সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৩Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: ডার্বিকে কেন্দ্র করে কোনও উন্মাদনা নেই গুয়াহাটিতে। কিন্তু প্রায় হাজার কিলোমিটার দূরে কলকাতায় বসে যেন সেই আঁচ পাচ্ছেন ডগলাস সিলভা। গলায় সেই উচ্ছ্বাস, উন্মাদনা ধরা পড়ল। যা হয়তো বর্তমান ফুটবলারদের মধ্যেও পাওয়া যাবে না। ব্যারেটো, ডগলাসদের কাছে ডার্বির মাহাত্ম্য বরাবরই আলাদা। এই একটা ম্যাচ খেলার জন্য তাঁরা অপেক্ষা করে থাকত। চোটমুক্ত হয়ে মাঠে নামতে বেশ কয়েকবার ইঞ্জেকশন নিয়েও খেলেছেন। কিন্তু বর্তমান ফুটবলারদের মধ্যে সেই আবেগ নেই। নেই সেই দায়বদ্ধতাও। ডার্বি তাঁদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। এই বিষয়টা মেনে নিতে পারছেন না ডগলাস। দুই প্রধানেই খেলেছেন। কিন্তু মনে-প্রাণে ইস্টবেঙ্গল। কোনওদিন ডার্বি হারেননি। চান মাঠে নেমে দলের স্বার্থে প্রাণপাত করে দিক ফুটবলাররা। ডগলাস বলেন, 'আত্মত্যাগের ডার্বি হওয়া উচিত ইস্টবেঙ্গল ফুটবলারদের। শেষ কয়েক বছর ধরে দেখছি ফুটবলাররা ইস্টবেঙ্গলের জার্সির ওজন বোঝে না। ডার্বির আগে আমাদেরও চোট লাগত। কিন্তু আমরা ডার্বি খেলার আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু এখনকার ফুটবলারদের মধ্যে আমি সেই তাগিদ, দায়বদ্ধতা দেখি না। পা ভাঙার পর আমি ইঞ্জেকশন নিয়েও খেলেছি। কিন্তু এখনকার প্লেয়াররা ডার্বি নিয়ে ভাবেই না। পরে একদিন এর মাহাত্ম্য বুঝতে পারবে। তখন আফশোস হবে।'
আনোয়ার আলির না থাকা যে মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ সেটা বুঝতে ফুটবল পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তবে লাল হলুদের দুই বিদেশি ডিফেন্ডারের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ ডগলাস। তাঁদের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন। ডগলাস বলেন, 'আনোয়ার আলির না থাকা মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ। দু'জন সেন্টারব্যাক হেক্টর এবং হিজাজি মন্থর। কিছুটা নরমও। বিদেশিদের মতো খেলে না। ভারতীয় ফুটবলারদের সঙ্গে দুই বিদেশি স্টপারের মানে কোনও পার্থক্য নেই। এটা শুধু আমি বলছি না, অনেকেই বলে। এরকম হলে বিদেশিদের বদলে ভারতীয় ফুটবলারদের নিয়েই খেলা উচিত। দলের ডিফেন্ডারদের আত্মবিশ্বাস তলানিতে। তাই আনোয়ারের না থাকা খুব বড় ক্ষতি।'
খাতায় কলমে মোহনবাগান যে এগিয়ে সেটা অস্বীকার করার জায়গা নেই। হোসে মোলিনার দলকে রোখা যে একপ্রকার অসম্ভব, সেটাও কথাবার্তায় বুঝিয়ে দিলেন। আইএসএলের প্রথম ডার্বিতে জিতেছিল মোহনবাগান। তবে এবার জিততে না পারলেও, ম্যাচ হারা চলবে না। ডার্বির প্রাক্কালে ফুটবলারদের উদ্দেশে বার্তা ইস্টবেঙ্গলের প্রাক্তনীর। ডগলাস বলেন, 'মোহনবাগান অনেকটাই এগিয়ে। তবে কোচের স্ট্র্যাটেজির ওপর অনেক কিছু নির্ভর করবে। না জিততে পারলেও, ডার্বি হারা যাবে না। প্রয়োজনে ডিফেন্সিভ গেম খেলুক। ম্যান মার্কিং করতে হবে। যারা গোল করছে তাঁদের নয়, যারা সাপ্লাই করছে তাঁদের। মোহনবাগানের মাঝমাঠ খুব ভাল। ডিফেন্ডাররা গোল করছে। সংগঠিত দল। তবে এটা ডার্বি। যা সবসময় ৫০-৫০। আমাদের অতীত ভুলে এগিয়ে যেতে হবে। কে একনম্বরে আছে, কে লিগের শেষদিকে আছে, তাতে কিছু যায় আসে না। একটা মুহূর্ত পার্থক্য গড়ে দিতে পারে।' মস্তিষ্ক বলছে মোহনবাগান, হৃদয় বলছে ইস্টবেঙ্গল। তবে বাস্তবের মাটিতে পা ডগলাসের। বলছেন, ডার্বি ড্র করতে পারলে, সেটাই হবে ইস্টবেঙ্গলের নৈতিক জয়।
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও