শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Popular bengali actor ritwick chakraborty exclusively talks about his upcoming movie bhaggyolokkhi and sohini sarkar

বিনোদন | Exclusive: ফ্যানেরা ‘ভাগ্যলক্ষ্মী’, টক্সিক ফ্যানেরা নয়, নতুন ছবি নিয়ে অকপট ঋত্বিক

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৯ জানুয়ারী ২০২৫ ১৫ : ২৬Rahul Majumder


রহস্য- রোমাঞ্চের দুনিয়ায় বহু দিন হল পা রেখেছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁকে ইতিউতি দেখা গিয়েছে অপরাধ জগতের অলিগলিতেও। এবার তিনি সেখানে টেনে আনলেন পরিচালক মৈনাক ভৌমিককেও। ছবির নাম ‘ভাগ্যলক্ষ্মী’। একে রহস্য রোমাঞ্চে রক্ষা নেই, তার উপর এই ছবিতে দোসর হিসাবে রয়েছে মাদককাণ্ড-ও। সবমিলিয়ে টানটান ব্যাপার। সেসব নিয়ে আরও একটু বেশি শুনতে আজকাল ডট ইন হাজির হয়েছিল ঋত্বিক চক্রবর্তীর কাছে। সেসব নিয়ে কথা হওয়ার পাশাপাশি আশেপাশে ঘটে চলা সাম্প্রতিক বিতর্ক-ও উঠে এল এই আড্ডায়। এবং সেই বিষয়েও নিজের সুচিন্তিত ব্যাখ্যা স্পষ্টভাবে দিলেন অভিনেতা। বোঝা গেল, জীবন বদলায়, সময় বদলায় কিন্তু বদলায় না ঋত্বিক চক্রবর্তী...

প্রশ্ন: ঋত্বিক চক্রবর্তীকে ফোনে পাওয়াই তো দুরূহ ব্যাপার। সেখানে আস্ত সাক্ষাৎকার। কী প্রশ্ন দিয়ে শুরু করব ভাবছি...

ঋত্বিক: (জোরে হেসে) ফোন ধরার ব্যাপারে না আমার সত্যি একটা অনীহা কাজ করে। জানি, বিশ্রী ব্যাপার।  আসলে সবকিছু নিয়ে সংবাদমাধ্যমে মতামত দিতে হবে, এই ব্যাপারটাতেই আমি বিশ্বাসী নয়। তাই বলে এই নয় যে সব বিষয়ে আমার কোনও নিজস্ব মত নেই। 


প্রশ্ন: মিঠুন চক্রবর্তীর ‘দুষ্টু ছেলে’ থেকে ‘ভাগ্যলক্ষ্মী’র মধ্যবিত্ত 'সত্য’? 

ঋত্বিক: হ্যাঁ। ‘সত্য কিন্তু নিপাট মধ্যবিত্ত। আমার-আপনার আশেপাশে থাকা খানিক হিসাব করে চলা, খানিক চাপে থাকা আর পাঁচটা মধ্যবিত্ত সংসারে একটা ছেলের মতো। 

প্রশ্ন: আচ্ছা, ‘ভাগ্যলক্ষ্মী’কে বাছলেন কেন? প্লিজ শুধু চিত্রনাট্যের দোহাই দেবেন না। 

ঋত্বিক: (হেসে) না, না বলছি। দেখুন, চিত্রনাট্য সত্যিই ভাল লেগেছিল, এটা একটা কারণ। তার উপর পরিচালক মৈনাক ভৌমিক। আমরা তো ভাল বন্ধুও। ওর সঙ্গে কাজ করতে তাই সবসময় ভাল লাগে। মৈনাকের ছবিতে সবসময় একটা নতুনত্ব থাকে। সেইটা বেশ ইন্টারেস্টিং। আর এই ছবি শুধুই কিন্তু থ্রিলার নয়, একইসঙ্গে খুবই ডার্ক কমেডি। মানে একটা ছবিতেই রহস্য আর ডার্ক-কমেডির স্বাদ পাবে, এমন ছবি বাংলার দর্শক আগে দেখেননি। আমিও এ ধরনের কোনও ছবিতে অভিনয় করিনি। আর একটা বিষয় এখানে বলার আছে...

