বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে পুলিশের জালে 'ভূত'! সিটের হাতে নতুন তথ্য

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ১৫ : ০৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: তার ডাকনাম 'ভূত'। এক জায়গায় কখনও তাকে দীর্ঘক্ষণ দেখা যায় না। ভূতের মতোই চোখের পলকে সে অবস্থান বদল করে। কখনও শিয়ালদহ রেল স্টেশন, তো পরক্ষণেই হাওড়া ময়দানের বাস স্ট্যান্ড। প্রয়োজন মতো চেহারায় বদলও এনেছিল। কিন্তু পুলিশের দক্ষতার কাছে তার সব জারিজুরি খতম। ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনের অন্যতম অভিযুক্ত ভূত ওরফে সুমিত পাশওয়ানকে পুলিশ গ্রেপ্তার করল। সোমবার সকালে ব্যারাকপুরের জগদ্দল রেল স্টেশন চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করল। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট সাত জনকে গ্রেপ্তার করেছে।

গত ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দলের প্রাক্তন সভাপতি ছিলেন। অশোক সেদিন বাড়ির অদূরে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। দুষ্কৃতীরা অতর্কিত সেখানে তাকে গুলি করে খুন করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে তৃণমূল নেতা খুনের ঘটনায় দুষ্কৃতীদের ধরতে তৎপর হয়ে ওঠেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে।ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সিটের দায়িত্বে রয়েছেন । 

সিটের আধিকারিকরা ঘটনার তদন্ত নেমে জানতে পারে, ২০২০ সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয়। সে ছিল মাদক পাচারের চাঁই। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও রাহাজানি-সহ আরও বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। ‌ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের দাদা সুজল সাউ ২০২৩ সালে অশোককে একবার খুনের চেষ্টা করে। যদিও বরাত জোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুজল অশোকের পিছু ছাড়েনি। চায়ের দোকানে ঢুকে দুষ্কৃতীয়া তাঁকে গুলি করে খুন করে। নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। তদন্ত নেমে ঘটনার পরের দিন পুলিশ কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কাউসারকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজন পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। ১৬ নভেম্বর ভোররাতে টিটাগড়ের এক গোপন ডেরা থেকে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। 

ধৃত কাউসার ও সুজনকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত সুজল সাউয়ের অবস্থান জানতে পারে। রাজ্য পুলিশের এডিজি সিআইডি বিশাল গর্গ ও ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাসের নেতৃত্বে মূল অভিযুক্ত সুজল সাউকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। সেইমতো ১৮ নভেম্বর ভোররাতে বিহারের গোপন এক ডেরা থেকে সুজলকে পুলিশ পাকড়াও করে। সঙ্গে আরও এক দুষ্কৃতীকে পুলিশ পাকড়াও করে। ধৃতরা এখন পুলিশি হেফাজতে রয়েছে। তাদের জেরা করে তৃণমূল নেতা খুনের ঘটনায় অজয় পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। সিটের তদন্তকারীরা বিহারের গোপালগঞ্জের এক ডেরা থেকে পুলিশ অজয়কে পাকড়াও করে। ধৃতদের জেরা করে সিটের আধিকারিকরা ওই খুনের ঘটনায় ভূতের জড়িত থাকার কথা জানতে পারেন। 

গত দু'মাসে ভূত বেশ কয়েকবার বাড়িতে ফিরেছে। মায়ের সঙ্গে দেখা করেছে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই তড়িৎ বেগে সেখান থেকে পালিয়ে গিয়েছে। রবিবার রাতে পুলিশের কাছে খবর আসে, ভূত জগদ্দলে ঢুকেছে। সেইমতো সাদা পোশাকের পুলিশ চারদিকে ফাঁদ পেতে রাখে। কিন্তু ভূতকে ধরতে পারেনি। ভোররাতে ট্রেন ধরে ভূত শিয়ালদহ দিকে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। স্টেশন চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


#bhatpara#tmc#westbengal#crimenews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...

পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে...

কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...

স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...

চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...



সোশ্যাল মিডিয়া



01 25