রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | তদন্তের স্বার্থে মুর্শিদাবাদের যুবককে সদর দপ্তরে তলব করল রাজ্য এসটিএফ 

Riya Patra | ২৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের এসটিএফ-এর দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার এক ব্যক্তিকে  এসটিএফ-এর সদর দপ্তর কলকাতায়  ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । 

আগামী ২৭ জানুয়ারি হরিহরপাড়া থানার রুকুনপুর-মাগুরা গ্রামের বাসিন্দা, জনৈক রফিকুল ইসলাম মন্ডল নামে ওই ব্যক্তিকে সকাল দশটার সময় বিধাননগরে এসটিএফ-এর সদর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাদের কেস নম্বর ৩৬/২০২৪ মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল ইসলামকে বিএনএস-এর ১৭৯ নম্বর ধারায় নোটিশ জারি করে  তলব করা হয়েছে। সূত্রের খবর গত ৩১ ডিসেম্বর ২০২৪, এই মামলাটি রুজু করে এসটিএফ। রাজ্য পুলিশের এই বিশেষ শাখা আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-সহ অন্য কিছু জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নতুন করে তদন্তে নেমেছে বলে সূত্রের খবর। 


প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে হরিহরপাড়া থানা এলাকায়  রাজ্য পুলিশ এবং অসম পুলিশের এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে মিনারুল শেখ এবং আব্বাস আলি নামে দু'জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি-র হয়ে এই রাজ্যে সংগঠন বাড়ানো এবং নাশকতামূলক কাজকর্ম করার অভিযোগ আনা হয়েছে অসম এসটিএফ -এর তরফ থেকে। আপাতত ওই দুই অভিযুক্ত অসম  এসটিএফ-এর  হেফাজতে রয়েছে। আব্বাস এবং মিনারুল ছাড়াও এসটিএফ-এর হাতে নওদা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে আরও দুই যুবক।  খাগড়াগড় বিস্ফোরণে সাজা প্রাপ্ত তারিকুল ইসলাম নামে আরও এক জঙ্গিকে সম্প্রতি জেল হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য এসটিএফ। 

সূত্রের খবর, হরিহরপাড়া থেকে  ধৃত দুই জঙ্গির মধ্যে মিনারুলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ আধিকারিকরা জানতে পেরেছেন রুকুনপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মিনারুলের মোবাইল ফোন থেকে রফিকুলকে গত কয়েক মাসে একাধিকবার ফোন করা হয়েছে এবং দু'জনের মধ্যে দীর্ঘ সময় কথাও হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মন্ডল চাষবাসের সঙ্গে জড়িত। তবে সম্প্রতি বিভিন্ন কারণে তিনি মিনারুলের সঙ্গে অসম এবং ঝাড়খণ্ডে গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। 

যদিও রফিকুল নিজে কোনও রকম জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,' আমি সামান্য একজন চাষি। এসটিএফ কেন আমাকে ডাকল বুঝতে পারছি না।  কয়েকজন পুলিশকর্মী এসে আমার ছেলের হাতে একটি নোটিশ ধরিয়ে কলকাতায় এসটিএফ -এর অফিসে দেখা করতে বলেছেন।'
 
 রফিকুল জানান, তিনি মিনারুলকে খুব ভালোভাবেই চিনতেন। তিনি বলেন,' ওই যুবকের বাড়ি আমার বাড়ির খুব কাছেই। কিন্তু আমি মিনারুলের সঙ্গে কোথাও কোনদিন কোনও কাজে যাইনি বা আমার সঙ্গে তার জঙ্গি সংগঠন নিয়ে কোনও কথা হত না।'


murshidabadstfwestbengalpolice

নানান খবর

নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া