রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ জানুয়ারী ২০২৫ ০৮ : ৪৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দ্বিতীয়বারের চেষ্টায় বুধবার তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হল সে দেশের পুলিশ। দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে প্রথম বার কোনও প্রেসিডেন্ট গ্রেপ্তার হলেন।
গত এক সপ্তাহেরও বেশ সময় ধরে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছিল। নিজের বাসভবনে ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে ছিলেন। ৩ জানুয়ারি প্রথম বার ইওলকে গ্রেপ্তার করতে যাওয়ার পর সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশ এবং তদন্তকারীদের। সে বার পিছু হটলেও বুধবার ভোরে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং তদন্তকারীরা হাজির হন তাঁর বাসভবনের সামনে। সেখানে উপস্থিত ইওলের সমর্থকদের বাধা টপকে মই বেয়ে বাসভবনে প্রবেশ করতে হয় পুলিশ এবং তদন্তকারীদের। অবশেষে তাঁকে হেফাজতে নিয়ে সক্ষম হয় পুলিশ। ইওলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিরিয়োরিটি সার্ভিস (পিএসএস)-এর প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে।
একটি ভিডিও বার্তায় ইওল জানিয়েছেন, তাঁর এই গ্রেফতারি দেশে ‘আইনের শাসন ভেঙে পড়া’র উদাহরণ। ইওল দাবি করেছেন, তিনি সব সময়ই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানায় তাঁকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবেন তদন্তকারীরা। হেফাজতের সময়সীমা বৃদ্ধি করতে হলে আবেদন করতে হবে তদন্তকারীদের।
গত ৩ ডিসেম্বর দেশ জুড়ে সামরিক আইন (মার্শাল ল) জারি করেছিলেন প্রেসিডেন্ট মঙ্গলবারই। তাঁর যুক্তি ছিল, কমিউনিস্ট প্রভাব ও পড়শি দেশ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মদতে বিরোধী শক্তি দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা দখলের ছক কষেছে। ফলে জরুরি অবস্থা জারি ছাড়া দেশরক্ষার কোনও উপায় ছিল না। ওই আইন বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয় সে দেশের সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সু-কে। ৪৪ বছরের এই প্রথমবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদক্ষেপে দেশজুড়ে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। ছড়িয়ে পরে অশান্তি। শেষপর্যন্ত অবশ্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন সামরিক আইন জারির বিরুদ্ধে পাল্টা প্রস্তাব পাশ করেন। ফলে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সামরিক আইন জারির কথা ঘোষণার পর থেকেই ইওলকে বরখাস্তের দাবি তোলেন বিরোধীরা। পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাবও আনেন তাঁরা। গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে বরখাস্তের দাবির পক্ষেই অধিকাংশ ভোট পড়ে। বরখাস্ত হন ইওল। এর পর তাঁর বিরুদ্ধে শুরু হয় ইমপিচমেন্ট প্রক্রিয়া।
নানান খবর
নানান খবর

মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

‘বাবার অঙ্গপ্রত্যঙ্গ এলিয়েনরা নিয়ে গিয়েছে’, বৃদ্ধকে নৃশংস খুন করে ঘরে ফেলে রাখল ছেলে

২০২ বছরের জলের দানবের হদিস পেল ১১ বছরের একটি মেয়ে, তারপর..

কুলভূষণ যাদবের আপিলের অধিকার নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক

নেগেটিভ চিন্তাভাবনা আমাদের কোন ক্ষতি করে, কী বলছেন বিশেষজ্ঞরা

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প