বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান

Sampurna Chakraborty | ১১ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে নামার আগেই মোহনবাগানের জন্য সুখবর। লিগ শিল্ডের দৌড়ে আরও এগিয়ে গেল হোসে মোলিনার দল। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ১-০ গোলে হারাল মহমেডান স্পোর্টিং‌।‌ ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন মিরজারোল কাসিমভ। যার ফলে ১৫ ম্যাচে ২৭ পয়েন্টেই আটকে থাকল বেঙ্গালুরু। ব্যবধান আরও বাড়ল মোহনবাগানের সঙ্গে। অন্যদিকে ১৫ ম্যাচে ১০ পয়েন্ট কলকাতার প্রধানের। ঘরের মাঠে সুনীলদের কাছে ১-২ গোলে হেরেছিল মহমেডান।‌ এবার তার বদলা নিল। পাঁচ বছর পর কলকাতার ক্লাবকে একই মরশুমে দু'বার হারানোর সুযোগ ছিল বেঙ্গালুরুর সামনে। ২০১৮-১৯ মরশুমে এটিকেকে দু'বার হারায় সুনীলরা। কিন্তু এবার আরেক কলকাতার দলের বিরুদ্ধে সেই স্বপ্নপূরণ হল না। শেষ পাঁচ ম্যাচে গোল পায়নি মহমেডান। কিন্তু জোড়া ড্রয়ের পর অবশেষে জয়ে ফিরল।‌

প্রথম পর্বে মহমেডানকে ২-১ গোলে হারিয়েছিল বেঙ্গালুরু। সেদিন পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে বাজিমাত করেন সুনীল ছেত্রী। একটি গোল করেন, অন্যটি করান। কিন্তু ঘরের মাঠে প্রথম একাদশে ছিলেন সুনীল। বেশ কয়েকটা সুযোগও পান। কিন্ত এদিন কাজে লাগাতে পারেননি। একটি দর্শনীয় বাইসাইকেল কিকও মারেন। কিন্তু ফলপ্রসূ হয়নি। গোলের নীচে দুর্দান্ত পদম ছেত্রী। ৫৮ মিনিটে সুনীলের নিশ্চিত গোল বাঁচান মহমেডান গোলকিপার। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামসের শট বাঁচান পদম ছেত্রী। মহমেডানের প্রথম পজিটিভ সুযোগ ২৪ মিনিটে। ফ্রাঙ্কার শট বিপক্ষের পায়ের জঙ্গলে ব্লক হয়ে যায়। প্রথমার্ধে গোলের নীচে অনবদ্য মহমেডান কিপার। প্রশংসা করতে হবে রক্ষণেরও। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হলেও তেকাঠিতে ঢোকেনি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কলকাতার প্রধানের সামনেও। কিন্তু অ্যালেক্সিস গোমেজের শট পোস্টে লাগে। বেশ কয়েকটা সুযোগ পায় বেঙ্গালুরুও। কিন্তু কাজে লাগাতে পারেনি। নব্বই মিনিটের শেষে তার জন্য আফশোস হবে সুনীলদের। তবে আন্দ্রে চের্নিশভের দলের প্রশংসা করতে হবে। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে গুটিয়ে থাকেনি সাদা কালো ব্রিগেড। আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। শেষমেষ তারই ফল মিলল।‌

 

 


Mohammedan Sporting Bengaluru FCIndian Super League

নানান খবর

নানান খবর

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের কোচ

পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জয়কেই এগিয়ে রাখলেন স্টুয়ার্ট

'ওদের ভয় পাওয়া উচিত, আমরা মোহনবাগান,' জামশেদপুর যাওয়ার আগে হুঙ্কার মোলিনার

রাসেল কি তবে অবসর নিচ্ছেন! ক্যারিবিয়ান তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট জন্ম দিল নতুন জল্পনার

কথা বলছে না রোহিতের ব্যাট, নাইটদের ম্যাচের শেষে নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ আলোচনায় হিটম্যান, ভিডিও ভাইরাল

সরে দাঁড়ালেন ব্রেথওয়েট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমূল পরিবর্তন

অভিষেকে স্বপ্নের স্পেল অশ্বিনীর, মুম্বইকে সামনে দেখেই ফের থরহরি কম্প কেকেআরের

অভিষেকে স্বপ্নের স্পেল অশ্বিনীর, মুম্বইকে সামনে দেখলেই জবুথবু দশা কেকেআরের

চেন্নাইকে হারিয়ে বিরল নজির গড়ে ফেললেন অধিনায়ক পরাগ, এই কৃতিত্ব নেই বিরাট বা রোহিতেরও 

টস জিতে প্রথমে বোলিং মুম্বইয়ের, ইমপ্যাক্ট প্লেয়ার রোহিত, কেকেআরের প্রথম একাদশে ফিরলেন নারিন

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া