সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কাটিহার-হাওড়া এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার ৫ কোটি টাকার মাদক, গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক

Pallabi Ghosh | ২০ জানুয়ারী ২০২৫ ১৩ : ২০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদহ টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদহ টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া-কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে মালদহ টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।  

শিলিগুড়ি এসআরপি'র সূত্র থেকেই খবর পেয়ে রবিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মালদহ টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটোয় প্লাস্টিকে মোড়ানো এই ব্রাউনসুগারগুলি মজুত রেখেছিল। এরপরই জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক পাচারকারীকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে। 

শিলিগুড়ি এসআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ (৩৯)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনীচক এলাকায়। মূলত কাটিহারের মাদক পাচারকারী একটি র‍্যাকেটের কাছ থেকে মণিপুরের এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি। একটি খাবারের টিফিন কৌটোয় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল। অভিনব কায়দায় সেই খাবারের বাক্স জেনারেল কামরার সিটের নীচের কোনও এক কোণায় রাখা ছিল। কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে শিলিগুড়ির এসআরপি এই গোপন তথ্য মালদহ টাউন স্টেশন জিআরপিকে দেয়। কাটিহার -হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরা এমনিতেই প্রতিদিনই যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে। তার মধ্যে থেকে মাদক পাচারকারীকে চিহ্নিত করে উদ্ধার করা এবং এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা, জিআরপি'র একটা বড় সাফল্য বলেও মনে করা হচ্ছে। 

জিআরপি সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদে ধৃত ওই ব্যক্তি সীমান্তের ওপারে এগুলি পাচার করার পরিকল্পনা নিয়েছিল। ক্যারিয়ার হিসেবে ধৃত ইসমাইল শেখ কাজ করছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি কাটিহারের কোথা থেকে নেওয়া হয়েছিল এবং সেগুলি মুর্শিদাবাদের কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, সবকিছু  নিয়ে তদন্ত শুরু করেছে মালদহ টাউন স্টেশন জিআরপি। 

মালদহ টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কিলো ৯৮ গ্রাম ব্রাউন সুগার। অত্যন্ত উন্নতমানের এই ব্রাউন সুগারগুলি মুর্শিদাবাদের সীমান্তের ওপারে পাচার করা পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে। পাঁচ কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার মালদহ আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।


maldacrimenews

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া