 

 

প্রশ্ন:  হ্যাঁ, বলুন না। 

ঋত্বিক: এই ছবি তো এক মধ্যবিত্ত দম্পতিকে ঘিরে, যাদের বিত্ত সবসময়ই কমের দিকে। হিসাবের জীবন। সেই মানুষদের জীবনের সঙ্গে যখন হঠাৎ কোনও ভয়ঙ্কর ক্রাইম জড়িয়ে যায়, বিস্তর টাকাপয়সাও জড়িত থাকে তখন তাঁদের কী হয়? কেমন হয়? এই যে প্রশ্ন, এটাও কিন্তু মধ্যবিত্ত জীবনের একটা আকাঙ্খা-ও বটে! তার উপর এই ছবিতে বাস্তবের রগরগে কিছু বিষয় নিয়েও তোলা হয়েছে প্রশ্ন, খানিক মজার মোড়কে। 

 

প্রশ্ন: বাংলা ছবির দর্শকের যে অংশের কাছে ডার্ক কমেডির অর্থ বলিউডের সব ডার্ক-কমেডি ছবি। তাঁরা কি ‘ভাগ্যলক্ষ্মী’তে সেরকম ছবির নানান উপাদানের আঁচ পাবেন?

ঋত্বিক: ভাল প্রশ্ন। দেখুন, এই শব্দবন্ধগুলোর যে আলাদা করে বিরাট গুরুত্ব রয়েছে এমনটি নয়। এই ছবি ডার্ক-কমেডি কতটা হল, তার থেকে এই ছবি উপভোগ্য হয়ে উঠল কি না সেটাই বেশি গুরুত্বপূর্ণ। দর্শক তো একটা ভাল গল্প শুনতে চান, কিছুটা সুন্দর সময় কাটাতে চান প্রেক্ষাগৃহে, সেটা হচ্ছে কি না ছবিশেষে তা-ই কিন্তু আসল। ‘ভাগ্যলক্ষ্মীতে’তে তা পুরো মাত্রায় আছে বলেই আমার মনে হয়। 

 

প্রশ্ন: ঋত্বিক চক্রবর্তী-মৈনাক ভৌমিক কম্বিনেশনের ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা প্রতিবারই উঁচু তারে বাঁধা হয়ে যায়। এই চাপটা সামলান কীভাবে?  

ঋত্বিক: আমাদের জুটির ছবিকে কেন্দ্র করে দর্শক যে প্রত্যাশা রাখেন, তা নিঃসন্দেহে আমার কাছের আনন্দে। কিন্তু ছবির শুটিং করার সময় এই বিষয়টা মাথায় রাখলে তো কাজ-করতে পারব না ঠিক করে (হাসি)। আমাকে তো তখন আমার চরিত্রটা হতে হবে, সেই সময়ে দর্শকের ভাল লাগা-মন্দ লাগা মাথায় রাখলে চলবে না। তাই রাখি না (হাসি)।  অন্যদিকে, মৈনাক আর আমি একসঙ্গে তো দু’জনে বহু ছবিতে কাজ করেছি। এক সময় ও আর আমি পরপর ছবিতে কাজ করে গিয়েছি। সুতরাং আমাদের মধ্যে বোঝাপড়াটা চমৎকার। তার উপর আমাদের অনেক দিনের বন্ধুত্ব। সেই চলো লেটস গো থেকে মৈনাকের সঙ্গে আমার আলাপ। ও তখন সেই ছবির সম্পাদক। অভিনেতা হিসাবে খুব-ই সাহায্য করে, কারণ পরিচালকের নির্দেশ বা ঠিক কী চাইছে আমার থেকে, চট করে বুঝে ফেলি। 

প্রশ্ন: ‘ভাগ্যলক্ষ্মী’ শুটিংয়ের কোনও মজার অভিজ্ঞতা রয়েছে?

ঋত্বিক: আমার কাছে পুরো শুটিংটা একেবারেই মজার নয় (হাসি)। প্রচণ্ড পরিশ্রম হয়। অভিনীত চরিত্রটার সঙ্গে একাত্ম হতে হয়। তার উপর বাংলা ছবি খুব কম দিনের মধ্যে শুট করতে হয়, তাই সাংঘাতিক চাপ থাকে শুটিংয়ের সময়। তো, তার মধ্যে সহজাত ক্ষমতায় চেষ্টায় করি পুরো বিষয়টি মজায় মজায় করে ফেলতে, হালকা চলে ঝটপট কাজ শেষ করতে। এইটুকুই। ও হ্যাঁ, তবে মৈনাক যেহেতু বন্ধু শুটিংয়ের মাঝে সামান্য ফাঁক পেলে তাই আড্ডা চলত। সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি, গসিপ।  

 

প্রশ্ন: ঋত্বিক চক্রবর্তীর কেরিয়ারে তো এই ছবি প্রথম ডার্ক-কমেডি। তার উপর বাংলায় এক ছবিতে রহস্য-রোমাঞ্চের সঙ্গে ডার্ক-কমেডিও আগে হয়নি। আপনার কেরিয়ারে ‘সেরা ১০’-এর তালিকায় থাকবে ‘ভাগ্যলক্ষ্মী’?

ঋত্বিক: দেখুন, নিজের কাছে আমার ‘সেরা ১০ ছবি’র তালিকায় যে যে ছবিকে রাখব, তাদের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি নিজের কেরিয়ারের শ্রেষ্ঠ ছবিতেও অভিনয় করে ফেলি, তবেও হয়ত তাকে আমার শ্রেষ্ঠ ছবি এইমুহূর্তে বলতে পারব না। 

 

প্রশ্ন: এরপর তো প্রতিম ডি.গুপ্তের ‘খেলনাবাটি’। অনেক দিন পর পর্দায় সোহিনীর সঙ্গে জুটি বাঁধলেন?

ঋত্বিক: হ্যাঁ। 

 

প্রশ্ন: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সোহিনীর সঙ্গে আপনার ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবিটা তো নানান সমস্যায় আটকে। মুক্তির আলো দেখবে? 

ঋত্বিক: (দীর্ঘশ্বাস) আশা করি, দেখবে। আমার কাছে এইমুহূর্তে এই ছবি নিয়ে কোনও আপডেট নেই। কিন্তু একটা ছবি যখন তৈরি হয়ে রয়েছে, নিশ্চয়ই মুক্তির চেষ্টা করা হবে। 

 

প্রশ্ন: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘কলকাতা ৯৬’-এও তো সোহিনীর সঙ্গে জুটি বাঁধার কথা ছিল আপনার। 

ঋত্বিক: হ্যাঁ, সে তো ছিলই। ওই ছবিটা ঘিরেও খানিক সমস্যা হওয়াতে এগোল না কাজ। তবে হ্যাঁ, রাহুল যেদিন তৈরি করবে ওই ছবি, আমি-ই তাতে অভিনয় করব। 

 

প্রশ্ন: শেষ প্রশ্ন। বক্স-অফিসে একাধিক ছবির সুস্থ লড়াই কাম্য। কিন্তু পর্দার বাইরেও অভিনেতাদের চরম-ভক্তরা যেভাবে অন্য অভিনেতাদের নিরন্তর আক্রমণ করে চলেন, তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। সদ্য এমন একটি ঘটনায় তাজ্জব টলিপাড়া। আপনিও সাম্প্রতিক সময়ে জড়িয়েছিলেন এমন বিতর্কে। 

