রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

under construction bridge collapsed

রাজ্য | নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে আহত এক, কাজের গতি এবং মান নিয়ে উঠল প্রশ্ন

Rajat Bose | ১৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৭Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ ভেঙে পড়ল জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ সেতুর কংক্রিটের গার্ডরেল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেখানে দেখভালের দায়িত্বে থাকা এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের ব্যস্ততম সময়ে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার। কাজের গতি এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ডানকুনির তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মুখার্জি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হুগলির ডানকুনি ক্রসিং এলাকায়। গত চার বছর ধরে দুর্গাপুর জাতীয় সড়ককে সিক্স লেন করার কাজ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলেও পরবর্তী সময়ে ডানকুনি ক্রসিং সংলগ্ন এলাকায় সেই কাজের গতি অনেকটাই শ্লথ হয়ে যায়।

সড়ক সম্প্রসারণের কাজের ক্ষেত্রে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সেতু তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই অনুযায়ী ডানকুনি এলাকায় একটি সেতু তৈরির কাজ চলছিল। মঙ্গলবার ডানকুনি ক্রসিংয়ে জাতীয় সড়কে ওপর নির্মীয়মাণ সেতুর গার্ডরেল ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মাণ সেতুর নিচে পর্যবেক্ষণের কাজ করছিলেন। যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি নির্মাণ কাজ চলার সময় কেউ সেতুর নিচে না এসে পরে সেই বিষয়টি দেখভাল করছিলেন। আচমকা ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষজন অভিযোগ করছেন নিম্নমানের সামগ্রীতে এই কাজ করা হচ্ছে। তাই ভেঙে পড়েছে। কাজের শুরুতেই যদি এই অবস্থা হয়, পরবর্তী সময়ে কি হবে সেটাই প্রশ্ন।

এই প্রসঙ্গে কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেছেন, বিস্তীর্ণ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে গত ২০২০ সালে। সম্প্রসারণের কাজে একাধিক কোম্পানি কাজ করছে। অন্যান্য কোম্পানি দ্রুততার সঙ্গে তাঁদের কাজ শেষ করেছেন। অথচ যত সমস্যা হচ্ছে ডানকুনিতে। শুরুতে কাজের গতি কিছুটা হলেও ছিল। বর্তমানে খুব ধীর গতিতে কাজ চলছে। ফলে নিত্যদিন যানজট, কিছু না কিছু ঘটনা ঘটছেই। এছাড়া কাজে ব্যবহৃত সামগ্রী নিয়েও প্রশ্ন তুলেছেন সুবীর বাবু। 

ছবি:‌ পার্থ রাহা 

 


Aajkaalonlineunderconstructionbridgecollapsed

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া