বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা

Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। মঙ্গলবার সাগরদ্বীপ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে চালু হয়ে গেল সুন্দরবনের তিনটি ব্লকের সংযোগকারী নলগোড়া সেতু। জয়নগর দু'নম্বর ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মণি নদীর উপর প্রায় ১৬০ মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া এবং দু'দিকে এক মিটার করে ফুটপাত-সহ এই সেতুটি নির্মাণ হয়েছে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে। এই সেতু চালু হওয়ার পর রায়দিঘি ও কুলতলির বিধানসভার কয়েক লক্ষ মানুষের যাতায়াতের পথ আরও সুগম হল।

এই সেতু চালু হওয়ায় উপকৃত হলেন জয়নগর ২ নং ব্লক, কুলতলি ব্লক ও মথুরাপুর ২ নং ব্লকের কয়েক লক্ষ মানুষ। সরকারিভাবে এই সেতুটি নির্মাণের দায়িত্ব পেয়েছিল হুগলি রিভার ব্রিজ কমিশন। তবে কমিশন সেই কাজের বরাত দিয়েছিল একটি বেসরকারি সংস্থাকে। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাগরদ্বীপ থেকে ভার্চুয়াল উদ্বোধনের সময় নলগোড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল, রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, মথুরাপুর (২) বিডিও ড: নাজির হোসেন, জয়নগর (২) বিডিও মনোজিত বসু, কুলতলি থানার আইসি ফারুক আহমেদ,জয়নগর (২) পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারী-সহ আরও অনেকে। এদিন এবিষয়ে কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল বলেন, 'নলগোড়ার এই সেতুটি বাম আমলে দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল এবং কাজগুলি সম্পন্ন হয়নি। আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর সুন্দরবন দপ্তরের আর্থিক সহযোগিতা এবং এইচআরবিসি'র  উদ্যোগে কাজটিকে শেষ করাই। আর এটি চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন।' 

রায়দিঘির বিধায়ক অলক জলদাতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সুন্দরবন এলাকায় যোগাযোগের উন্নতিতে আরও একটি সেতুর উদ্বোধন হয়ে গেল। এই সেতুর মাধ্যমে দু'টি বিধানসভার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হল। সেতুর জন্য খুশি নলগোড়া এলাকার মানুষ। 

অন্যদিকে ১০ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সুন্দরবন উন্নয়ন পর্ষদের সহায়তায় জয়নগর ও ক্যানিং থানা সংযোগকারী ধোসাহাট সেতুর উদ্বোধন হয়ে গেল। মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর (১) ব্লকের ধোসায় উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জয়নগরের (১) বিডিও পূর্ণেন্দু স্যানাল, জেলা পরিষদ সদস্য তপন কুমার মণ্ডল, জয়নগর (১) পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য-সহ অন্যান্যরা। এই সেতু চালু হওয়ায় ক্যানিং ও জয়নগর থানার মধ্যে যাতায়াতের পথ আরও সুগম হল। এখন থেকে কম সময়ে জয়নগর থেকে ক্যানিং-এর মধ্যে যাতায়াত করা যাবে।


#mamatabanerjee#westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধের অপেক্ষায় বনকর্মীরা, মৈপীঠে খাঁচা পেতে হবে হৈ হট্টগোল ...



সোশ্যাল মিডিয়া



01 25