বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৭ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বীরভূম জেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে ভুল বুঝিয়ে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়া। এর পাশাপাশি দ্রুত লোন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ বারাসতের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যক্তিদের নাম অশোক কুমার সিং, গোপাল মন্ডল এবং সাগর গাজী। তিনজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা বারাসাত-দত্তপুকুর থানা এলাকায়।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত কয়েক বছর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা চিটফান্ড কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। তারপর সরকারের তরফ থেকে বারবার চিটফান্ড কোম্পানিতে বিনিয়োগ নিয়ে মানুষকে সাবধান করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কম সময়ে বেশি টাকা উপার্জনের আশায় কিছু মানুষ প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা 'এ সাগর ফিনান্স কোম্পানি' নামে একটি সংস্থা খুলে বসে প্রতারণা চালাচ্ছিলেন। ধৃতেরা মুর্শিদাবাদ ও বীরভূমের প্রত্যন্ত গ্রামে ঘুরে মূলত মহিলাদেরকে ভুল বুঝিয়ে 'এম-পকেট' নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করে লোন পাইয়ে দেওয়ার নাম করে ভুরি ভুরি টাকা আত্মসাৎ করেছেন।
খড়গ্রাম থানার এক আধিকারিক বলেন, ওই সংস্থায় টাকা বিনিয়োগ করে ফেরত না পেয়ে গত ১২ তারিখে এক ব্যক্তি পুলিশে অভিযোগ করেন। এরপরই তদন্তকারীরা জানতে পারেন ওই কোম্পানির এজেন্টরা খড়গ্রাম থানা এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের কাছ থেকে লোন করে দেওয়ার নাম করে বিপুল টাকা আত্মসাৎ করেছে। ওই আধিকারিক জানান, এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করি। ধৃতদের হেফাজত থেকে ওই কোম্পানির প্রচুর 'ভুয়ো' নথি এবং ইলেকট্রনিক ডিভাইস আটক করা হয়।
ধৃত তিনজনকে জেরা করে পুলিশ তারাপীঠ থানা এলাকার একটি হোটেল-সহ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩০টি সিমকার্ড, বেশ কিছু ট্রেনের টিকিট, কয়েকটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, কয়েকটি মোবাইল ফোন, ট্যাব-সহ আরও অনেক নথি। চিটফান্ডের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
#ChitFund#ChitFundScam#Murshidabad#Birbhum
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৯৪টি স্কিম আছে আমাদের’, মমতা বললেন ‘এই বাজেট কর্ম সৃষ্টি করবে’...

ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, বাজেটে বড় ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার...

গতবছর ঘোষণা করেছিলেন মমতা, রাজ্য বাজেটে ‘বাংলার বাড়ি’-র জন্য বরাদ্দ ৯৬০০ কোটি, সুবিধা পাবেন আরও ১৬ লক্ষ পরিবার...
ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, কত শতাংশ বাড়ল দেখে নিন একঝলকে...

দাদা ঠাকুরের শহরে অনুষ্ঠিত হয় রাজ্যের সবথেকে প্রাচীন বইমেলা, জানতেন কি?...

ঠান্ডায় ধরে রাখা যাচ্ছে না কলম, পরীক্ষাকেন্দ্রে লাগানো হল রুম হিটার ...

পাখির খাবার কিনতে গিয়ে মুদি দোকানীর হাতে শ্লীলতাহানীর শিকার নাবালিকা, ধৃত এক...

রিষড়ায় রবার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল

পেট্রাপোল বন্দরে বাংলাদেশি গবেষকের ডলার ছিনতাই, গ্রেপ্তার দুষ্কৃতী...

রেশন দোকানে কাজ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া, রিষড়ায় যুবক খুনের ২৮ দিনের মাথায় গ্রেপ্তার প্রতিবেশী বন্ধু...

ফের বিতর্কে ম্যাকাউট! বিশ্ববিদ্যালয়ের মধ্যেই মিলল ছাত্রীর দেহ...

জিয়াগঞ্জে নৌকাবিহারে বিশ্ববিখ্যাত গায়ক এড শিরন, সঙ্গে কে ছিল?...

আবাসনে বিধ্বংসী আগুন, ২ জনের মৃত্যুর আশঙ্কা, আহত ৪...

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়লেন কলেজ পড়ুয়া দিদি...

অদম্য মনের জোর, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতাল শয্যা থেকে মাধ্যমিকের উত্তরপত্র লিখল মুর্শিদাবাদের ছাত্রী ...