শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি

RD | ০৯ জানুয়ারী ২০২৫ ২১ : ০২Rajit Das


অতীশ সেন: বৃহস্পতিবার সারদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে কাটিকে বিকেলে আবারও জঙ্গলে ফিরল দুই দাঁতাল হাতি। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দাঁতাল ফালাকাটা শহররের পাশাপাশি শহরতলীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো। এর আগেও নানা সময়ে ফালাকাটা শহরে হাতি ঢুকেছিল, তবে তার বেশিরভাগ ঘটনাই ছিল রাতের বেলার। বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ফুটেজে রাতে শহরে হাতির ঢুকে পড়ার ছবি দেখা গিয়েছিল। তবে এবার দু'টি হাতি যেভাবে সারাদিন শহরে চষে বেড়ালো তাতে শহরবাসীর কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে। 

জানা গিয়েছে বুধবার রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রাম হয়ে হাতির একটি দল পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে চলে আসে। এই গ্রামগুলিতে অধিকাংশ জমির ধান এখন কাটা হয়ে গিয়েছে। ফলে সেখানে কোনও খাবার না পেয়ে হাতির দলটি মেজবিল গ্রামে ঢুকে পড়ে রণজিৎ মণ্ডল নামে এক সবজি চাষির ক্ষেতে হামলা চালায়। এর পর গুদামটারি এলাকা হয়ে ঢুকে পড়ে শহরে। ফালাকাটা গার্লস হাইস্কুলের দেওয়াল ভাঙার পাশাপাশি  শহরের ভেতর দিয়ে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা বিভিন্ন জায়গার লোহার রেলিং ভেঙে ফেলে দুই হাতি। সকালে মানুষের তাড়া খেয়ে ফালাকাটার সুভাষপল্লির ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়েছিল হাতি দু'টি।

ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা শহরে পৌঁছে হাতি দু'টিকে শহর থেকে বাইরে বের করার চেষ্টা শুরু করে। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভীন কাসোয়ান ঘটনাস্থলে চলে আসেন। ফালাকাটা থানার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয়। 

বন্য হাতি দু'টিকে বাগে আনতে দু'টি কুনকি হাতিও নিয়ে আসা হয়। ১৬৩ ধারা জারি করে রাস্তা দিয়ে বাইরের লোকদের শহরে ঢোকার উপর এ দিন নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বেশিরভাগ স্কুলেই এ দিন পড়ুয়ার সংখ্যা ছিল হাতেগোনা। সুভাষপল্লী-সহ শহরের একটা বড় এলাকার মানুষ এদিন গৃহবন্দী অবস্থাতেই সারাদিন কাটালেন। বিকেল নাগাদ হাতি দু'টিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। সুভাষপল্লীর কাছেই রয়েছে রেল লাইন। কোনও রকম দূর্ঘটনা এড়াতে বনদপ্তরের অনুরোধে বিকেলে প্রায় আধ ঘন্টা ফালাকাটা-কোচবিহার রেলপথে সমস্ত রেল চলাচল বন্ধ রাখে রেল দপ্তর। বিকেলে সব ধরনের সাবধানতা অবলম্বন করে বনকর্মীরা হাতি দু'টিকে তাড়িয়ে জলদাপাড়ার জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন।


#elephants#elephantsfalakata# #twowildelephantsreturnedtoforestinafternoonaftervisitingatfalakatatown



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

নকল নথি দিয়ে তৈরি হচ্ছিল জাল পাসপোর্ট, পুলিশের জালে তিন অভিযুক্ত...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...



সোশ্যাল মিডিয়া



01 25