শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন

Kaushik Roy | ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: হরিহরপাড়া ও ক্যানিংয়ের পর বনগাঁ। জঙ্গি সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সোয়াব মিঞা, হাসান মিঞা ও ইয়াসিন সরকার। তাদের বাড়ি বাংলাদেশে। ধৃতদের সঙ্গে অস্ট্রেলিয়া যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। শুক্রবার বনগাঁ মহাকুমা আদালত ওই তিনজনকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ অশান্ত হয়ে ওঠার পর সে দেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা চোরাপথে ভারতীয় সীমানায় ঢুকে নাশকতার ছক করছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।

 

সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা চোরাপথে ভারতীয় সীমানায় ঢুকে নাশকতার ছক কষে ছিল বলে পুলিশ জানিয়েছে। তারপর থেকে বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরেও উদ্বেগ বাড়ে। বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ শহরের তাঁবু খাটানো শাল বিক্রেতাদের ওপর নজর রাখার জন্য পুলিশকে চিঠি দিয়েছিলেন। তড়িঘড়ি পুলিশও সতর্ক হয়ে ওঠে। 

 

বৃহস্পতিবার রাতে বনগাঁর কলমবাগান এলাকায় সন্দেহজনক তিন যুবককে স্থানীয় বাসিন্দারা ঘোরাঘুরি করতে দেখেন। খবর পেয়ে পুলিশ ওই তিন যুবককে প্রথমে আটক করে। তাদের নাম সোয়াব মিঞা, হাসান মিঞা ও ইয়াসিন সরকার। তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া, নড়াইল ও গাজিপুরে। রাতভর তাদের জেরা করে বেশ কিছু তথ্য পায়। ধৃতদের ভারতীয় সীমানায় ঢোকার বৈধ কোনও পাসপোর্ট ও ভিসা ছিল না। অথচ অস্ট্রেলিয়ার বেশ কিছু নথিপত্র সঙ্গে ছিল। তাদের কথাবার্তাও বেশ সন্দেহজনক।

 

শুক্রবার সকালে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠায়। আদালত তাদের সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, 'অশান্ত বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সন্দেহজনক লোকজন ভারতীয় সীমানায় ঢুকে পড়ছে। তারা নানারকম নাশকতামূলক কাজকর্ম করে আবার সে দেশে ফিরে যাচ্ছে। কলমবাগান এলাকা থেকে তিনজন সন্দেহভাজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে অস্ট্রেলিয়া সরকারের বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। আদালত তাদের সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।'


#West Bengal News#India-Bangladesh#Local News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

গঙ্গাস্নান সেরে ফিরেই অঘটন, ভাগ্যের পরিহাসে শিকলে বাধা সেলিমের জীবনের ২৪ বছর...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25