বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal will ask Union Sports Minister and request for his intervention on the declining trend of Indian football

খেলা | আইএসএলে হতশ্রী রেফারিংয়ের শিকার লাল-হলুদ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল

KM | ১৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: নিয়ম করে প্রায় প্রতিটি ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে, এমন অভিযোগ করে চলেছে ইস্টবেঙ্গল। তাদের বিরুদ্ধে  এই অন্যায়ের প্রতিবাদের জন্য লাল-হলুদ ক্লাব মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল, তারা শীঘ্রই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর দ্বারস্থ হবে। 
ইস্টবেঙ্গলের সচিব রূপক সাহা বলেছেন, ''  আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আইএসএলের প্রায় প্রতিটি ম্যাচেই ইস্টবেঙ্গল ক্লাবকে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই আমাদের মনে হচ্ছে যে তাহলে কি এখনও আমাদের শরণার্থী ক্লাব হিসাবে বিবেচনা করা হচ্ছে?  তাহলে আমাদের সঙ্গেই এরকম হচ্ছে কেন। এটা আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করা হচ্ছে।'' সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় ৫০ টির বেশি অভিযোগপত্র পাঠিয়েও লাভ হয়নি ইস্টবেঙ্গলের। উলটে লাল-হলুদের অভিযোগ রেফারিংয়ের মান দিনের পর দিন খারাপ থেকে আরও খারাপের দিকেই যাচ্ছে। 
 এদিন ক্লাব সচিব রূপক সাহা বলেছেন, ''আইএসএলে আমাদের প্রতিটি ম্যাচে যা হয়ে চলেছে, সেটা যে গভীর ষড়যন্ত্রের খেলা, এটা কিন্তু আমাদের সমর্থকরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এই অনাচার আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষ দিন পর্যন্ত লড়াই করবে এবং ভারতীয় ফুটবলের বর্তমান নিয়ন্ত্রক গোষ্ঠীশাসনতন্ত্রকে ছিন্ন করতে কঠিন পদক্ষেপ নিতেও কোনও দ্বিধা করা হবে না। আমরা শীঘ্রই মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করব এবং মাননীয় মন্ত্রীর কাছে ভারতীয় ফুটবলের ক্রমহ্রাসমান পরিস্থিতির হস্তক্ষেপের দাবি জানাব।'' 

গত শনিবার গুয়াহাটি ডার্বিতে মোহনবাগানের কাছে ১-০ গোলে হার মানে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর মারা বল মোহনবাগানের পেনাল্টি বক্সে আপুইয়ার হাতে বল লাগে। পেনাল্টির দাবিতে সরব হয় ইস্টবেঙ্গল। কিন্তু রেফারি সেই আবেদনে কর্মপাত করেননি। 

এদিকে সোমবার ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল জানিয়ে দেন, আপুইয়ার হাতে বল লাগলেও সেটা হ্যান্ডবল নয়। এদিন ইস্টবেঙ্গলের তরফ থেকে বলা হয়েছে, ''এআইএফএফ-এর রেফারি দপ্তরের শীর্ষকর্তার কালকের হাস্যকর যুক্তি শুনে আমাদের মনে হচ্ছে যে প্রাক্তন ফুটবলাররা, ধারাভাষ্যকারেরা এবং ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। গোটা বিষয়টাকে একটি হাসির খোরাকে পরিণত করেছে যেটি ইস্টবেঙ্গলের মতো  প্রতিষ্ঠানের পক্ষে মানা সম্ভব নয়। তবে তারা যেন ভুলে না যায় ভারতীয় ফুটবলের গৌরবোজ্জ্বল অধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে অন্ধকারে নিমজ্জিত ভারতীয় ফুটবলকে আলোর দিশা দেখাতে ইস্টবেঙ্গল ক্লাবের লড়াইয়ের তেজ কিন্তু আগের মতোই অটুট রয়েছে।'' 

সেই সঙ্গে গভীর এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। গুয়াহাটি ডার্বিতে ইচ্ছাকৃতভাবে সৌভিক চক্রবর্তীকে হলুদ কার্ড দেখানো হয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গল কর্তারা। রূপক সাহা বলছেন, ''আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌভিক চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অন্যায্য ভাবে প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল যেটি দ্বিতীয়ার্ধে আরও একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল।
আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককেই নিশানা করা হবে, তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন। এর থেকেই স্পষ্ট বোঝা যায় যে, আমাদের উপর বিভিন্ন ভাবে অনৈতিক শক্তি প্রযোগ করা হবে, যাতে আমরা আইএসএলে ভাল কখনওই করতে না পারি।''  

ইস্টবেঙ্গল আলাদা করে উল্লেখ করেছে গত ৫ বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে ২টি জয় পেয়েছি, সেগুলো কিন্তু আইএসএল টুর্নামেন্টে নয় ডুরান্ড এবং সুপার কাপে। লাল-হলুদ বলছে, ''আই এস এল কর্তৃপক্ষের এই বৈমাত্রেয়সুলভ আচরণ আমাদের ভাবতে রতে বাধ্য করছে যে তারা হয়তো এখনও ওয়ান সিটি ওয়ান ক্লাবে  বিশ্বাসী।'' 

 


#EastBengal#UnionSportsMinister#ISL



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...

রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...

সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...

ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...

গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল...

ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...

বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...

বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...

‘ছেলের মৃত্যু হলেও আমি গর্ব করতাম’, যুবরাজ সিংকে নিয়ে কী বললেন যোগরাজ?...

আইপিএল শুরু হচ্ছে কবে থেকে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই এল মেগা আপডেট...

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষিত হবে এই দিনে, বড়সড় আপডেট দিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা...

'আর কয়েক মাস আছি', বোর্ডকে সময় দিলেন রোহিত, কিন্তু কীসের জন্য? ...

জেমাইমার দুরন্ত সেঞ্চুরি, ওয়ানডেতে পাহাড় প্রমাণ রান গড়ে নজির ভারতের মহিলা দলের ...



সোশ্যাল মিডিয়া



01 25