রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: খোঁজ, খোঁজ, খোঁজ। শেষে কী আছে, জানা নেই কারও। তবু অপেক্ষা থাকে, থাকে আশাটুকু জিইয়ে রাখার খিদে। সে খোঁজ যদি হয় প্রিয়জনের, তবে নিজের সবটুকু দিয়ে লড়ে যায় মানুষ। ঠিক যেমনটা করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায ওরফে ডিসিপি বৃন্দা বসু। নিজের একমাত্র মেয়ে দিতির খোঁজে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় হইচই-এর সিরিজ 'নিখোঁজ'-এ রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। প্রত্যাশার পারদ চড়েছিল তখন থেকেই। সিজন ২-তে সেই প্রত্যাশা পুরোদমে মিটিয়ে দিল টিম 'নিখোঁজ ২'। স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, রজতাভ দত্ত, লোকনাথ দে, হানি বাফনা-সহ গোটা দল।
বন্ধুর বাড়িতে পার্টি করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বৃন্দার একমাত্র মেয়ে, টিভি চ্যানেলের ইন্টার্ন দিতি। এদিকে তারই বস, নামী সাংবাদিক রমিত সেন (টোটা)-কে পাওয়া যায় রাস্তার মাঝখানে পার্ক করা, তার নিজেরই গাড়িতে। নেশায় বেহুঁশ অবস্থায়। গাড়ির সিট, ডিকি, রমিতের জামাকাপড় রক্তে মাখামাখি। সে রক্ত দিতির। পুলিশ মহল থেকে খবরের দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনা ঘিরেই এগিয়েছিল 'নিখোঁজ'-এর প্রথম সিজন। একদিকে যখন মেয়েকে হারিযে বিধ্বস্ত একলা মা বৃন্দা তদন্তে কুলকিনারা না পেয়েও হাল ছাড়তে নারাজ, বস-ইন্টার্নের সম্পর্ক নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি, রসালো গল্পে ঝড় উঠেছিল রমিতের পরিবারেও। তার স্ত্রী গার্গী (কণীনিকা ব্যানার্জি) থেকে দুই ছেলে-মেয়ে, টালমাটাল হয়ে যায় প্রত্যেকেই।
ঠিক সেখান থেকেই দ্বিতীয় সিজন শুরু। আঁধার হাতড়ে তদন্ত এগোনোর গল্প এবারে মিথ্যে, বিশ্বাসঘাতকতা, ঈর্ষা আর ষড়যন্ত্রের জালে আষ্টেপৃষ্টে জড়ানো। কখনও দিতির বন্ধুরা বা তার টক্সিক প্রেমিক সুদীপ ও তার দাদা জয়দীপ (হানি), কখনও রমিত-দিতির সহকর্মী বিজয় (প্রতীক দত্ত), কখনও বা বৃন্দার পারদর্শিতায় হিংসেয় সর্বদা জ্বলেপুড়ে যাওয়া সহকর্মী ডিসিপি সামন্ত (লোকনাথ)- সন্দেহের পরতে জড়িয়ে পড়ে প্রত্যেকেই। বৃন্দার পাশে থাকে শুধু তার জুনিয়র অফিসর সাহানা (শাঁওলি চট্টোপাধ্যায়) এবং মেন্টর এনকাউন্টার স্পেশালিস্ট অনন্ত চ্যাটার্জি (রজতাভ দত্ত)। বেরিয়ে আসতে থাকে একের পর এক লুকোনো সত্যি আর জটিলতা। সব পেরিয়ে কি দিতিকে খুঁজে পাবে বৃন্দা? কী আছে তার তদন্তের শেষে? তা নিয়েই এগিয়েছে এবারের সিজন।
নাছোড় জেদে, কড়া হাতে তদন্ত এগিয়ে নিয়ে চলা দুঁদে অফিসারের মধ্যেই এক অসহায় মায়ের বাস- সেই বৈপরীত্যকে কী অনায়াসে, অবলীলায় বুনেছেন স্বস্তিকা। তাঁর চোখ ঝলসানো ব্যক্তিত্ব যেমন চোখ টানে, ঠিক ততটাই মন ভিজিয়ে দেয় হতাশায় দুমড়ে মুচড়ে, কান্নায় ভেঙেচুরে যাওয়া বৃন্দা। সামাজিক থেকে ব্যক্তিগত জীবনে ওঠা ঝড়ের ধাক্কায় এলোমেলো হয়ে পড়েও স্থিতধী রমিতে ডুবে গিয়েছেন টোটাও। একদিকে কর্তব্য, অন্যদিকে ভাললাগার টানাপড়েনে সাহানাকে জীবন্ত করে তুলেছেন শাঁওলি। উকিল হিসেবে দিতির প্রেমিক, নিজের ছোট ভাই সুদীপকে প্রাণপণ আড়াল করতে চাওয়া জয়দীপ হিসেবে হানিকেও বেশ লাগে। ছোট্ট অথচ ক্ষুরধার এক চরিত্রে যথারীতি নজর কাড়েন রজতাভ। তবে বরাবরের মতো আলাদা করে নজর কেড়ে ছেড়েছেন যিনি, তিনি লোকনাথ। পুলিশ মহলের পেশাগত রেষারেষিতে পটু, কূটবুদ্ধিতে দড়, পুরোদস্তুর পুরুষতান্ত্রিক এক চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলেছে তাঁর বলিষ্ঠ অভিনয়।
ইদানীং ওটিটি দুনিয়ায় থ্রিলারের ছড়াছড়ি। সে বাংলা হোক বা হিন্দি, ইংরেজি কিংবা কোরিয়ান- প্রায় গোগ্রাসে গেলেন দর্শক। বেড়ে গিয়েছে দুরন্ত প্লটের খিদেও। এত রকমের গল্প, হরেক স্বাদের ভিড়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শককে বসিয়ে রাখা, ক্লাইম্যাক্সের চমকে একেবারে ছিটকে দেওয়া নেহাত সহজ নয়। টানটান, মেদহীন প্লটে, তুখোড় অভিনয়ের দাপটে সে কাজটা অবলীলায় করে ফেলেছে ‘নিখোঁজ ২’। পরিচালক অয়ন ও তাঁর অনবদ্য টিম তাই ডিস্টিংকশনে পাশ।
তবে হ্যাঁ, একশোয় একশো হয়ে এ সিরিজের সবটুকু জুড়ে রয়েছেন একজন। ‘নিখোঁজ’-এর দুই সিজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে ছেড়েছে ‘দিল্লি ক্রাইম’-এ শেফালি ছায়া যদি ওটিটি পর্দার সুপার কপের তকমা ছিনিয়ে নিয়ে থাকেন, স্বস্তিকা-ও কম যাননা মোটেই!
নানান খবর
নানান খবর

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?