রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: RM | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একসময় বলিউডের নামজাদা তারকাদের ছবিতে শোনা যেত তাঁর কন্ঠ। তিনি অভিজিৎ ভট্টাচার্য। বলিউডের ছবিতে একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো অভিজিৎ ভট্টাচার্যকে। নয়ের দশকে একের পর এক দর্শককে নানা জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই জুটি। সেইসব গানের জনপ্রিয়তার রেশ আজও দিব্যি টের পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরে শাহরুখের গানে অনুপস্থিত তিনি। একাধিক সাক্ষাৎকারে শাহরুখের প্রতি তাঁর উষ্মা, মনখারাপ ব্যক্ত করেছেন অভিজিৎ। সম্প্রতি, এক রিয়্যালিটি শো-তে শাহরুখকে নিয়ে একটি বক্তব্য পেশ করতেই, অভিজিৎকে 'মিথ্যুক' বলে ওঠেন জনপ্রিয় সুরকার ললিত পন্ডিত!
নয়ের দশকে বলিউডে অন্যতম জনপ্রিয় সুরকার জুটি ছিল যতীন-ললিত। এই সুরকারদ্বয় শাহরুখের একাধিক ছবিতে সুর দিয়েছেন। তাঁদের তৈরি সুরে গান গেয়েছেন অভিজিৎ-ও। এমনই একটি ছবির নাম 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি'। সেই ছবিতে 'আই অ্যাম দ্য বেস্ট' গানে শাহরুখের গলায় শোনা গিয়েছিল অভিজিতের কন্ঠ। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই গান। ওই গানের একেবারে শেষে একেবারে শেষে 'আই অ্যাম দ্য বেস্ট' কলি নিজের গলায় গেয়ে ওঠেন শাহরুখ নিজেই। ওই রিয়্যালিটি শো-তে অভিজিৎ দাবি করেন, শাহরুখকে নিজের গলায় গেয়ে ওঠার বুদ্ধি তিনি-ই নাকি দিয়েছিলেন। শোনামাত্রই পাশে বসা যতীন পন্ডিত হেসে অভিজিতের উদ্দেশ্যে বলে ওঠেন, "এই এত ঢপ দিস না! ওই ব্যাপারটা শাহরুখের নিজের-ই সিদ্ধান্ত ছিল।"
শোনামাত্রই অপ্রস্তুত হয়ে যান অভিজিৎ। ঈষৎ রেগেও যান। এরপর রাগত গলায় যতীনকে তাঁর প্রশ্ন, "তাহলে কি আমি মিথ্যা বলছি?" যতীন-ও সে প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে বলেন, "আমিও ওই গান রেকর্ডিংয়ের সময় সশরীরে স্টুডিওতে ছিলাম। আমার স্মৃতি যথেষ্ট পরিস্কার। শাহরুখ নিজেই গেয়ে উঠেছিলেন এবং এক টেকে ওকে হয়ে গিয়েছিল ওঁর গাওয়া ওই গান।" শোনামাত্র অভিজিৎ ফের তাঁকে জিজ্ঞেস করেন তাহলে কি তিনি মিথ্যা বলছেন। 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি' ছবির অন্যতম সুরকারের সহাস্য জবাব আসে, "আমি যখন পাশে বসে, তখন এই ঘটনাকে বেশি অতিরঞ্জিত না করাই ভাল। তাই না?"
বর্তমানে শাহরুখের প্রতি কি মনের গহীনে রাগ পুষে রেখেছেন অভিজিৎ? এর জবাবে অভিজিৎ বলেছিলেন, “এরকম নয় যে শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু শাহরুখ এখন আর সাধারণ মানুষ নন, তিনি এখন এতটাই বিরাট তারকা। হয়তো শাহরুখ নিজেও জানে না যে ও ঠিক কত বড় তারকা এইমুহূর্তে। উল্টোদিকে আমি যা ছিলাম সেই-ই মানুষটাই রয়ে গিয়েছি। তাই ওঁর থেকে কিছু আশা করবই বা কেন আমি? আমি নিজের মতো জীবনে এগোচ্ছি। শাহরুখের থেকে বছর পাঁচ কিংবা ছয় বড় আমি। আমাদের দু’জনেরই ইগো রয়েছে। আমাদের দু'জন্যেই বৃশ্চিক রাশি। তবে আমি বড় বৃশ্চিক! আমার ওঁর সমর্থনেরও প্রয়োজন নেই। ওঁকেও প্রয়োজন নেই!”
নানান খবর
নানান খবর

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?