সোমবার ২০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলাদেশ ইস্যুতে প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর, আশা এবং আইসিডিএস কর্মীদের মোবাইলের আশ্বাস

AD | ২০ জানুয়ারী ২০২৫ ১৬ : ০২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতেই কিছুকিছু এলাকায় বাংলাদেশিদের তরফে সেই কাজে বাধা দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। এই আবহে সোমবার দুপুরে মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে কোনও রকম প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করলেন।

গত কয়েকদিন আগে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর  গ্রামে বাংলাদেশের নাগরিকরা জোর করে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে চাষীদের শস্য কেটে নিয়ে যায় বলে অভিযোগ। শস্য কেটে নিয়ে যাওয়া আটকাতে সুখদেবপুরে দুই দেশের নাগরিকদের মধ্যে ঢিল ছোড়াছুড়িও হয়। বাংলাদেশের নাগরিকরা সেই সময় বেশ কয়েকটি বোমা ছোড়ে বলে অভিযোগ উঠেছে।  সোমবার লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ''মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশের বড় সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকা বিএসএফ দেখুক। আমাদের উপর (পড়ুন রাজ্যের কোনও নাগরিক) অত্যাচার হলে আমরা দেখে নেব। কিন্তু কারও প্ররোচনায় পা দিয়ে দয়া করে ওদিকে (পড়ুন বাংলাদেশে) যাবেন না।'' তিনি আরও বলেন, ''অনেকেরই পরিকল্পনা করছে এইভাবে দুই দেশের মধ্যে গন্ডগোল-দাঙ্গা লাগিয়ে দিয়ে সরে আসার।''

মমতা আরও বলেন, ''আমি চাই সীমান্ত এলাকার শান্তিরক্ষার বিষয়টি বিএসএফ দেখুক। তেমন প্রয়োজন হলে আমাদের পুলিশ বাহিনী সীমান্ত এলাকায় দূর থেকে মাইকিং করে মানুষকে ফিরিয়ে নিয়ে আসবে। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।''

অন্যদিকে রাজ্যের সরকারি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এবার কাজের সুবিধার জন্য মোবাইল ফোন পেতে চলেছেন রাজ্যের বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত কয়েক হাজার আইসিডিএস এবং আশাকর্মী। সোমবারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ''আশাকর্মীদের ফোন দেওয়ার জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়ে গিয়েছে।'' আইসিডিএস কর্মীদেরকেও মোবাইল ফোন দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ''মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের জন্য একটি ভাল হাসপাতাল করতে চাই।'' আগামী দু'বছরের মধ্যে সেই হাসপাতাল তৈরি হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যে ৪৭ লক্ষ বাংলার বাড়ি তৈরি হয়েছে। রাজ্যের এই প্রকল্পে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নতুন করে ১৬ লক্ষ মানুষ বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাবেন। এছাড়া ২০০ বছর পদার্পণ করায় মুখ্যমন্ত্রী আজ নবাব বাহাদুর ইনস্টিটিউশন বিদ্যালয়কে ২৫ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেন।


#MamataBanerjee#Murshidabad#ICDSWorker



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...

খুনে জড়িত কাউকেই ছাড়া হবে না, মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী'র সঙ্গে সাক্ষাতের পর জানালেন মুখ্যমন্ত্রী ...

‘ফাঁসির দাবিতেই অটুট থাকব’, আরজিকরের রায়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর...

‘কেন্দ্র ফিরেও তাকায় না’: মুর্শিদাবাদে নদী ভাঙন প্রতিরোধ নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার, বরাদ্দ আরও ৬২.৬১ কোটি টাকা...

কোন্নগরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযান, উদ্ধার ১০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৭ ...

বর্ধমান বইমেলায় শেষ দিনে জমজমাট সোনার বাংলা স্টল, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্বরা...

মালদহ সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেজে উঠেছে মহানন্দা ভবন...

মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় সক্রিয় পুলিশ, বিহার থেকে গ্রেপ্তার আরও এক পেশাদার খুনি...

বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের ...

জলের পাইপ নিয়ে বিবাদ, বেলডাঙায় খুন পুরসভার অস্থায়ী কর্মী, আহত আরও ১...

মক ফায়ার ড্রিলের আয়োজন করল আইওসিএল, সচেতনতা তৈরি করতে উদ্যোগ...

মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চলছে জোর তৎপরতা...

গাড়ির মধ্যে লুকিয়ে ছিনতাই না অপহরণের ছক? যুবককে আটক করে তদন্ত শুরু পুলিশের ...

বাড়ির মধ্যেই গর্তে পড়ল শিশু, অনেক পরে নজরে পড়ল পরিবারের, খুদের মর্মান্তিক পরিণতি জানলে আঁতকে উঠবেন...

ভারতীয় ভুখণ্ডে ঢুকে বাংলাদেশি লুটেরাদের ফসল লুঠের চেষ্টা, বিএসএফকে লক্ষ্য করে বোমা, তারপর?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25