শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা, ভেঙে যাচ্ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে, পথে নামল গোটা গ্রাম

Kaushik Roy | ১১ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে সরকারি 'খাস' জমি থেকে মাটি কেটে নিচ্ছে  মুর্শিদাবাদের বহরমপুর থানার রাজধরপাড়া অঞ্চলের বেশ কিছু মাটি মাফিয়া। গত কয়েকদিন ধরে ক্রমাগত এই ঘটনা চলতে থাকায় শনিবার পথে নামলেন নগরাজোল - মাঠপাড়া  গ্রামের বাসিন্দারা। শনিবার সকালে মাটি কেটে নিয়ে যখন কিছু মাটি মাফিয়া ট্রাক্টরে করে তা পাচার করার চেষ্টা করেছিল সেই সময় গ্রামবাসীরা বাধা দেন। আটকে দেওয়া হয় মাটি ভর্তি ট্রাক্টরগুলো। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে রাজধরপাড়া অঞ্চলের বোয়ালিয়াডাঙ্গা, মাঠপাড়া, নগরাজোল-সহ বেশ কিছু এলাকার সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে প্রকাশ্য দিবালোকে 'অর্থ মুভার'  ব্যবহার করে মাটি কেটে নিচ্ছে বেশ কিছু মাটি মাফিয়া।

 

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে নাগরাজোল থেকে শীলপুকুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেআইনিভাবে কাটা মাটি নিয়ে ট্রাক্টর চলায় নতুন তৈরী হওয়া এই রাস্তা ইতিমধ্যে ভেঙে যেতে শুরু করেছে।  আর এই কারণেই বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের বক্তব্য, স্বাধীনতার ৭৫ বছর পর এলাকার মানুষ গ্রামে প্রথম পাকা রাস্তা দেখতে পেয়েছেন। কিন্তু মাটি মাফিয়াদের দাপটে সেই রাস্তাও ভেঙে যাচ্ছে। শনিবার সকালে বিক্ষোভ দেখানোর সময় স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করার বিষয়টি নিয়ে আমরা একাধিকবার আবেদন জানিয়েছি।

 

কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে প্রশাসন সব জেনেও সরকারি জমি থেকে এবং বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করতে এবং বেআইনিভাবে চলা ট্রাক্টরগুলোকে আটকে দিতে বাধ্য হয়েছি। তৃণমূল কংগ্রেসের রাজধরপাড়া অঞ্চল সভাপতি রবিউল ইসলাম বলেন,' আমরা জেনেছি সরকারি জমি নয়, ব্যক্তিগত জমি থেকে কিনে   কিছু মানুষ ওই গ্রাম থেকে মাটি তুলে অন্যত্র পাঠাচ্ছিল। এর পাশাপাশি পঞ্চায়েত অফিস তৈরির জন্য কিছু মাটির প্রয়োজন ছিল ,তা ওই এলাকা থেকে নেওয়া হচ্ছিল। তবে স্থানীয় গ্রামবাসীরা বাধা দেওয়াতে আপাতত ওই এলাকা থেকে মাটি নেওয়ার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।'


#Local News#Murshidabad News#WB News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...

ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...

বেপরোয়া গতির মোটরসাইকেল, ফের প্রাণ কাড়ল দুই স্কুল পড়ুয়ার...

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25