারচাকা থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কোন বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের উড়ালপুল ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন পুলিশ ও বারাসত পুর প্রশাসনের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কাজে উড়ালপুল বন্ধ রাখার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ন্ত্রিত যানবাহন চলাচল করবে বলে জানানো হয়েছে। তবে তখন কোন ধরনের যানবাহন উড়ালপুলের ওপর দিয়ে যাতায়াত করবে তা অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী বলেন, 'বারাসতের উড়ালপুল সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। ২৫ জানুয়ারি, শনিবার থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে। অন্য দিনগুলোয় দু'চাকা ও তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে।'
সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসন বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে। জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলোকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে। যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে, সেগুলোকে আওয়ালসিদ্ধি-সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হয়েছে।
বারাসতের তিতুমীর বাস টার্মিনাসকে পুলিশ সুপারের অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস। বারাসত সত্যভারতীর কাছেও হবে অস্থায়ী বাস স্ট্যান্ড। সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট চারচাকা গাড়িগুলোকে আরদেবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আমডাঙা-নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাতে গাড়িগুলো যেতে পারে, পুলিশ সে ব্যবস্থা করেছে। পুলিশ জানিয়েছে, বারাসত উড়ালপুলের বিকল্প রাস্তা হিসাবেও ১১ নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ও পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দমকলের চলাচল নিয়ে প্রশাসন কিছুটা চিন্তিত। সে ব্যাপারে প্রশাসন বিকল্প পথের সন্ধান করছে।
নানান খবর
নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই