সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৮ জানুয়ারী ২০২৫ ১১ : ২৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনে গ্রেপ্তার তৃণমূলের শহর সভাপতি। মঙ্গলবার সকাল থেকে টানা জেরার করার পরে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছ শহরেরই বাসিন্দা স্বপন শর্মাকেও। তৃণমূল কাউন্সিলর খুনে এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে খুনের কারণ স্পষ্ট নয় এখনও। মঙ্গলবার চার সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। নমুনা সংগ্রহ করেছেন তাঁরা।
তৃণমূল নেতা খুনের ঘটনায় ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা হিন্দি সেলের মালদহ জেলা সভাপতি নরেন্দ্রনাথকে ডেকে পাঠায় পুলিশ। তলব করা হয় তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। ইংরেজবাজার থানায় এ দিন দুপুর থেকেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জিজ্ঞাসাবাদের পর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথকে। তাঁর দুই ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। এই বিষয়ে বীরেন্দ্রনাথ বলেন, ''এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই। আমাদের ফাঁসানো হচ্ছে। তবে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।''
প্রসঙ্গত, ২০২২ সালে পুরসভা নির্বাচনে নরেন্দ্রনাথ ও দুলালের গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয়েছিল। দুলালের গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ ও তাঁর ভাইকে মারধর করার অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান সেই সূত্রেই কাউন্সিলর খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তাঁরা।
গত ২ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পাঁচবারের কাউন্সিলর দুলালকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দুলালকে মৃত বলে ঘোষণা করেন। কাউন্সিলর খুনের ঘটনায় পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর পর পুলিশ তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করে যার মধ্যে দু'জন বিহারের বাসিন্দা। তারপর গ্রেপ্তার করা হয় আরও দু'জনকে। মঙ্গলবার গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা-সহ আরও একজনকে।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা