শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ১১ : ২৬Snigdha Dey
আজকাল ওয়েবডেস্ক: নায়িকাদের মতো উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে চান? নামীদামি জেল বা ক্রিম দিয়ে নয়, বরং ঘরোয়া উপকরণ দিয়েই ত্বকের পরিচর্যা করেন বলি সুন্দরীরা। ঘরোয়া এই উপাদানেই লুকিয়ে নায়িকাদের রূপের জাদু।
দীপিকা
বাজারচলতি ক্রিম নয়, ঘরেই ফেস প্যাক বানিয়ে নেন দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বেসন আর হলুদের ফেস প্যাক তাঁর ত্বককে এত জেল্লাদার রেখেছে। চল্লিশ পেরিয়েও বলিরেখা পড়েনি ত্বকে। কীভাবে বানাবেন এই প্যাক? বেসন ১ চা চামচ, হলুদ গুঁড়ো এক চিমটি, দুধের সর ও সামান্য অলিভ তেল মিশিয়ে মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে ২০ মিনিট। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ত্বকের সমস্ত দাগছোপ উঠে যাবে।
অনুষ্কা
ত্বকের চর্চায় তিনি প্রাকৃতিক উপাদানেই ভরসা রাখেন অনুষ্কা শর্মা। ত্বক থেকে দূষিত পদার্থ দূর করতে অর্থাৎ ডিটক্সিফাই করতে নিমের ফেস প্যাক মাখেন। এই প্যাকে ত্বকের কালচে ভাব, ব্রণ, ফুসকুরি দূর করে। অভিনেত্রী জানিয়েছেন, তৈলাক্ত ও ব্রণযুক্ত ত্বক হলে নিমের গুঁড়ো নিতে পারেন বা নিমপাতা বেটেও নিতে পারেন। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে ১ চা-চামচ বেসন, ১ চা-চামচ হলুদ গুঁড়ো। যদি নিমের গুঁড়ো ব্যবহার করেন, তা হলে সমস্ত উপাদান গোলাপজল দিয়ে গুলে নিতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রেখে তুলে ফেলতে হবে। নিমে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করবে। আর শুষ্ক ত্বকের মাস্ক তৈরি করতে হলে ১ চামচ নিমপাতা বাটার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পরিষ্কার মুখে মেখে নিতে হবে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললেই হবে। নিম ত্বককে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে পুষ্টি জোগায়।
কিয়ারা
কিয়ারা ত্বক পরিচর্যায় ঘরোয়া টোটকায় বেশি ভরসা রাখেন। কিয়ারা জানিয়েছেন, ছোট থেকে তাঁর মাকেও দেখেছেন হেঁশেলের কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিচ্ছেন। বেসন, মধু, অ্যালোভেরা দিয়ে তৈরি ফেসপ্যাক ছোট থেকেই ব্যবহার করেন কিয়ারা। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং— কিয়ারার মসৃণ ত্বকের অন্যতম রহস্য। বাড়ি ফিরতে যত রাতই হোক না কেন, মেক আপ না তুলে ঘুমাতে যান না তিনি। ভিটামিন ই সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করেন কিয়ারা। ভিটামিন সি সমৃদ্ধ ময়শ্চারাইজ়ারের পাশাপাশি সিরাম ব্যবহার করতেও ভোলেন না তিনি। শুটিংয়ের সময় ছাড়া খুব বেশি মেক আপ এড়িয়ে চলেন তিনি।
করিনা
তাঁর সৌন্দর্যের চর্চা চলে গোটা বিনোদন জগতে। বিভিন্ন সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন কীভাবে তিনি এত জেল্লাদার ও মসৃণ ত্বক ধরে রেখেছেন। ত্বকের পরিচর্যায় করিনা ব্যবহার করেন ঘরে তৈরি চন্দনের ফেস প্যাক। এই প্যাক বানাতে লাগবে ২ চা চামচ চন্দনের গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুল, দুধ ও এক চিমটি হলুদ গুঁড়ো। সবকিছু ভাল করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে। তাহলেই বলিরেখাও দূরে থাকবে, পাবেন উজ্জ্বল ত্বক।
নানান খবর
নানান খবর

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?