ঋত্বিক:  দেখুন, টক্সিক ফ্যানেরা আসলে কোনও কাজের নয়। বেকার! সে যার-ই ফ্যান হোক তারা। তারা কেবল একটাই টিকিট মাত্র। তার থেকে তাদের বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই! ফ্যানদের ভীষণ প্রয়োজন, টক্সিক ফ্যানদের বিন্দুমাত্র প্রয়োজন নেই। 

 

প্রশ্ন: নিন্দুকেরা বলেন, একাধিক তারকারা নাকি এরকম টক্সিক ফ্যানদের লালন-পালন করেন। সেক্ষেত্রে সেই তথাকথিত তারকাদের উপরেও কি দায় বর্তায় না?  

ঋত্বিক: যদি এরকম কোনও তারকা করে থাকেন, তবে সেক্ষেত্রে তাঁদের বুঝিয়ে দেওয়া উচিত এরকম করলে কিন্তু বিপদ আছে।


#ritwickchakraborty#toxicfans#bhaggyolokkhi



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দাম্পত্যের জটিলতা পর্দায় ফুটিয়ে তুলবেন অর্জুন-অদিতি, ইমতিয়াজ আলির হাত ধরে প্রথম ওটিটি যাত্রা জুটির ...

এবার পরিচালকের আসনে সুদীপ্তা চক্রবর্তী! ছবির প্রেক্ষাপট জুড়ে থাকবে পুরুলিয়া? ...

৫১-এ হৃতিক, প্রাক্তন স্বামীর জন্মদিনে ভালবাসা উপুড় করে কী লিখলেন সুজান খান?...

টলিপাড়ায় ভালবাসার নতুন মরশুমে, সহ-অভিনেতার প্রেমে পড়লেন নায়িকা!...

ফের ত্রিকোণ প্রেমে সৃজলা! ভালবাসার অন্য উপাখ্যানে কী হবে শেষ পরিণতি?...

সুইমস্যুটে সমুদ্রে উষ্ণতা ছড়ানো থেকে সৈকতে গল্পের বইয়ে ডুবে থাকা, কেমন কাটল আলিয়ার ছুটি?...

রহমান একেবারেই মিশুক নন, তার উপর…’ অভিজিতের পর অস্কারজয়ী সুরকারকে নিয়ে বিস্ফোরক সোনু নিগম!...

বড়সড় চুরি পুনম ধিলোঁর বাড়িতে, ঘর রং করতে এসে হিরে, টাকা হাতিয়ে পালাল মিস্ত্রি! ...

'আরণ্যক'কে ছেড়ে চিরকালের মতো চলে গেল 'রোশনাই'! গল্পের নতুন মোড়ে কী পরিণতি হতে চলেছে নায়িকার?...

ফারহানের সঙ্গে দেখা করার আগে তারিখ চাইতে হয় জাভেদ আখতারের! খ্যাতির বিড়ম্বনা না সম্পর্কে ফাটল? ...

প্রয়াত বিখ্যাত সাংবাদিক তথা ছবি নির্মাতা প্রীতিশ নন্দী, বন্ধুর উদ্দেশ্যে কলম ধরলেন শোকস্তব্ধ অনুপম...

‘আশিকি ৩’ থেকে বাদ তৃপ্তি, পিছোল ছবির শুটিং! অভিনেত্রীর ‘অপরাধ’ কী? ...

দীপিকাকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করে ফের বড়সড় বিতর্কে সঞ্জয় দত্ত! নিন্দায় সরব নেটপাড়া ...

হবু স্ত্রীকে এই কাজ করতে দিতে চান না বলেই বিয়ে হচ্ছে না সলমনের? খুল্লাম খুল্লা সেলিম খান!...

দ্বিতীয় বিয়ের অনুভূতি কেমন? বাংলাদেশের নাগরিকদের কোন স্বভাবকে কটাক্ষ করে প্রকাশ্যে জবাব তাহসানের? ...



সোশ্যাল মিডিয়া



01 25