শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Panchayat samiti karmadhyaksha arrested for opening fire and beat up a government official

রাজ্য | নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ

AD | ১১ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: গ্রামবাসীর উপর গুলি চালানোর ঘটনায় শুক্রবার মুর্শিদাবাদের নওদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ সহ মোট পাঁচজন। 

ওই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পুলিশ নওদা পঞ্চায়েত সমিতির এক ক্যাশিয়ারকে  অফিসের মধ্যেই মারধর করার অভিযোগেও মামলা রুজু করেছে। ধৃত কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ বাকি অভিযুক্তদের শনিবার বহরমপুর সিজেএম আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পেশ করা হলে বিচারক তাদের ১২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

গত ৪ জানুয়ারি নওদা থানার সর্বাঙ্গপুর- পূর্বপাড়ায় একটি ঠাকুর পুজোর বিসর্জনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি গাড়িকে 'সাইড' দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বিসর্জনে অংশ নেওয়া গ্রামবাসীদের বচসা হয়। সেই সময় কয়েকজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।  এই ঘটনায় রিন্টু বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়ে যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এবং তাঁর অনুগামীদের। 

শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রসাদ যাদব সফিউজ্জামানকে নিজের অফিসে ডেকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। বহরমপুরে পুলিশ তাঁর গাড়িতে তল্লাশিও চালায়। এরপরই গ্রেপ্তার হয় বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ বাকিরা। 
সর্বাঙ্গপুরে গুলি চালানোর ঘটনায় আগেই সেহেরুল শেখ নাম এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেহেরুলকে জিজ্ঞাসাবাদেই গুলি চালানোর ঘটনার দিন সর্বাঙ্গপুরে তমাল এবং বাকিদের উপস্থিতির কথা জানা গিয়েছে ।

অন্যদিকে গত ৯ তারিখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল ইসলাম পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ার তন্ময় দাসকে কোনও কারণে বারবার ফোন করলেও তিনি সময় মত ফোন ধরেননি। এই 'অপরাধে' সেদিনই তাঁকে অফিসের মধ্যে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনাতেও নাম জড়িয়ে যায় তমাল শেখের। 

নওদা থানার এক আধিকারিক জানান, 'পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে সর্বাঙ্গপুরে গুলি চালানো এবং পঞ্চায়েত সমিতির  মধ্যে ক্যাশিয়ার তন্ময় দাসকে মারধর করার অভিযোগ রয়েছে।দু'টি পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'

নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ খান বলেন, 'গোটা ঘটনা দল ভাল চোখে দেখছে না। ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে সবকিছু জানানো হয়েছে।'


#MurshidabadZillaParishad#Murshidabad#Crime



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...

১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...

ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...

স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা, ভেঙে যাচ্ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে, পথে নামল গোটা গ্রাম...

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25