সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১২ জানুয়ারী ২০২৫ ১০ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জয় তাঁর দলের খেলোয়াড়দের নিজেদের উপর আস্থা রাখারই ফল। এমনটাই মনে করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রেই চের্নিশভ।
বেঙ্গালুরুতে ম্যাচের শেষ দিকে এক দুর্দান্ত ফ্রি-কিকে গোল দিয়ে ক্লাবের ১১ ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতার অবসান ঘটান উজবেকিস্তানের মিডফিল্ডার মির্জালল কাসিমভ। এই গোলেই লিগে মহমেডানের দ্বিতীয় জয় নিশ্চিত হয়। এই অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ জয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটি পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থান থেকে উঠেও এসেছে।
বেঙ্গালুরু এফসি বলের দখল বজায় রেখে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মহমেডান সেট-পিস থেকে তাদের সুযোগ কাজে লাগিয়ে নেয়। কাসিমভের নিখুঁত ফ্রি-কিক বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। অন্য দিকে, মহামেডানের গোলকিপার পদম ছেত্রী অসাধারণ পারফরম্যান্স দেখান। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে টানা তৃতীয় বার গোল অক্ষত রাখেন তিনি।
তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চের্নিশভ তাঁর দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং পরিকল্পনা কার্যকর করতে পারার জন্য দলের ফুটবলারদের প্রশংসাও করেন। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আমাদের খেলোয়াড়দের বুঝিয়েছিলাম কী করতে হবে, এবং তারা আজকের ম্যাচে যেভাবে খেলেছে, যেভাবে পরিশ্রম করেছে, তাতে আমি খুব খুশি। ওরা বিশ্বাস করেছিল, আমিও বিশ্বাস করেছিলাম যে আমরা পরিস্থিতি একদিন বদলাতে পারব।''
দীর্ঘ পাঁচ ম্যাচ গোলহীন থাকার পর এতদিনে গোল পেল সাদা-কালো ব্রিগেড। এই প্রসঙ্গে কোচ বলেন, “আমরা গোল করতে শুরু করেছি, জয় পেতে শুরু করেছি। কারণ, আমি জানি এই খেলোয়াড়রা খুবই ভাল এবং তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আমার স্টাফদেরও ধন্যবাদ, যারা বেঞ্চ থেকে আমাকে অনেক সাহায্য করেছে; এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা সত্যিই খুশি।”
এই জয়ের ফলে মহমেডান টানা তিন ম্যাচে অপরাজিত রয়েছে এবং টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে। চলতি লিগের অন্যতম সেরা দল ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এ বার দ্বিতীয় স্থানে থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মাঠে নেমে জিতল তারা। তিনটি দল চলতি লিগে সব মিলিয়ে ৮৭টি গোল করেছে। এই তিন দলের বিরুদ্ধে গোল অক্ষত রাখা যথেষ্ট কৃতিত্বের।
বছরের শুরু থেকে পারফরম্যান্সে এই উন্নতি প্রসঙ্গে চেরনিশভ বলেন, “আমাদের অনেক খেলোয়াড় আইএসএল অভিজ্ঞতা ছাড়াই এই লিগে খেলছে এবং আমাদের সময়ের প্রয়োজন ছিল। আমি সবাইকে বলেছিলাম, আমাদের সময় দিতে হবে। এখন আমরা শারীরিকভাবে ভাল অবস্থায় আসতে শুরু করেছি। এখন আমরা দলের মধ্যে একে অপরকে ভালভাবে বুঝতে শুরু করেছি এবং খেলোয়াড়রা এখন জানে মাঠে নেমে তাদের কী করতে হবে। ১৫ দিনে একটা দল তৈরি করা যায় না এবং রাতারাতি ভাল খেলতে পারাও যায় না। তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমাদের এ ভাবেই এগিয়ে যেতে হবে।”
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও