বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৩ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়েছেন বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন। কর্মীদের রবিবারেও কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে ৫১ কোটি টাকা বেতন পেয়েছেন। যা এলঅ্যান্ডটি-র একজন মধ্যবেতনের কর্মীর ৫৩৪ গুণ।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত অর্থবর্ষে সুব্রহ্মণ্যনের বেতন ছিল ৩.৬ কোটি টাকা। অন্যান্য বরাদ্দ বাবদ আরও ১.৬৭ কোটি টাকা। কমিশন বাবদ পেয়েছেন ৩৫.২৮ কোটি টাকা। অবসরকালীন বরাদ্দ বাবদ সাড়ে ১০ কোটি টাকা। মোট ৫১ কোটি টাকা। অপর দিকে, গত অর্থবর্ষে একজন এলঅ্যান্ডটি কর্মীর গড় বেতন ছিল ৯.৫৫ লক্ষ টাকা।
কয়েকদিন আগে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যন বলেন, ''আমার আফশোস, আমি কর্মীদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদিও তা করাতে পারি আমার চেয়ে খুশি কেউ হবে না। কারণ আমি নিজেও রবিবার কাজ করি।'' তিনি আরও বলেন, ''বাড়িতে বসে থেকে কী করবেন? কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে বসে থাকবেন? অফিসে আসুন কাজ শুরু করে দিন।'' এমনকি তিনি পরামর্শ দেন সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার জন্য। এই মন্তব্যের পরেই তাঁকে নফোসিস কর্তা এন আর নারায়ণমূর্তির সঙ্গে তুলনা করা শুরু হয়। নারায়ণমূর্তিও কর্মীদের ৭০ ঘণ্টা কাজের কথা বলে কটাক্ষের মুখে পড়েছিলেন।
সুব্রহ্মণ্যনের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন কেন স্বল্প বেতনের কর্মীরা সিইও-দের মতো বেশি সময়ে কাজ করবেন। একজন লিখেছেন, চিনের সঙ্গে প্রতিযোগিতা করার কোনও ইচ্ছে নেই। তাদের সেরা হতে দিন। এমন কিছু পার্থক্য তৈরি হবে না। আমি আমার সীমিত সময়টুকু পরিবারে সঙ্গে, আমার প্রিয়জনের সঙ্গে কাটাতে চাই।'' অন্য একজন লিখেছেন, ''এই জন্যই ভারতে সরকারি চাকরির এত চাহিদা। বেসরকারি সংস্থাগুলি কর্মীদের শুধু শোষণ করতে পারে।'' কর্মীদের পাশে দাঁড়িয় সুব্রহ্মণ্যনের মন্তব্যের সমালোচনা করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সুব্রহ্মণ্যনের ৯০ ঘণ্টা কাজের নিদান দেওয়ার মন্তব্যকে ঘিরে হওয়া সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছে এলঅ্যান্ডটি। চেয়ারম্যানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সংস্থাটি জানিয়েছে, দেশের বিকাশের জন্য অসাধারণ প্রচেষ্টার প্রয়োজন এবং বিশেষ করে একটি জাতির উন্নয়নের জন্য বর্তমান সময়ে কর্মীদের আরও বেশি শ্রম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নানান খবর

নানান খবর

বন্ধ ঘরে চুমুতে মগ্ন যুগল, দরজা খুলেই আঁতকে উঠলেন বাবা, শেষমেশ পরিণতি যা হল...

৩০-এর বেশি ছাত্রীকে যৌন হেনস্থা, পর্ন সাইটে শেয়ার অশ্লীল ভিডিও, যোগীরাজ্যের অধ্যাপকের কুকীর্তি ফাঁস

‘কেওয়াইসি’ নিয়ে বড় সিদ্ধান্ত! ব্যাঙ্কগুলিকে কী নির্দেশ দিলেন আরবিআই গভর্নর

ইউটিউব দেখে প্রশিক্ষণ, ৫৯ বছরের ভারতীয় মহিলা বয়সকে তুচ্ছ করে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে!

মোবাইলের ‘সার্চ’ অপশনে গিয়ে ক্লিক করছেন, এই শব্দটি লিখলেই সর্বনাশ

স্বামীকে ছেড়ে জামাইবাবুর সঙ্গে প্রেম! সমাজকে অস্বীকার করে শ্যালিকার সঙ্গেই থাকার সিদ্ধান্ত যুবকের

'দু'বার জুতোপেটা করা হোক', তরুণীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে শাস্তির নিদান উত্তরপ্রদেশের পঞ্চায়েতের, বিতর্ক

"ড্রাগন এবং হাতির মধ্যে ব্যালে নৃত্য", প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া বেজিংয়ের, কীসের ইঙ্গিত?

উপজাতি নেতার উপর অপরিচিতদের হামলা, ফের অশান্ত মণিপুর, চূড়াচাঁদপুরে জারি ১৬৩ ধারা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকা: আরও ছয়টি কেন্দ্র যুক্ত করল ভারত, কোনগুলি?

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড