রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১২ জানুয়ারী ২০২৫ ১২ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: স্বামীর একসঙ্গে থাকতে অস্বীকার করলেও স্ত্রী-র ভরণপোষণ পাওয়ার অধিকারী রয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্টের রায় বাতিল করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ভরণপোষণের জন্য একসঙ্গে থাকাটা একমাত্র জরুরি বিষয় নয়, ভরণপোষণ পাওয়ার যথাযথ ও সঙ্গত কারণ থাকাটাই বিবেচ্য।
কোন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ?
২০১৪ সালের ১ মে দীনেশ ও রিনার বিয়ে হয়েছিল। যদিও ২০১৫ সালের অগাস্ট সেই সম্পর্ক ভেঙে যায়। স্বামী দাবি করেছিলেন যে, স্ত্রী রিনা ২০১৫ সালের ২১ অগাস্ট তাঁর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। শত অনুরোধ সত্ত্বেও সে আর শ্বশুর বাড়ি ফেরৎ আসেননি। এরপর স্বামী দীনেশ স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকবেন বলে পারিবারিক আদালতে আবেদন করেন।
পাল্টা স্ত্রী রিনা আদালতে জানান যে, লক্ষাধিক টাকা পণ দাবি করে তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছিল শ্বশুর বাড়িতে। ২০১৫ সালে তাঁর গর্ভপাত হলেও স্বামী একবারও তাঁর খোঁজ করেননি। রিনা দাবি করেছিলেন যে, তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরও সে শ্বশুর বাড়ি ফিরতে রাজি যদি তাঁর কয়েকটি শর্ত মেনে নেওয়া হয়।
শর্তগুলি ছিল, রিনাকে শৌচাগার এবং খাবার রান্নার জন্য গ্যাস বা স্টোভের ব্যবহার করতে দিতে হবে।
পারিবারিক আদালতের নির্দেশ-
উভয় তরফের সওয়াল-জবাবের পর ২০২২ সালের মার্চ মাসে পারিবারিক আদালত রিনাকে শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সঙ্গে ১০ হাজার টাকা ভরণপোষণ দেওয়ারও কথা জানায়। কিন্তু সেই নির্দেশ মানতে চাননি রিনা।
ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা
এরপর রিনা সরাসরি ভরণপোষণের আর্জি জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের নির্দেশ ছিল, স্ত্রী রিনা যেহেতু স্বামীর সঙ্গে একসঙ্গে থাকার রায় অস্বীকার করেছেন এবং সেই রায়ের বিরুদ্ধে কোনও আবেদন করেননি, তাই তিনি ভরণপোষণ পাওয়ার অযোগ্য।
সুপ্রিম কোর্টে আবেদন
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার রিনা দেশের শীর্ষ আদালতে মামলা করেন। সেই আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট। সেই মামলারই রায় হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ভরণপোষণ সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পরিস্থিতির উপর। একসঙ্গে থাকা বা না থাকার বিষয়টি একক্ষেত্রে বিবেচ্য নয়। নির্দেশ উল্লেখ রয়েছে যে, প্রতিটি মামলার পরিস্থিতি ভিন্ন, তার প্রেক্ষিতেই বিচার হবে। চূড়ান্ত নিয়ম বলে কোনও কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কোন কারণে স্ত্রী একসঙ্গে থাকার নির্দেশ ও তা অমান্য করেছিলেন তা খতিয়ে দেখা প্রয়োজনীয়। এক্ষেত্রে যা পরিস্থিতি ছিল তাতে স্ত্রীকে ভরণপোষণের অধিকার থেকে স্বামী বঞ্চিত করতে পারে না।
সুপ্রিম নির্দেশ
১০ হাজার টাকা ভরণপোষণ দেওয়ার আদেশ পুনর্বহাল রাখলেও ঝাড়খণ্ড হাইকোর্টের বাকি নির্দেশ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ- রিনা নিরাপরাধ। দীনেশকে ভরণপোষণ দিতে হবে ২০১৯ সালের ৩ অগাস্টে তারিখ থেকে। কারণ, ওই দিনই রিনার আবেদনের তারিখ হিসাবে গ্রাহ্য হয়েছে। তিন কিস্তিতে বকেয়া ভরণপোষণ শোধ করা যাবে।
নানান খবর
নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব